আসল নাম: নিকোলাস থিয়েডোর "নিক" নেমেথ

জন্মদিন: জুলাই ২৭, ১৯৮০

জন্মস্থান: ক্লিভল্যান্ড, ওহিও, US

বাসস্থান: ফিনিক্স, অ্যারিজোনা, US

ট্রেনার(স): FCW, OVW (ও অন্যান্য)

উচ্চতা: ৬ ফুট (১.৮৩ মি)

ওজন: ২১৩ পাউন্ড (৯৭ কেজি)

অভিষেক: নভেম্বর ২০০৪। 


নিকোলাস থিয়েডোর "নিক" নেমেথ (Nicholas Theodore "Nick" Nemeth) হলেন একজন আমেরিকান পেশাদার রেসলার, যাকে আমরা তার রিং নাম ডলফ জিগলার নামে চিনি। ১৯৮০ সালের ২৭ শে জুলাই অ্যামেরিকার ক্লিভল্যান্ড, ওহিও তে জন্মগ্রহন করা এই রেসলার বর্তমানে ডাব্লিউডাব্লিউই (WWE) এর সাথে চুক্তিবদ্ধ আছে। জিগলার হলেন দুই বারের ওয়ার্ল্ড হেভিওয়েট, ৪ বারের ইন্টারকন্টিনেন্টাল এবং একবারের US চ্যাম্পিয়নশিপ জয়ী রেসলার। 


♦ জিগলারের ব্যক্তিগত জীবন : 

ব্যক্তিগত জীবনে Dolph Ziggler এর বেস্ট ফ্রেন্ড Zack Ryder । তিনি মেয়েদের মধ্যে অনেক পপুলার। Aj Lee, Kaitlyn, Maria, Nikki Bella, Vickie Gurrero সহ আরও অনেকের সাথে ON-Screen রিলেশনসিপ রাখছে। তার প্রিয় রং সাদা। প্রিয় রেস্লারঃ Ric Flair, Shawn Michaels (vintage), Kurt Angle, Curt Henning, & Billy Bunn । তার সখ- বই পড়া ।


♦ ডলফের রেসলিং ক্যারিয়ার :

জিগ্লার ১ম বার WWE কন্ট্রাক্ট করে ২০০৪ এ, Chavo Guerrero.Jr. এর side kick হিসেবে।কিন্তু তখন তিনি ছিলেন একজন আন্ডার এজ রেস্লার।তাই তাকে পাঠানো হয় OVW তে ট্রেনিং এর জন্ন।এর সে ২০০৫ এর জানুয়ারী তে The Spirit Squad এ নিকি নামে ডেবুট করে। এই টিম টা খুব বেশি দিন না থাকলেও অল্প সময়ের মধ্যেই অনেক ধামাকা দেখায়। DX আর McMahon দের ফিউডের মাঝে তারা ছিল । তিনি তখন Kane & Big Show কে হারিয়ে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেন। এর পর তিনি ৩ বছরের জন্য ট্রেনিং এ যান FCW তে সেখানে তিনি FCW Florida ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেন দুবার । Brad Allen আর Gavin Spears এর সাথে।

এর পর তিনি ২০০৮ সালে তিনি আবার WWE তে ফিরে আসেন। তখন তার Maria এর সাথে রিলেশন শুরু হয়। কিন্তু তখন তাকে ছেড়ে জিগ্লার Vickie Guerrero সাথে কাজ করা শুরু করে। এটা কে তার কেরিয়ারের মোর বলা যায়, কারন ভিকি যদি তার ম্যানেজার না হত তাহলে ডল্প আমাদের কাছে এভাবে প্রতিষ্ঠিত হতে পারত না। তখন ২০১১ তে ভিকি জিগ্লার কে ভিকির Ex-Husband EDGE এর সাথে ১ টা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর ম্যাচ দেয়। এভাবেই সে হয় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। কিন্তু সে দিন রাতেই এক টা রি- ম্যাচে হেরে যান। সে বছর নভেম্বারের দিকে সে Kofi Kingston কে হারিয়ে UNITED STATES চ্যাম্পিয়ন হয়।

তারপর ২০১২ তে John Cena আর Aj Lee এর রিলেশনশিপে Dolph Ziggler আর Vickie Guerrero নাক গলায়। তখন এই ফিউড টা মোটামুটি ভালই ছিল। Vickie Guerrero ফিউড কখনো খারাপ করে না। তাই এটাও মজার ছিল । তখন Aj Lee ছিল RAW GENERAL MANGER । ভিকি আর জিগ্লার ওকে ওর চাকরি ছাড়তে বাধ্য করে। ফিউডের এক পর্যায় Cena vs. Dolph এর একটা ল্যাডার ম্যাচ হয় MITB BRIEFCASE নিয়ে। এই ম্যাচটাতে Aj Lee সিনা কে ঠকিয়ে Dolph Ziggler এর সাথে রিলেশনশিপ করে।

এরপরে তার MANGER Big E আর জি এফ Aj Lee কে নিয়ে Alberto Del Rio এর ওপর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর জন্য Cash-In করে । Del Rio তখন ইঞ্জুর থাকার কারনে হেরে যায়। কিন্তু সে দিন রাতেই আবার হেরে যায় DQ এর মাধ্যমে কারন Aj Lee Del Rio এর গায়ে হাত তোলে। তখন অদের দু জনের ব্রেক- আপ হয়। এই ঘটনা ঘটে ২০১৩ তে রেসেল্মানিয়া এর আগে। এর পর রেসেল মেনিয়া তে এজ বলায় সে আর Big E টিম Hell No এর সাথে ট্যাগ টিম বেল্টের জন্য ম্যাচ খেলে তাতে হারেন। এর পর ২০১৩ তে বাকি বছর Main Roster এর একজন সাধারন রেস্লার এর মতো কাটায়।

২০১৪ তে সে জুলাই তে Battle Ground এ সে এক্তুর জন্য Miz এর কাছে হারেন। এর পর সে Summer slam ইন্টারকন্টিনেন্টাল টাইটেল জিতেন । Night of the Champions এ Miz এর কাছে হারেন। ঠিক তার পরেরদিন র’ তে আবার তা জিতেন। কিছু দিন আগে Luke Harper এর কাছে হারেন। এরপর Survivor Series এ টিম সিনা কে জিতিয়ে হন Soul Survivor.এখন তিনি বরাবর WWE POWER RANKING এ TOP CHART এ থাকেন । সেই বছরেই তিনি মিজের সাথে কয়েক মাস জুরে একটা ফিউড চালান। ফিউড টা অনেক মজার ছিল। ফিউডের এক পর্যায় তিনি মিজের কিছু বেক্তিগত ছবি ফাস করেন।

২০১৫-এর ২৫ মেইতে হওয়া Raw তে জিগলার রুসেভের প্রাক্তন ম্যানেজার লানাকে কিস করে এবং তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরে। এইসময়ে জিগলারের গিমিক "Show-Off" এর থেকে কিছুটা আলাদা হয়ে পরে যার সঙ্গে ৮০ এর দশকের মিল পাওয়া যায়। এরপর রুসেভের সঙ্গে জিগলারের ফিউড শুরু হয় এবং সেইসময় জিগ্লারের সাথে যেমন লানা ছিল সেরকম রুসেভের সাথে থাকে সামার রেই।  

সামারস্লামে জিগলার ও রুসেভের ম্যাচ  লানা এবং সামার রেই  -দের কারনে ডাবল কাউন্ট আউটে শেষ হয়। Night of Champions -এর রিম্যাচে জিগলার বিজয়ী হয়।  এরপরে রুসেভ ও লানার ব্যক্তিগত জীবনে প্রকৃত বিবাহের ফলে জিগলার ও রুসেভের ফিউড অফিসিয়ালি শেষ হয়ে যায়।  এরপরে জিগলার জন সিনাকে চ্যালেঞ্জ করে US চ্যাম্পিয়নশিপের জন্য যেটাতে সে জয়ী হতে পারে নি। 

অক্টোবরে স্মাকডাউনে জিগলার নতুন ডেবিউ করা Tyler Breeze এর সঙ্গে ফিউডে জড়িয়ে পরে। এরপরে সেথ রলিন্সের ইঞ্জুরির কারনে ভ্যাকান্ট হয়ে যাওয়া WWE WH চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে জিগলার অংশগ্রহন করে কিন্তু ডিন অ্যামব্রোসের দ্বারা এলিমিনেটেড হয় এবং তারপর টাইলারের সঙ্গে আবার তার ফিউড কন্টিনিউ করে। সারভাইবর সিরিজে তাদের ম্যাচ হয় যেটাতে জিগ্লার হেরে যায়। 

এরপরে নভেম্বরের স্মাকডাউনে জিগলার IC চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিপল থ্রেড ম্যাচে অংশগ্রহন করে যেটা জিততে সে ব্যর্থ হয়।  


♦ ডলফ জিগলারের অর্জনসমূহ : 


  • ফ্লোরিডা চ্যাম্পিয়নশীপ রেসলিং
    • এফসিডাব্লিউ ফ্লোরিডা ট্যাগ টিম চ্যাম্পিয়নশীপ (২বার) [সাথে ব্রাড আলেন (১) এবং Gavin Spears (১)]
  • Pro Wrestling Illustrated
    • He was ranked #9 of the top 500 singles wrestlers in the "PWI 500" in 2013
  • ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট / ডাব্লিউডাব্লিউই
    • ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন (২ বারের)
    • ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন (১ বারের) (সাথে স্প্রীট স্কোয়ার্ড)
    • ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়ন (২ বারের)
    • WWE United States Championship (১ বারের)
    • Money in the Bank (2012 — World Heavyweight Championship contract)
    • Twenty Second Triple Crown Champion
  • Wrestling Observer Newsletter
    • Most Improved (2011)
    • Most Underrated (2011)

DOLPH ZIGGLER : ডলফ জিগলার


আসল নাম: নিকোলাস থিয়েডোর "নিক" নেমেথ

জন্মদিন: জুলাই ২৭, ১৯৮০

জন্মস্থান: ক্লিভল্যান্ড, ওহিও, US

বাসস্থান: ফিনিক্স, অ্যারিজোনা, US

ট্রেনার(স): FCW, OVW (ও অন্যান্য)

উচ্চতা: ৬ ফুট (১.৮৩ মি)

ওজন: ২১৩ পাউন্ড (৯৭ কেজি)

অভিষেক: নভেম্বর ২০০৪। 


নিকোলাস থিয়েডোর "নিক" নেমেথ (Nicholas Theodore "Nick" Nemeth) হলেন একজন আমেরিকান পেশাদার রেসলার, যাকে আমরা তার রিং নাম ডলফ জিগলার নামে চিনি। ১৯৮০ সালের ২৭ শে জুলাই অ্যামেরিকার ক্লিভল্যান্ড, ওহিও তে জন্মগ্রহন করা এই রেসলার বর্তমানে ডাব্লিউডাব্লিউই (WWE) এর সাথে চুক্তিবদ্ধ আছে। জিগলার হলেন দুই বারের ওয়ার্ল্ড হেভিওয়েট, ৪ বারের ইন্টারকন্টিনেন্টাল এবং একবারের US চ্যাম্পিয়নশিপ জয়ী রেসলার। 


♦ জিগলারের ব্যক্তিগত জীবন : 

ব্যক্তিগত জীবনে Dolph Ziggler এর বেস্ট ফ্রেন্ড Zack Ryder । তিনি মেয়েদের মধ্যে অনেক পপুলার। Aj Lee, Kaitlyn, Maria, Nikki Bella, Vickie Gurrero সহ আরও অনেকের সাথে ON-Screen রিলেশনসিপ রাখছে। তার প্রিয় রং সাদা। প্রিয় রেস্লারঃ Ric Flair, Shawn Michaels (vintage), Kurt Angle, Curt Henning, & Billy Bunn । তার সখ- বই পড়া ।


♦ ডলফের রেসলিং ক্যারিয়ার :

জিগ্লার ১ম বার WWE কন্ট্রাক্ট করে ২০০৪ এ, Chavo Guerrero.Jr. এর side kick হিসেবে।কিন্তু তখন তিনি ছিলেন একজন আন্ডার এজ রেস্লার।তাই তাকে পাঠানো হয় OVW তে ট্রেনিং এর জন্ন।এর সে ২০০৫ এর জানুয়ারী তে The Spirit Squad এ নিকি নামে ডেবুট করে। এই টিম টা খুব বেশি দিন না থাকলেও অল্প সময়ের মধ্যেই অনেক ধামাকা দেখায়। DX আর McMahon দের ফিউডের মাঝে তারা ছিল । তিনি তখন Kane & Big Show কে হারিয়ে ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেন। এর পর তিনি ৩ বছরের জন্য ট্রেনিং এ যান FCW তে সেখানে তিনি FCW Florida ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেন দুবার । Brad Allen আর Gavin Spears এর সাথে।

এর পর তিনি ২০০৮ সালে তিনি আবার WWE তে ফিরে আসেন। তখন তার Maria এর সাথে রিলেশন শুরু হয়। কিন্তু তখন তাকে ছেড়ে জিগ্লার Vickie Guerrero সাথে কাজ করা শুরু করে। এটা কে তার কেরিয়ারের মোর বলা যায়, কারন ভিকি যদি তার ম্যানেজার না হত তাহলে ডল্প আমাদের কাছে এভাবে প্রতিষ্ঠিত হতে পারত না। তখন ২০১১ তে ভিকি জিগ্লার কে ভিকির Ex-Husband EDGE এর সাথে ১ টা ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর ম্যাচ দেয়। এভাবেই সে হয় ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ। কিন্তু সে দিন রাতেই এক টা রি- ম্যাচে হেরে যান। সে বছর নভেম্বারের দিকে সে Kofi Kingston কে হারিয়ে UNITED STATES চ্যাম্পিয়ন হয়।

তারপর ২০১২ তে John Cena আর Aj Lee এর রিলেশনশিপে Dolph Ziggler আর Vickie Guerrero নাক গলায়। তখন এই ফিউড টা মোটামুটি ভালই ছিল। Vickie Guerrero ফিউড কখনো খারাপ করে না। তাই এটাও মজার ছিল । তখন Aj Lee ছিল RAW GENERAL MANGER । ভিকি আর জিগ্লার ওকে ওর চাকরি ছাড়তে বাধ্য করে। ফিউডের এক পর্যায় Cena vs. Dolph এর একটা ল্যাডার ম্যাচ হয় MITB BRIEFCASE নিয়ে। এই ম্যাচটাতে Aj Lee সিনা কে ঠকিয়ে Dolph Ziggler এর সাথে রিলেশনশিপ করে।

এরপরে তার MANGER Big E আর জি এফ Aj Lee কে নিয়ে Alberto Del Rio এর ওপর ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ এর জন্য Cash-In করে । Del Rio তখন ইঞ্জুর থাকার কারনে হেরে যায়। কিন্তু সে দিন রাতেই আবার হেরে যায় DQ এর মাধ্যমে কারন Aj Lee Del Rio এর গায়ে হাত তোলে। তখন অদের দু জনের ব্রেক- আপ হয়। এই ঘটনা ঘটে ২০১৩ তে রেসেল্মানিয়া এর আগে। এর পর রেসেল মেনিয়া তে এজ বলায় সে আর Big E টিম Hell No এর সাথে ট্যাগ টিম বেল্টের জন্য ম্যাচ খেলে তাতে হারেন। এর পর ২০১৩ তে বাকি বছর Main Roster এর একজন সাধারন রেস্লার এর মতো কাটায়।

২০১৪ তে সে জুলাই তে Battle Ground এ সে এক্তুর জন্য Miz এর কাছে হারেন। এর পর সে Summer slam ইন্টারকন্টিনেন্টাল টাইটেল জিতেন । Night of the Champions এ Miz এর কাছে হারেন। ঠিক তার পরেরদিন র’ তে আবার তা জিতেন। কিছু দিন আগে Luke Harper এর কাছে হারেন। এরপর Survivor Series এ টিম সিনা কে জিতিয়ে হন Soul Survivor.এখন তিনি বরাবর WWE POWER RANKING এ TOP CHART এ থাকেন । সেই বছরেই তিনি মিজের সাথে কয়েক মাস জুরে একটা ফিউড চালান। ফিউড টা অনেক মজার ছিল। ফিউডের এক পর্যায় তিনি মিজের কিছু বেক্তিগত ছবি ফাস করেন।

২০১৫-এর ২৫ মেইতে হওয়া Raw তে জিগলার রুসেভের প্রাক্তন ম্যানেজার লানাকে কিস করে এবং তার সঙ্গে সম্পর্কে জড়িয়ে পরে। এইসময়ে জিগলারের গিমিক "Show-Off" এর থেকে কিছুটা আলাদা হয়ে পরে যার সঙ্গে ৮০ এর দশকের মিল পাওয়া যায়। এরপর রুসেভের সঙ্গে জিগলারের ফিউড শুরু হয় এবং সেইসময় জিগ্লারের সাথে যেমন লানা ছিল সেরকম রুসেভের সাথে থাকে সামার রেই।  

সামারস্লামে জিগলার ও রুসেভের ম্যাচ  লানা এবং সামার রেই  -দের কারনে ডাবল কাউন্ট আউটে শেষ হয়। Night of Champions -এর রিম্যাচে জিগলার বিজয়ী হয়।  এরপরে রুসেভ ও লানার ব্যক্তিগত জীবনে প্রকৃত বিবাহের ফলে জিগলার ও রুসেভের ফিউড অফিসিয়ালি শেষ হয়ে যায়।  এরপরে জিগলার জন সিনাকে চ্যালেঞ্জ করে US চ্যাম্পিয়নশিপের জন্য যেটাতে সে জয়ী হতে পারে নি। 

অক্টোবরে স্মাকডাউনে জিগলার নতুন ডেবিউ করা Tyler Breeze এর সঙ্গে ফিউডে জড়িয়ে পরে। এরপরে সেথ রলিন্সের ইঞ্জুরির কারনে ভ্যাকান্ট হয়ে যাওয়া WWE WH চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টে জিগলার অংশগ্রহন করে কিন্তু ডিন অ্যামব্রোসের দ্বারা এলিমিনেটেড হয় এবং তারপর টাইলারের সঙ্গে আবার তার ফিউড কন্টিনিউ করে। সারভাইবর সিরিজে তাদের ম্যাচ হয় যেটাতে জিগ্লার হেরে যায়। 

এরপরে নভেম্বরের স্মাকডাউনে জিগলার IC চ্যাম্পিয়নশিপের জন্য ট্রিপল থ্রেড ম্যাচে অংশগ্রহন করে যেটা জিততে সে ব্যর্থ হয়।  


♦ ডলফ জিগলারের অর্জনসমূহ : 


  • ফ্লোরিডা চ্যাম্পিয়নশীপ রেসলিং
    • এফসিডাব্লিউ ফ্লোরিডা ট্যাগ টিম চ্যাম্পিয়নশীপ (২বার) [সাথে ব্রাড আলেন (১) এবং Gavin Spears (১)]
  • Pro Wrestling Illustrated
    • He was ranked #9 of the top 500 singles wrestlers in the "PWI 500" in 2013
  • ওয়ার্ল্ড রেসলিং এন্টারটেইনমেন্ট / ডাব্লিউডাব্লিউই
    • ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়ন (২ বারের)
    • ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন (১ বারের) (সাথে স্প্রীট স্কোয়ার্ড)
    • ডাব্লিউডাব্লিউই আন্তঃমহাদেশীয় চ্যাম্পিয়ন (২ বারের)
    • WWE United States Championship (১ বারের)
    • Money in the Bank (2012 — World Heavyweight Championship contract)
    • Twenty Second Triple Crown Champion
  • Wrestling Observer Newsletter
    • Most Improved (2011)
    • Most Underrated (2011)