আসল নাম

Adam Joseph Copeland

জন্মদিন

৩০ অক্টোবর ১৯৭৩

জন্মস্থান

Orangeville, Ontario, Canada

বাসস্থান

Toronto, Ontario, Canada

উচ্চতা

৬ ফুট ৫ ইঞ্চি (১.৯৬ মি)

ওজন

১০৯ কেজি (২৪১ পাউন্ড)

ট্রেনারস

Ron Hutchison, Sweet Daddy Siki

অভিষেক

১ জুলাই, ১৯৯২


Edge WWE এর সবচেয়ে সফল রেসলারদের মধ্যে অন্যতম হিসেবে বেশ পরিচিত। Edge এমন একজন রেসলার যিনি সর্বাধিক সময় হিল থাকা সত্ত্বেও WWE এর ইউনিভার্স এবং রেসলিং ফ্যানদের কাছ থেকে সেই সমর্থন পেয়েছেন যা খুব কম রেসলাররা পেয়ে থাকে আর একজন হিল হিসেবে তা আসলেই একটা অ্যাচিভমেন্ট তার ক্যারিয়ারের জন্য! 

Edge একজন সুযোগ সন্ধানী রেসলার ছিলেন, সে সব সময় সুযোগের সৎ ব্যবহার করতো তাই তাকে বলা হয় "The Ultimate Opportunist"। Edge একমাত্র রেসলার যিনি সর্বপ্রথম The Undertaker কে TLC তে হারিয়েছেন, জয়ী হয়েছেন ২০১০ সালের Royal Rumble Match। সবথেকে বেশিবার World Heavyweight চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি এখনপর্যন্ত ধরে রেখেছেন Rated R Superstar "EDGE", তিনি সাতবার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ডটি ধরে রেখেছেন | 

যদিও ২০১৩ সালে চ্যাম্পিয়নশিপ টি WWE চ্যাম্পিয়নশিপের সাথে মিশ্রিত হয়ে যায় | এছাড়াও Edge সবচেয়ে কম বয়সে, ৩৮ বছর বয়সে ২০১২ সালে WWE Hall Of Fame এর অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ EDGE হলেন Youngest Hall Of Fame! 😃 ২০১১ সালে এই কিংবদন্তী রেসলার নিজের রেসলিং ক্যারিয়ার থেকে সরে যায় কিন্তু ভক্তদের জন্য পুনরায় তিনি WWE তে রিটার্ন করেন।

♦ Edge এর ব্যক্তিগত জীবন :

Edge কখনো নিজের জন্মদাতা পিতাকে দেখেনি। তার নিজের জীবনে কখনো তার ছায়া পরে নি। তিনি তার বাবার সাথে কখনোই দেখা করেনি এবং কথা বলেনি! এমনকি তার ছবি পর্যন্ত কোনোদিন দেখেনি। WWE সুপারস্টার Christian তার বাল্য কালের বন্ধু। Class ৫ থেকে তারা ২ জন একসাথে পড়াশোনা করেছে। Edge জীবনে শুধু একবার ধূমপান করেছে (১৬ বছর বয়সে)। 

WWE Diva Lita Edge এর ২য় বউ ২০০১ সালে Edge Alanah Morley কে বিয়ে করে এবং ২০০৪ সালে তাদের Devorce হয়। Edge এর বর্তমান স্ত্রী হল Beth Phoenix (WWE Diva)। সে একজন রেসলারের পাশাপাশি একজন অভিনেতাও। তিনি এই পর্যন্ত কিছু মুভিতে কাজ করেছেন যেমন:-Highlander: Endgame, Bending The Rules, Beyond The Mat ইত্যাদি।

এছারা তিনি বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছেন। Edge নিজের আত্মজীবনী লিখেছেন। তিনি এ নিয়ে একটি বই পাবলিশ করে যার নাম -" Adam Copeland On Edge"। নভেম্বর ৪, ২০০৪ সালে বইটি প্রকাশ করা হয়। পুরো বইটি তিনি নিজেই লিখেছেন। এ বইটিতে তিনি তার বাল্যকালের ঘটনা থেকে তার WWE Champion হওয়ার সব ঘটনা তুলে ধরেছেন।

♦ Edge এর রেসলিং ক্যারিয়ার :

• রেসলিং জগতে প্রবেশের ইতিহাস :

WrestleMania ৬ এর দর্শকসারিতে Edge উপস্থিত ছিল এবং Hulk Hogan Vs The Ultimate Warrior এর ম্যাচ দেখে তার মনে রেসলার হওয়ার ইচ্ছা জাগে। Edge ছোটবেলায়(১৮ বছর) "Why You Want To Be A Wrestler" এই বিষয়ের উপর একটি Eassy Writing কম্পিটিশনে প্রথম হয়। পুরুষ্কার হিসেবে তাকে Ron Hutchinson & Sweet Daddy Siki দ্বারা ফ্রি রেসলিং ট্রেইনিং দেওয়া হয়। এরপরে Edge Sexton Hardcastle নামে Canada এর Independent Circuits এ রেসলিং করেছেন!

• WWE তে প্রবেশ :

Edge ১৯৯৬ সালে WWE তে অভিষেক করে৷ সে খুব দ্রুতই জনপ্রিয় হয়েউঠে৷ Edge তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই Heel হিসেবে কাটিয়েছে৷ অনেক Wrestling বিসেসগ্য তাকে Heelদের রাজা বলেছেন৷ Edge এই পর্যন্ত WWE তে ৩১ টি টাইটেল জিতেছেন। যা অন্য কেউ জিততে পারে নি। 

অর্থাৎ সেই সবচেয়ে বেশিবার WWE তে টাইটেল জিতেছে। ১১ বার WWE World Heavyweight Championship সহ আরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন। পৃথিবীতে খুবইকম Wrestler আছে যারা Heel হয়েও Faceদের থেকে বেশী জনপ্রিয়তা অর্জন করেছেন, Edge তাদের মধ্যে একজন৷

• এজকে "King Of Spear" বলার কারন :

২০০১ সালে WrestleMania ১৭ তে Edge & Christian Vs The Dudley Boyz Vs The Hardy Boyz (TLC Match For WWF Tag Team Championship) ম্যাচে Edge একটি ইতিহাস রচনা করে- ম্যাচের একপর্যায়ে Jeff Hardy Ring এর মাঝখানে Title ধরে ঝুলতে থাকে এমন সময় Edge সবায়কে অবাক করে দিয়ে এক কান্ড ঘটিয়ে বসে৷ সে ২০ ফুট উচুঁ একটি Ladder থেকে লাফিয়ে Jeffকে এক Spear দেয়! 

এ ম্যাচটি সে বছর "Match Of The Year" এর Award পায়৷ আর ঐ Spear এর কারনে Edgeকে "The King Of Spear" এবং তার ঐ Spearকে "The Best Spear Of All Time" এর খেতাব দেয়াহয়৷ আজও এ Spearটি Best Spears এর তালিকায় Number ১ এ রয়েছে৷ এছাড়াও Undertake কে Spear দিয়ে Cell ভেঙে ফেলেন এই Rated R Superstar এবং তিনি বহুবার ইক্সট্রিম সব মুহুর্ত তৈরি করেছেন এই Spear এর মাধ্যমে, এই কারনেও তাকে কিং অফ স্পিয়ার বলা হয়ে থাকে।

Edge হল WWE এর একমাত্র Wrestler যে একসাথে United States Championও ছিল এবং Intercontinental Championও ছিল৷ ২০০১ সালের Survivor Series PPV তে "Edge(US Champion) Vs Test(IC Champion)" ম্যাচে Testকে হারিয়ে সে United States Intercontinental Champion হয়৷ Edge ২০০১ সালে King Of The Ring টুর্নামেন্ট জিতে৷

Edge WWE এর ইতিহাসের প্রথম TLC ম্যাচ খেলেছে৷ ২০০৬ এর আগে সে কখনোই কোন TLC ম্যাচে হারেনি। Unforgiven ২০০৬ এ John Cena তার স্ট্রিকটি ভাঙ্গে৷ ২০০৬ এর WrestleMania তে Edge তার First And Last ব্লাডি ম্যাচ খেলে৷ ম্যাচটি ছিল Edge Vs Mick Foley (Hardcore Rules Match). ম্যাচের শেষ পর্যায়ে Edge Mick Foleyকে জলন্ত টেবিলের উপর Spear দেয় তারপর Pin করে ম্যাচটি জিতেযায়৷

Edge ২০০৮ এর আগে কখনো কোনো WrestleMania তে হারেনি৷ The Undertaker WrestleMania ২৪ এ তার স্ট্রিকটি ভাঙ্গে৷ Edge সর্বপ্রথম The Undertakerকে TLC ম্যাচে হারায়৷

• ইতিহাসে প্রথম MITB ও WWE টাইটেল জয় :

Edge হলো WWE এর প্রথম "Money In The Bank" বিজেতা, Chris Jericho এই ম্যাচের আইডিয়া Eric Bischoff বলে এবং তার আইডিয়াটি খুব ভালো লাগে। তাই Wrestlemania XXI তে এই ম্যাচ অনুষ্ঠিত হয়, সেই ম্যাচে Edge " Money In The Bank " ব্রিফকেস জিতে। 

সে তার এই MITB কনট্রাক্টটি New Year's Revolution এ John Cena এর উপর Cash In করে এবং Cenaকে হারিয়ে Edge তার জিবনে প্রথমবার WWE Champion হয়৷ Edge হল WWE এর একমাত্র Wrestler যে একই রাতে দু'টি Elimination Chamber ম্যাচই খেলেছে(At "No Way Out" In ২০০৯)৷ Edge ২০১০ এর Royal Rumble ম্যাচে ২৯ Number এ প্রবেস করে এবং John Cenaকে এলিমিনেট করে ম্যাচটি জিতে৷

• WWE থেকে রিটায়ার ঘোষণা :

তিনি Wrestlemania তে তার শেষ ম্যাচ খেলেছেন। Wrestlemania হল WWE এর সবচেয়ে গুরূত্বপূর্ন পিপিভি। আর শেষ ম্যাচে এই পিপিভিতে খেলা খুবই সম্মানজনক ব্যাপার। Wrestlemania XXVII তে তিনি Alberto Del Rio এর কাছ থেকে নিজের World Heavyweight Tittle ডিফেন্ড করে।

WrestleMania এর পরের RAW তে Edge জানায় যে, তার নেক ইন্জুরির জন্য তাকে Wrestling থেকে অবসর নিতেহবে৷ পরের Smack Down এ Edge তার World Heavyweight Championshipটি সালেন্ডার করে৷ ঐ রাতে Smack Down শেষ হওয়ার পর Edge এর সম্মানে একটি অনুষ্ঠান করাহয় যার হোষ্ট ছিল Trish Stratus, এ অনুষ্ঠানটি কখনো TV তে দেখানো হয়নি এটি দেখতে হলে You Tube এ দেখতে হবে৷ যেসব রেসলার বুক ফুলিয়ে রিটায়ার্ড করেছেন তার মধ্যে তিনি অন্যতম। 

তিনি World Heavyweight Champion থাকাকালীন রিটায়ারমেন্ট ঘোষনা করেন। না, তিনি বয়সের কারনে রিটায়ার্ড নেয়নি বরং ইঞ্জুরির কারনে সবাইকে কাদিয়ে তিনি প্রোফেশনাল রেসলিং থেকে নিজেকে সরিয়ে নেয়।

• Edge এর রিটায়ারের আসল কারন :

২০১১ সালে এজ এর ক্যারিয়ার এর ইতি ঘটে যার মূল কারণ ছিল স্পিয়ার বচ। WWE তে স্পিয়ার এর কিং ই স্পিয়ার মুভ বচ করে। ২০০১ সালে Wrestlemania তে একটি Triple Threat Ladder Match হয়, যে ম্যাচে অংশগ্রহণ করে Edge ও Christian, ম্যাচের একসময় Jeff Hardy কে ২০ ফুট উপর থেকে স্পিয়ার হিট করে যার জন্য Edge কে স্পিয়ার এর কিং বলে। সাধারণত মুভ বচ করা বলতে মুভ গুলো ভালো ভাবে সেল না করা যার ফলে অপনেন্ট এর ক্ষতি হয় কিন্তু এবার পুরো উলটো হয়, মানে মুভ টা যে হিট করেছিল তারই ক্ষতি হয়েছে।

বর্তমান SD Live, কিন্তু অতীতে এটি ছিল শুধু SmackDown যা শুক্রবারে অনুষ্ঠিত হত। Edge এর ট্যাগ টীম পার্টনার ও বেষ্ট ফ্রেন্ড ছিল Christian, এক SD তে একটি ম্যাচ হয়েছিল Alberto Del Rio আর Christian এর মধ্যে আর রিং সাইডে ছিল Brodus Clay। Alberto Del Rio ছিল হিল আর Brodus Clay ছিল তার পার্টনার তাই বিভিন্ন ভাবে Christian কে ম্যাচ থেকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছিল সেই সময় Edge কমেন্ট্রি করছিল আর সেখান থেকে এক অসাধারণ স্পিয়ার হিট করে। স্পিয়ার হিট করার সাথে তার কাধ ধরে কিছুক্ষণ বসে থাকে। Brodus Clay কে অনেকেই চিনতে পারবে না কিন্তু তার শরীর ছিল Big Show এর মত বড় তাই স্পিয়ার হিট করার সময় Edge এর কাধে চাপ পড়ে ও তার ঘাড় ভেঙে যায়।

কিছুদিন পর Edge তার টাইটেল সারেন্ডার করেন। Edge এর টাইটেল এর জন্য একটি Battle Royal হয়। Edge তার জীবনের শেষ মুভ হিসেবে স্পিয়ার Alberto Del Rio কে হিট করেন। এরপরে তিনি হয়েছিলেন WWE ইতিহাসের সবচেয়ে কম বয়সী Hall Of Famer। ২০১২ সালের ৩১ মার্চ তাকে Hall Of Fame এ অন্তর্ভুক্ত করা হয়, যখন তার বয়স ছিল মাত্র ৩৮! আর তাকে ইন্ডাক্ট করে তার বাল্যকালের বন্ধু Christian।

• WWE তে রিটার্ন ও র‍্যান্ডির সাথে ফিউড :

২০১৯ সালের ১১ আগস্টে অনুষ্ঠিত SummerSlam পিপিভিতে এজ তার হোমটাউনে Elias এর উপরে স্পিয়ার হিট করে রেসলিং জগতকে নিজের রিটার্নের বার্তা দেয়। পরে ২০২০ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত রয়্যাল রাম্বাল পিপিভিতে এজ রিটার্ন করে এবং ৯ বছরে প্রথমবার কোন ম্যাচে অংশগ্রহণ করে।

এরপরে র‍্যান্ডি অরটনের সাথে তার ফিউড পুনরায় শুরু হয়। অরটন এজের স্ত্রী Beth Phoenix কে অ্যাটাক করলে তাদের মধ্যে রেসেলমেনিয়া ৩৬ এ একটা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ ঠিক হয়, সেই ম্যাচে এজ অরটনকে পরাজিত করে।

এরপরে Backlash পিপিভিতে সিঙ্গেলস ম্যাচে এজ অরটনের কাছে পরাজিত হয়। পরে WWE জানায় যে এজ এর ট্রাইসেপসে ইঞ্জুরি হয়েছে যার ফলে তাকে সাত মাস বাইরে থাকতে হয়। ২০২১ সালের জানুয়ারিতে আয়োজিত Raw তে এজ রিটার্ন করে এবং রয়্যাল রাম্বালে অংশগ্রহনের কথা জানায়।

• দ্বিতীয় রয়্যাল রাম্বাল জয় ও রোমানের সাথে ফিউড :

৩১ শে জানুয়ারি আয়োজিত রয়্যাল রাম্বাল পিপিভির ৩৪ তম সংস্করণে এজ এক নম্বরে প্রবেশ করে এবং শেষপর্যন্ত গিয়ে র‍্যান্ডি অরটনকে এলিমিনেট করে দীর্ঘ ১১ বছর পরে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো রয়্যাল রাম্বালের বিজয়ী হয়। এজ ছিল হল অফ ফেমে ইন্ডাক্ট হওয়া প্রথম এবং এক নম্বরে প্রবেশ করা তৃতীয় রেসলার যে রয়্যাল রাম্বাল জিততে সক্ষম হয়েছিল। এর পরের Raw তে এজ আলেক্সা ব্লিসের সাহায্যে অরটনকে হারিয়ে তাদের ফিউড সমাপ্ত করে।

এলিমিনেশন চেম্বারে এজ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেইন্সকে স্পিয়ার মেরে রেসেলমেনিয়া ৩৭ এর জন্য তাকে চ্যালেঞ্জ করে। ফাস্টলেন পিপিভিতে এজ ড্যানিয়েল ব্রায়েন ও রোমানের মধ্যে হওয়া টাইটেল ম্যাচে স্পেশাল গেস্ট এনফোর্সারের ভূমিকা পালন করে এবং উক্ত ম্যাচে সে দুজনকেই স্টিল চেয়ার দিয়ে অ্যাটাক করলে রেসেলমেনিয়াতে এজ, রোমান এবং ব্রায়েনের মধ্যে ইউনিভার্সাল টাইটেলের জন্য ট্রিপল থ্রেট ম্যাচ ঠিক করা হয়।

জেই উসোর সাহায্য নিয়ে রোমান সেই ম্যাচে এজ ও ব্রায়েনকে একত্রে পিন করে ফলে এজ প্রথম রেসলার হয় যে দুইবার রাম্বাল জিতেও টাইটেল জিততে ব্যর্থ হয়েছে। এরপরে রেইন্সের সাথে তার ফিউড চলতে থাকে এবং Money in the Bank পিপিভিতে রেইন্সের সঙ্গে খেলা টাইটেল ম্যাচে সেথ রলিন্সের ইন্টারফেয়ারেন্সের ফলে এজ পরাজিত হয়।

• সেথ রলিন্স ও দ্যা মিজের সাথে ফিউড :

ফলস্বরূপ SummerSlam পিপিভিতে এজ ও রলিন্সের মধ্যে ম্যাচ হয় যেখানে এজ সাবমিশনের দ্বারা রলিন্সকে পরাজিত করে। পরবর্তীতে ২০২১ এর WWE ড্রাফটের দ্বারা এজকে Raw ব্র্যান্ডে স্থানান্তরিত করা হয়। সেখানে রলিন্সের সাথে তার ফিউড চলত থাকে এবং Crown Jewel পিপিভিতে এজ রলিন্সকে পুনরায় পরাজিত করে তাদের ফিউড সমাপ্ত করে।

এরপরে এজের সাথে দ্যা মিজের ফিউড শুরু হয়। Day 1 ইভেন্টে এজ তার স্ত্রী Beth Phoenix এর সাহায্য নিয়ে দ্যা মিজকে পরাজিত করে। পরবর্তীতে ২০২২ এর রয়্যাল রাম্বাল পিপিভিতে এজ ও তার স্ত্রী মিলে মিজ ও তার স্ত্রী Maryse কে মিক্সড ট্যাগ টিম ম্যাচে পরাজিত করে।

• Edge এর ব্যাপারে কিছু অজানা তথ্য :

১) Edge WWE এর History তে একমাত্র রেসলার যে একই সাথে WWE UNited State Championship এবং Wwe Intercontinental Championship জিতেছেন!

২) WRESTLEMANIA ২৪ এর আগে Edge কখনো WRESTLEMANIA তে হারে নি ২০০৮ সালে WRESTLEMANIA ২৪ এ The Undertaker Edge এর Streak ভাঙেন

৩) Edge ২০০১ সালে King Of The Ring Tournament জেতেন!

৪) WWE এর ইতিহাসে Edge সর্বপ্রথম TLC ম্যাচ খেলেন২০০৬ এর আগে Edge কখনো TLC তে কোনো ম্যাচ হারে নি ২০০৬ সালের TLC তে John CENA তাকে হারিয়ে তার TLC তে Undefended থাকার Streak ভাঙেন!

৫) Edge WRESTLEMANIA ২২ এ তার লাইফের First এবং Last Bloody Match খেলেছেন ম্যাচটি ছিল Hardcore Legend Mick Foley এর সাথে এই ম্যাচে জলন্ত টেবিলের উপর Mick Foley কে Spear দিয়ে পিন করে Edge ম্যাচটি জিতে যায়!

৬) Edge সর্বপ্রথম The Undertaker কে TLC তে হারিয়েছেন!

৭) আর কিছু দিন পর Money In The Bank PPV WWE এর History তে Edge সর্বপ্রথম Money In The Bank বিজয়ী New Year's Revolution এ John Cena এর উপর Cash In করে John CENA কে হারিয়ে তার জীবনে প্রথম বারের মতো WWE Champion হয় এই Rated R Superstar!

৮) Edge WWE তে একমাত্র রেসলার যে একই রাতে ২ টি Elimination Chamber ম্যাচ খেলেছেন এটি ছিল ২০০৯ সালের Elimination Chamber।

৯) Edge ২০১০ সালের Royal Rumble বিজয়ী ২৯ Number এ Enter করে সিনা কে Eliminate করে Royal Rumble বিজয়ী হয়।

১০) Edge WWE তে মোট ৩১বার Champion হয়েছে৷ এটি WWE এর ইতিহাসে সবচেয়ে বেশীবার Champion হওয়ার রেকড যেটা আজ পর্যন্ত কেউ ভাঙ্গতে পারেনি৷

১১) Edge সবচেয়ে কম বয়সে মাত্র ৩৮ বছর বয়সে ২০১২ সালে WWE Hall Of Fame হয় EDGE Youngest Hall Of Fame!

১২) Edge তার জীবনে একবার বিড়ি খেয়েছিলেন মানে ধুমপান করেছিলেন ১৬ বছর বয়সে। ।

১৩) ইতিহাসে সেই একমাত্র রেসলার যে Money In The Bank, King Of The Ring এবং Royal Rumble জিতেছে। সে ২০০১ সালে Kurt Angle কে হারিয়ে King Of The Ring, ২০০৫ সালে Money In The Bank [১ম রেসলার হিসাবে] এবং ২০১০ সালে ২৯ নাম্বারে এসে John Cena কে এলিমিনেট করে Royal Rumble জিতেন! এরকম রেকর্ড আর কারো নেই!

১৪) Edge হল Fourteenth Triple Crown Champion, এছারাও Edge ২০১০ এ Smack Down এর হয়ে Bragging Rights Trophy জিতেছিল৷

১৫) Edge হল একমাত্র Wrestler যে King Of The Ring, Money In The Bank & Royal Rumble এ তিনটিই জিতেছে৷


♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Canadian Wrestling Association

CWA North American চ্যাম্পিয়নশিপ ( বার)

Insane চ্যাম্পিয়নশিপ রেসলিং

ICW Street Fight ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ( বার) – সাথে : Christian Cage () And Joe E. Legend ()

MWCW ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ( বার) – সাথে : Joe E. Legend

George Tragos/Lou Thesz Professional Wrestling Hall Of Fame

Lou Thesz Award (২০১৩)

Pro Wrestling Illustrated

Comeback Of The Year (২০০৪)

ফিউড অফ দ্যা ইয়ার (২০০৫) With Lita Vs. Matt Hardy

ফিউড অফ দ্যা ইয়ার (২০০৬) Vs. John Cena

ম্যাচ অফ দ্যা ইয়ার (২০০০) With Christian Vs. The Dudley Boyz Vs. The Hardy Boyz In A Triangle Ladder Match - WrestleMania ২০০০

ম্যাচ অফ দ্যা ইয়ার (২০০১) With Christian Vs. The Dudley Boyz Vs. The Hardy Boyz In A Tables, Ladders, And Chairs Match - WrestleMania X-Seven

Most Hated রেসলার অফ দ্যা ইয়ার (২০০৬)

Most Improved রেসলার অফ দ্যা ইয়ার (২০০১)

Ranked No. Of The Top ৫০০ Singles Wrestlers In The PWI ৫০০ In ২০০৭

World Wrestling Federation/World Wrestling Entertainment/WWE

WWE চ্যাম্পিয়নশিপ ( বার)

ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ( বার)

WWF/E ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ( বার)

WCW United States চ্যাম্পিয়নশিপ ( বার)

WWE ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ( বার) – সাথে : Rey Mysterio () And Chris Jericho ()

WWF/ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ (১২ বার) – সাথে : Christian (), Hollywood Hulk Hogan (), Chris Benoit (), Randy Orton () And Chris Jericho ()

King Of The Ring (২০০১)

Money In The Bank (২০০৫)

Bragging Rights Trophy (২০১০) – সাথে : Team SmackDown (Big Show, Rey Mysterio, Jack Swagger, Alberto Del Rio, Kofi Kingston And Tyler Reks)

Royal Rumble (২০১০)

Gold Rush Tournament (২০০৫)

Fourteenth ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন

Third Grand Slam Champion (Under The Current Format, Thirteenth Overall)

WWE Hall Of Fame (Class Of ২০১২)

Slammy Award

Couple Of The Year (২০০৮) – সাথে : Vickie Guerrero

"Oh Snap" Meltdown Of The Year (২০১০) – Destroying The Anonymous Raw General Manager's Computer

Wrestling Observer Newsletter

ম্যাচ অফ দ্যা ইয়ার (২০০২) With Rey Mysterio Vs. Kurt Angle And Chris Benoit - No Mercy

ট্যাগ টিম Of The Year (২০০০) With Christian

Worst ফিউড অফ দ্যা ইয়ার (২০১০) Vs. Kane

Worst Worked ম্যাচ অফ দ্যা ইয়ার (২০০৮) Vs. Vladimir Kozlov And Triple H - Survivor Series



• লেখক : Abid Shahriar, রেসলিং বাংলা।

EDGE : এজ


 

আসল নাম

Adam Joseph Copeland

জন্মদিন

৩০ অক্টোবর ১৯৭৩

জন্মস্থান

Orangeville, Ontario, Canada

বাসস্থান

Toronto, Ontario, Canada

উচ্চতা

৬ ফুট ৫ ইঞ্চি (১.৯৬ মি)

ওজন

১০৯ কেজি (২৪১ পাউন্ড)

ট্রেনারস

Ron Hutchison, Sweet Daddy Siki

অভিষেক

১ জুলাই, ১৯৯২


Edge WWE এর সবচেয়ে সফল রেসলারদের মধ্যে অন্যতম হিসেবে বেশ পরিচিত। Edge এমন একজন রেসলার যিনি সর্বাধিক সময় হিল থাকা সত্ত্বেও WWE এর ইউনিভার্স এবং রেসলিং ফ্যানদের কাছ থেকে সেই সমর্থন পেয়েছেন যা খুব কম রেসলাররা পেয়ে থাকে আর একজন হিল হিসেবে তা আসলেই একটা অ্যাচিভমেন্ট তার ক্যারিয়ারের জন্য! 

Edge একজন সুযোগ সন্ধানী রেসলার ছিলেন, সে সব সময় সুযোগের সৎ ব্যবহার করতো তাই তাকে বলা হয় "The Ultimate Opportunist"। Edge একমাত্র রেসলার যিনি সর্বপ্রথম The Undertaker কে TLC তে হারিয়েছেন, জয়ী হয়েছেন ২০১০ সালের Royal Rumble Match। সবথেকে বেশিবার World Heavyweight চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটি এখনপর্যন্ত ধরে রেখেছেন Rated R Superstar "EDGE", তিনি সাতবার চ্যাম্পিয়ন হয়ে রেকর্ডটি ধরে রেখেছেন | 

যদিও ২০১৩ সালে চ্যাম্পিয়নশিপ টি WWE চ্যাম্পিয়নশিপের সাথে মিশ্রিত হয়ে যায় | এছাড়াও Edge সবচেয়ে কম বয়সে, ৩৮ বছর বয়সে ২০১২ সালে WWE Hall Of Fame এর অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ EDGE হলেন Youngest Hall Of Fame! 😃 ২০১১ সালে এই কিংবদন্তী রেসলার নিজের রেসলিং ক্যারিয়ার থেকে সরে যায় কিন্তু ভক্তদের জন্য পুনরায় তিনি WWE তে রিটার্ন করেন।

♦ Edge এর ব্যক্তিগত জীবন :

Edge কখনো নিজের জন্মদাতা পিতাকে দেখেনি। তার নিজের জীবনে কখনো তার ছায়া পরে নি। তিনি তার বাবার সাথে কখনোই দেখা করেনি এবং কথা বলেনি! এমনকি তার ছবি পর্যন্ত কোনোদিন দেখেনি। WWE সুপারস্টার Christian তার বাল্য কালের বন্ধু। Class ৫ থেকে তারা ২ জন একসাথে পড়াশোনা করেছে। Edge জীবনে শুধু একবার ধূমপান করেছে (১৬ বছর বয়সে)। 

WWE Diva Lita Edge এর ২য় বউ ২০০১ সালে Edge Alanah Morley কে বিয়ে করে এবং ২০০৪ সালে তাদের Devorce হয়। Edge এর বর্তমান স্ত্রী হল Beth Phoenix (WWE Diva)। সে একজন রেসলারের পাশাপাশি একজন অভিনেতাও। তিনি এই পর্যন্ত কিছু মুভিতে কাজ করেছেন যেমন:-Highlander: Endgame, Bending The Rules, Beyond The Mat ইত্যাদি।

এছারা তিনি বিভিন্ন অনুষ্ঠানে কাজ করেছেন। Edge নিজের আত্মজীবনী লিখেছেন। তিনি এ নিয়ে একটি বই পাবলিশ করে যার নাম -" Adam Copeland On Edge"। নভেম্বর ৪, ২০০৪ সালে বইটি প্রকাশ করা হয়। পুরো বইটি তিনি নিজেই লিখেছেন। এ বইটিতে তিনি তার বাল্যকালের ঘটনা থেকে তার WWE Champion হওয়ার সব ঘটনা তুলে ধরেছেন।

♦ Edge এর রেসলিং ক্যারিয়ার :

• রেসলিং জগতে প্রবেশের ইতিহাস :

WrestleMania ৬ এর দর্শকসারিতে Edge উপস্থিত ছিল এবং Hulk Hogan Vs The Ultimate Warrior এর ম্যাচ দেখে তার মনে রেসলার হওয়ার ইচ্ছা জাগে। Edge ছোটবেলায়(১৮ বছর) "Why You Want To Be A Wrestler" এই বিষয়ের উপর একটি Eassy Writing কম্পিটিশনে প্রথম হয়। পুরুষ্কার হিসেবে তাকে Ron Hutchinson & Sweet Daddy Siki দ্বারা ফ্রি রেসলিং ট্রেইনিং দেওয়া হয়। এরপরে Edge Sexton Hardcastle নামে Canada এর Independent Circuits এ রেসলিং করেছেন!

• WWE তে প্রবেশ :

Edge ১৯৯৬ সালে WWE তে অভিষেক করে৷ সে খুব দ্রুতই জনপ্রিয় হয়েউঠে৷ Edge তার ক্যারিয়ারের বেশিরভাগ সময়ই Heel হিসেবে কাটিয়েছে৷ অনেক Wrestling বিসেসগ্য তাকে Heelদের রাজা বলেছেন৷ Edge এই পর্যন্ত WWE তে ৩১ টি টাইটেল জিতেছেন। যা অন্য কেউ জিততে পারে নি। 

অর্থাৎ সেই সবচেয়ে বেশিবার WWE তে টাইটেল জিতেছে। ১১ বার WWE World Heavyweight Championship সহ আরো চ্যাম্পিয়নশিপ জিতেছেন। পৃথিবীতে খুবইকম Wrestler আছে যারা Heel হয়েও Faceদের থেকে বেশী জনপ্রিয়তা অর্জন করেছেন, Edge তাদের মধ্যে একজন৷

• এজকে "King Of Spear" বলার কারন :

২০০১ সালে WrestleMania ১৭ তে Edge & Christian Vs The Dudley Boyz Vs The Hardy Boyz (TLC Match For WWF Tag Team Championship) ম্যাচে Edge একটি ইতিহাস রচনা করে- ম্যাচের একপর্যায়ে Jeff Hardy Ring এর মাঝখানে Title ধরে ঝুলতে থাকে এমন সময় Edge সবায়কে অবাক করে দিয়ে এক কান্ড ঘটিয়ে বসে৷ সে ২০ ফুট উচুঁ একটি Ladder থেকে লাফিয়ে Jeffকে এক Spear দেয়! 

এ ম্যাচটি সে বছর "Match Of The Year" এর Award পায়৷ আর ঐ Spear এর কারনে Edgeকে "The King Of Spear" এবং তার ঐ Spearকে "The Best Spear Of All Time" এর খেতাব দেয়াহয়৷ আজও এ Spearটি Best Spears এর তালিকায় Number ১ এ রয়েছে৷ এছাড়াও Undertake কে Spear দিয়ে Cell ভেঙে ফেলেন এই Rated R Superstar এবং তিনি বহুবার ইক্সট্রিম সব মুহুর্ত তৈরি করেছেন এই Spear এর মাধ্যমে, এই কারনেও তাকে কিং অফ স্পিয়ার বলা হয়ে থাকে।

Edge হল WWE এর একমাত্র Wrestler যে একসাথে United States Championও ছিল এবং Intercontinental Championও ছিল৷ ২০০১ সালের Survivor Series PPV তে "Edge(US Champion) Vs Test(IC Champion)" ম্যাচে Testকে হারিয়ে সে United States Intercontinental Champion হয়৷ Edge ২০০১ সালে King Of The Ring টুর্নামেন্ট জিতে৷

Edge WWE এর ইতিহাসের প্রথম TLC ম্যাচ খেলেছে৷ ২০০৬ এর আগে সে কখনোই কোন TLC ম্যাচে হারেনি। Unforgiven ২০০৬ এ John Cena তার স্ট্রিকটি ভাঙ্গে৷ ২০০৬ এর WrestleMania তে Edge তার First And Last ব্লাডি ম্যাচ খেলে৷ ম্যাচটি ছিল Edge Vs Mick Foley (Hardcore Rules Match). ম্যাচের শেষ পর্যায়ে Edge Mick Foleyকে জলন্ত টেবিলের উপর Spear দেয় তারপর Pin করে ম্যাচটি জিতেযায়৷

Edge ২০০৮ এর আগে কখনো কোনো WrestleMania তে হারেনি৷ The Undertaker WrestleMania ২৪ এ তার স্ট্রিকটি ভাঙ্গে৷ Edge সর্বপ্রথম The Undertakerকে TLC ম্যাচে হারায়৷

• ইতিহাসে প্রথম MITB ও WWE টাইটেল জয় :

Edge হলো WWE এর প্রথম "Money In The Bank" বিজেতা, Chris Jericho এই ম্যাচের আইডিয়া Eric Bischoff বলে এবং তার আইডিয়াটি খুব ভালো লাগে। তাই Wrestlemania XXI তে এই ম্যাচ অনুষ্ঠিত হয়, সেই ম্যাচে Edge " Money In The Bank " ব্রিফকেস জিতে। 

সে তার এই MITB কনট্রাক্টটি New Year's Revolution এ John Cena এর উপর Cash In করে এবং Cenaকে হারিয়ে Edge তার জিবনে প্রথমবার WWE Champion হয়৷ Edge হল WWE এর একমাত্র Wrestler যে একই রাতে দু'টি Elimination Chamber ম্যাচই খেলেছে(At "No Way Out" In ২০০৯)৷ Edge ২০১০ এর Royal Rumble ম্যাচে ২৯ Number এ প্রবেস করে এবং John Cenaকে এলিমিনেট করে ম্যাচটি জিতে৷

• WWE থেকে রিটায়ার ঘোষণা :

তিনি Wrestlemania তে তার শেষ ম্যাচ খেলেছেন। Wrestlemania হল WWE এর সবচেয়ে গুরূত্বপূর্ন পিপিভি। আর শেষ ম্যাচে এই পিপিভিতে খেলা খুবই সম্মানজনক ব্যাপার। Wrestlemania XXVII তে তিনি Alberto Del Rio এর কাছ থেকে নিজের World Heavyweight Tittle ডিফেন্ড করে।

WrestleMania এর পরের RAW তে Edge জানায় যে, তার নেক ইন্জুরির জন্য তাকে Wrestling থেকে অবসর নিতেহবে৷ পরের Smack Down এ Edge তার World Heavyweight Championshipটি সালেন্ডার করে৷ ঐ রাতে Smack Down শেষ হওয়ার পর Edge এর সম্মানে একটি অনুষ্ঠান করাহয় যার হোষ্ট ছিল Trish Stratus, এ অনুষ্ঠানটি কখনো TV তে দেখানো হয়নি এটি দেখতে হলে You Tube এ দেখতে হবে৷ যেসব রেসলার বুক ফুলিয়ে রিটায়ার্ড করেছেন তার মধ্যে তিনি অন্যতম। 

তিনি World Heavyweight Champion থাকাকালীন রিটায়ারমেন্ট ঘোষনা করেন। না, তিনি বয়সের কারনে রিটায়ার্ড নেয়নি বরং ইঞ্জুরির কারনে সবাইকে কাদিয়ে তিনি প্রোফেশনাল রেসলিং থেকে নিজেকে সরিয়ে নেয়।

• Edge এর রিটায়ারের আসল কারন :

২০১১ সালে এজ এর ক্যারিয়ার এর ইতি ঘটে যার মূল কারণ ছিল স্পিয়ার বচ। WWE তে স্পিয়ার এর কিং ই স্পিয়ার মুভ বচ করে। ২০০১ সালে Wrestlemania তে একটি Triple Threat Ladder Match হয়, যে ম্যাচে অংশগ্রহণ করে Edge ও Christian, ম্যাচের একসময় Jeff Hardy কে ২০ ফুট উপর থেকে স্পিয়ার হিট করে যার জন্য Edge কে স্পিয়ার এর কিং বলে। সাধারণত মুভ বচ করা বলতে মুভ গুলো ভালো ভাবে সেল না করা যার ফলে অপনেন্ট এর ক্ষতি হয় কিন্তু এবার পুরো উলটো হয়, মানে মুভ টা যে হিট করেছিল তারই ক্ষতি হয়েছে।

বর্তমান SD Live, কিন্তু অতীতে এটি ছিল শুধু SmackDown যা শুক্রবারে অনুষ্ঠিত হত। Edge এর ট্যাগ টীম পার্টনার ও বেষ্ট ফ্রেন্ড ছিল Christian, এক SD তে একটি ম্যাচ হয়েছিল Alberto Del Rio আর Christian এর মধ্যে আর রিং সাইডে ছিল Brodus Clay। Alberto Del Rio ছিল হিল আর Brodus Clay ছিল তার পার্টনার তাই বিভিন্ন ভাবে Christian কে ম্যাচ থেকে ডিস্ট্রাক্ট করার চেষ্টা করছিল সেই সময় Edge কমেন্ট্রি করছিল আর সেখান থেকে এক অসাধারণ স্পিয়ার হিট করে। স্পিয়ার হিট করার সাথে তার কাধ ধরে কিছুক্ষণ বসে থাকে। Brodus Clay কে অনেকেই চিনতে পারবে না কিন্তু তার শরীর ছিল Big Show এর মত বড় তাই স্পিয়ার হিট করার সময় Edge এর কাধে চাপ পড়ে ও তার ঘাড় ভেঙে যায়।

কিছুদিন পর Edge তার টাইটেল সারেন্ডার করেন। Edge এর টাইটেল এর জন্য একটি Battle Royal হয়। Edge তার জীবনের শেষ মুভ হিসেবে স্পিয়ার Alberto Del Rio কে হিট করেন। এরপরে তিনি হয়েছিলেন WWE ইতিহাসের সবচেয়ে কম বয়সী Hall Of Famer। ২০১২ সালের ৩১ মার্চ তাকে Hall Of Fame এ অন্তর্ভুক্ত করা হয়, যখন তার বয়স ছিল মাত্র ৩৮! আর তাকে ইন্ডাক্ট করে তার বাল্যকালের বন্ধু Christian।

• WWE তে রিটার্ন ও র‍্যান্ডির সাথে ফিউড :

২০১৯ সালের ১১ আগস্টে অনুষ্ঠিত SummerSlam পিপিভিতে এজ তার হোমটাউনে Elias এর উপরে স্পিয়ার হিট করে রেসলিং জগতকে নিজের রিটার্নের বার্তা দেয়। পরে ২০২০ সালের ২৬ জানুয়ারি অনুষ্ঠিত রয়্যাল রাম্বাল পিপিভিতে এজ রিটার্ন করে এবং ৯ বছরে প্রথমবার কোন ম্যাচে অংশগ্রহণ করে।

এরপরে র‍্যান্ডি অরটনের সাথে তার ফিউড পুনরায় শুরু হয়। অরটন এজের স্ত্রী Beth Phoenix কে অ্যাটাক করলে তাদের মধ্যে রেসেলমেনিয়া ৩৬ এ একটা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ ঠিক হয়, সেই ম্যাচে এজ অরটনকে পরাজিত করে।

এরপরে Backlash পিপিভিতে সিঙ্গেলস ম্যাচে এজ অরটনের কাছে পরাজিত হয়। পরে WWE জানায় যে এজ এর ট্রাইসেপসে ইঞ্জুরি হয়েছে যার ফলে তাকে সাত মাস বাইরে থাকতে হয়। ২০২১ সালের জানুয়ারিতে আয়োজিত Raw তে এজ রিটার্ন করে এবং রয়্যাল রাম্বালে অংশগ্রহনের কথা জানায়।

• দ্বিতীয় রয়্যাল রাম্বাল জয় ও রোমানের সাথে ফিউড :

৩১ শে জানুয়ারি আয়োজিত রয়্যাল রাম্বাল পিপিভির ৩৪ তম সংস্করণে এজ এক নম্বরে প্রবেশ করে এবং শেষপর্যন্ত গিয়ে র‍্যান্ডি অরটনকে এলিমিনেট করে দীর্ঘ ১১ বছর পরে ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো রয়্যাল রাম্বালের বিজয়ী হয়। এজ ছিল হল অফ ফেমে ইন্ডাক্ট হওয়া প্রথম এবং এক নম্বরে প্রবেশ করা তৃতীয় রেসলার যে রয়্যাল রাম্বাল জিততে সক্ষম হয়েছিল। এর পরের Raw তে এজ আলেক্সা ব্লিসের সাহায্যে অরটনকে হারিয়ে তাদের ফিউড সমাপ্ত করে।

এলিমিনেশন চেম্বারে এজ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন রোমান রেইন্সকে স্পিয়ার মেরে রেসেলমেনিয়া ৩৭ এর জন্য তাকে চ্যালেঞ্জ করে। ফাস্টলেন পিপিভিতে এজ ড্যানিয়েল ব্রায়েন ও রোমানের মধ্যে হওয়া টাইটেল ম্যাচে স্পেশাল গেস্ট এনফোর্সারের ভূমিকা পালন করে এবং উক্ত ম্যাচে সে দুজনকেই স্টিল চেয়ার দিয়ে অ্যাটাক করলে রেসেলমেনিয়াতে এজ, রোমান এবং ব্রায়েনের মধ্যে ইউনিভার্সাল টাইটেলের জন্য ট্রিপল থ্রেট ম্যাচ ঠিক করা হয়।

জেই উসোর সাহায্য নিয়ে রোমান সেই ম্যাচে এজ ও ব্রায়েনকে একত্রে পিন করে ফলে এজ প্রথম রেসলার হয় যে দুইবার রাম্বাল জিতেও টাইটেল জিততে ব্যর্থ হয়েছে। এরপরে রেইন্সের সাথে তার ফিউড চলতে থাকে এবং Money in the Bank পিপিভিতে রেইন্সের সঙ্গে খেলা টাইটেল ম্যাচে সেথ রলিন্সের ইন্টারফেয়ারেন্সের ফলে এজ পরাজিত হয়।

• সেথ রলিন্স ও দ্যা মিজের সাথে ফিউড :

ফলস্বরূপ SummerSlam পিপিভিতে এজ ও রলিন্সের মধ্যে ম্যাচ হয় যেখানে এজ সাবমিশনের দ্বারা রলিন্সকে পরাজিত করে। পরবর্তীতে ২০২১ এর WWE ড্রাফটের দ্বারা এজকে Raw ব্র্যান্ডে স্থানান্তরিত করা হয়। সেখানে রলিন্সের সাথে তার ফিউড চলত থাকে এবং Crown Jewel পিপিভিতে এজ রলিন্সকে পুনরায় পরাজিত করে তাদের ফিউড সমাপ্ত করে।

এরপরে এজের সাথে দ্যা মিজের ফিউড শুরু হয়। Day 1 ইভেন্টে এজ তার স্ত্রী Beth Phoenix এর সাহায্য নিয়ে দ্যা মিজকে পরাজিত করে। পরবর্তীতে ২০২২ এর রয়্যাল রাম্বাল পিপিভিতে এজ ও তার স্ত্রী মিলে মিজ ও তার স্ত্রী Maryse কে মিক্সড ট্যাগ টিম ম্যাচে পরাজিত করে।

• Edge এর ব্যাপারে কিছু অজানা তথ্য :

১) Edge WWE এর History তে একমাত্র রেসলার যে একই সাথে WWE UNited State Championship এবং Wwe Intercontinental Championship জিতেছেন!

২) WRESTLEMANIA ২৪ এর আগে Edge কখনো WRESTLEMANIA তে হারে নি ২০০৮ সালে WRESTLEMANIA ২৪ এ The Undertaker Edge এর Streak ভাঙেন

৩) Edge ২০০১ সালে King Of The Ring Tournament জেতেন!

৪) WWE এর ইতিহাসে Edge সর্বপ্রথম TLC ম্যাচ খেলেন২০০৬ এর আগে Edge কখনো TLC তে কোনো ম্যাচ হারে নি ২০০৬ সালের TLC তে John CENA তাকে হারিয়ে তার TLC তে Undefended থাকার Streak ভাঙেন!

৫) Edge WRESTLEMANIA ২২ এ তার লাইফের First এবং Last Bloody Match খেলেছেন ম্যাচটি ছিল Hardcore Legend Mick Foley এর সাথে এই ম্যাচে জলন্ত টেবিলের উপর Mick Foley কে Spear দিয়ে পিন করে Edge ম্যাচটি জিতে যায়!

৬) Edge সর্বপ্রথম The Undertaker কে TLC তে হারিয়েছেন!

৭) আর কিছু দিন পর Money In The Bank PPV WWE এর History তে Edge সর্বপ্রথম Money In The Bank বিজয়ী New Year's Revolution এ John Cena এর উপর Cash In করে John CENA কে হারিয়ে তার জীবনে প্রথম বারের মতো WWE Champion হয় এই Rated R Superstar!

৮) Edge WWE তে একমাত্র রেসলার যে একই রাতে ২ টি Elimination Chamber ম্যাচ খেলেছেন এটি ছিল ২০০৯ সালের Elimination Chamber।

৯) Edge ২০১০ সালের Royal Rumble বিজয়ী ২৯ Number এ Enter করে সিনা কে Eliminate করে Royal Rumble বিজয়ী হয়।

১০) Edge WWE তে মোট ৩১বার Champion হয়েছে৷ এটি WWE এর ইতিহাসে সবচেয়ে বেশীবার Champion হওয়ার রেকড যেটা আজ পর্যন্ত কেউ ভাঙ্গতে পারেনি৷

১১) Edge সবচেয়ে কম বয়সে মাত্র ৩৮ বছর বয়সে ২০১২ সালে WWE Hall Of Fame হয় EDGE Youngest Hall Of Fame!

১২) Edge তার জীবনে একবার বিড়ি খেয়েছিলেন মানে ধুমপান করেছিলেন ১৬ বছর বয়সে। ।

১৩) ইতিহাসে সেই একমাত্র রেসলার যে Money In The Bank, King Of The Ring এবং Royal Rumble জিতেছে। সে ২০০১ সালে Kurt Angle কে হারিয়ে King Of The Ring, ২০০৫ সালে Money In The Bank [১ম রেসলার হিসাবে] এবং ২০১০ সালে ২৯ নাম্বারে এসে John Cena কে এলিমিনেট করে Royal Rumble জিতেন! এরকম রেকর্ড আর কারো নেই!

১৪) Edge হল Fourteenth Triple Crown Champion, এছারাও Edge ২০১০ এ Smack Down এর হয়ে Bragging Rights Trophy জিতেছিল৷

১৫) Edge হল একমাত্র Wrestler যে King Of The Ring, Money In The Bank & Royal Rumble এ তিনটিই জিতেছে৷


♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Canadian Wrestling Association

CWA North American চ্যাম্পিয়নশিপ ( বার)

Insane চ্যাম্পিয়নশিপ রেসলিং

ICW Street Fight ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ( বার) – সাথে : Christian Cage () And Joe E. Legend ()

MWCW ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ( বার) – সাথে : Joe E. Legend

George Tragos/Lou Thesz Professional Wrestling Hall Of Fame

Lou Thesz Award (২০১৩)

Pro Wrestling Illustrated

Comeback Of The Year (২০০৪)

ফিউড অফ দ্যা ইয়ার (২০০৫) With Lita Vs. Matt Hardy

ফিউড অফ দ্যা ইয়ার (২০০৬) Vs. John Cena

ম্যাচ অফ দ্যা ইয়ার (২০০০) With Christian Vs. The Dudley Boyz Vs. The Hardy Boyz In A Triangle Ladder Match - WrestleMania ২০০০

ম্যাচ অফ দ্যা ইয়ার (২০০১) With Christian Vs. The Dudley Boyz Vs. The Hardy Boyz In A Tables, Ladders, And Chairs Match - WrestleMania X-Seven

Most Hated রেসলার অফ দ্যা ইয়ার (২০০৬)

Most Improved রেসলার অফ দ্যা ইয়ার (২০০১)

Ranked No. Of The Top ৫০০ Singles Wrestlers In The PWI ৫০০ In ২০০৭

World Wrestling Federation/World Wrestling Entertainment/WWE

WWE চ্যাম্পিয়নশিপ ( বার)

ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ( বার)

WWF/E ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ( বার)

WCW United States চ্যাম্পিয়নশিপ ( বার)

WWE ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ( বার) – সাথে : Rey Mysterio () And Chris Jericho ()

WWF/ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ (১২ বার) – সাথে : Christian (), Hollywood Hulk Hogan (), Chris Benoit (), Randy Orton () And Chris Jericho ()

King Of The Ring (২০০১)

Money In The Bank (২০০৫)

Bragging Rights Trophy (২০১০) – সাথে : Team SmackDown (Big Show, Rey Mysterio, Jack Swagger, Alberto Del Rio, Kofi Kingston And Tyler Reks)

Royal Rumble (২০১০)

Gold Rush Tournament (২০০৫)

Fourteenth ট্রিপল ক্রাউন চ্যাম্পিয়ন

Third Grand Slam Champion (Under The Current Format, Thirteenth Overall)

WWE Hall Of Fame (Class Of ২০১২)

Slammy Award

Couple Of The Year (২০০৮) – সাথে : Vickie Guerrero

"Oh Snap" Meltdown Of The Year (২০১০) – Destroying The Anonymous Raw General Manager's Computer

Wrestling Observer Newsletter

ম্যাচ অফ দ্যা ইয়ার (২০০২) With Rey Mysterio Vs. Kurt Angle And Chris Benoit - No Mercy

ট্যাগ টিম Of The Year (২০০০) With Christian

Worst ফিউড অফ দ্যা ইয়ার (২০১০) Vs. Kane

Worst Worked ম্যাচ অফ দ্যা ইয়ার (২০০৮) Vs. Vladimir Kozlov And Triple H - Survivor Series



• লেখক : Abid Shahriar, রেসলিং বাংলা।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!