আসল নাম

Randal Keith Orton

জন্মদিন

১ এপ্রিল, ১৯৮০

জন্মস্থান

Knoxville, Tennessee, US

বাসস্থান

St. Charles, Missouri, US

উচ্চতা

৬ ফুট ৫ ইঞ্চি (১.৯৬ মি)

ওজন

১১৩ কেজি (২৫০ পাউন্ড)

ট্রেনার

Bob Orton জুনিয়র

অভিষেক

১৮ মার্চ, ২০০০


রেসলিং বিজনেসে একটি কথা মুখে মুখে প্রচারিত হতে হতে ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে, সেটি হলো, "যদি আপনি একেবারে শূন্য থেকে একটি নিখুঁত প্রোফেশনাল রেসলার বানান, তবে আপনি খুব সম্ভবত Randy Orton কেই বানাবেন।" প্রো রেসলিং ইতিহাসের সবচেয়ে প্রকৃতি প্রদত্ত প্রতিভাসম্পন্ন রেসলারদের সংক্ষিপ্ত তালিকায় খুব সহজেই থাকবেন Randy Orton!

আসল নাম Randal Keith Orton হলেও সে Randy Orton, The Legend Killer, The One Man Dynasty, The Viper, Apex Predator অ্যান্ড The Face of the WWE নামেও পরিচিত। যদিও এই বিজনেসে তার প্রভাব বা যাকে বলে "ইমপ্যাক্ট" তার সমসাময়িক অন্যান্য মেগাস্টারদের চেয়ে বেশি না, কিন্তু দিনশেষে এটাই সত্যি যে Randy Orton এর ট্যালেন্ট এদের সকলের চেয়েই বেশি।

অরটনের মধ্যে যে বিষয়টা প্রথম থেকেই ফুটে উঠেছিল সেইটা হলো তার অ্যাগ্রেসিভ ইন রিং অ্যাটিচিউড এবং হিল ক্যারেক্টার প্লে করার সক্ষমতা। যেটা তাকে পরবর্তিতে WWE এর অন্যতম হিল রেসলার হিসেবে সফলতা দিয়েছে।

তার ইনরিং ক্যারিজমার কারনে তিনি নিজের যোগ্যতা বলে হয়েছিলেন সবচেয়ে তরুণ World Heavyweight Champion! অরটনের ইন রিং স্কিল নিয়ে বলার তেমন কিছু নেই। কেননা তার রিং স্কিলে অ্যাবিলিটি কেমন সেইটা আপনারা জানেন। তবে রিং স্কিলের মধ্যেও তার এমন কিছু দিক রয়েছে যা প্রো রেসলিং থেকে এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য More Than Enough!

অরটন ২০০২ সালে ডেবিউ করে তৎকালীন World Wrestling Federation (WWF) এ। রেসলিং ট্রেনিং নিয়েছে নিজের বাবা “Cowboy” Bob Orton, South Broadway Athletic Club আর Ohio Valley Wrestling থেকে। ফিনিশিং মুভ হিসাবে RKO ইউস করলেও সাথে তার আগের Super RKO, Running Punt Kick আর O-Zone -ও আছে।

♦ অরটনের ব্যক্তিগত জীবন :

Randy Orton জন্মগ্রহণ করেছিল ১৯৮০ সালের ১লা এপ্রিল Knoxville, Tennessee তে। বাবার নাম Robert Orton (Cowboy Bob Orton নামে বেশি পরিচিত সে) আর মা Elaine Orton। তার ছোট বোন ও ভাই আছে, নাম Becky আর Nathan। শিক্ষাজীবনে Hazelwood Central High School-এ পড়াশোনা করেছেন। বর্তমানে সে High Ridge, Missouri তে থাকে। 

১৯৯৮ সালে পড়াশোনা কম্পলিট করে Orton যোগ দেয় United States Marine Corps বা নৌবাহিনীতে। সেখানে Uniform Code of Military Justice এর কিছু নিয়ম ভঙ্গের জন্য তার বিরুদ্ধে চার্জ ফাইল করা হয় যার দরুন তাকে ১৯৯৮ সালে ৩৮ দিন Camp Pendleton জেলে কাটাতে হয়।

Randy Orton ২০০৭ সালে Samantha Speno কে বিবাহ করে। তাদের প্রথম কন্যা জন্ম নেয় ২০০৮ সালের ১২ই জুলাই, নাম Alanna Marie Orton। কিন্তু ২০১২ সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। Randy আবার ২০১৫ সালের নভেম্বরে Kimberly Kessler কে বিয়ে করে। ২০১৬ সালের ২২ নভেম্বরে তাদের ছোট মেয়ে Brooklyn Rose জন্মগ্রহণ করে (সে Kim এর ৪র্থ বাচ্চা, মানে তার আরও ৩জন সন্তান আছে) সব মিলিয়ে Orton এখন ৫ জন সন্তানের বাবা।

র‍্যান্ডির দেহের হাতে, পিঠে আর ঘাড়/কাঁধে সব মিলিয়ে ৭টি ট্যাটু আছে। ট্যাটুর পিছনে আগে তেমন কোনো বিশেষত্ব না থাকলে এখন অনেকটা অর্থপূর্ণ। হাতে কব্জির উপরের বড় মেয়ের নাম “Alanna” নামে একটি ট্যাটু আছে। পাশে লাল গোলাপ আর মেয়ের জন্ম তারিখ রোমান সংখ্যাতে লেখা আছে। তাছাড়া বাহু, পেশি ও কাঁধে আরও কিছু অর্থপূর্ণ ট্যাটু আছে যাদের সাথে তার ব্যাক্তিগত কারণ জড়িত। Randy Orton মাঝেমধ্যে ধুমপান করে এবং তার সাথেই সে খুবই মাদকাসক্ত, ড্রাগ এবং স্টেরয়েড ব্যবহারেও দেখা গেছে তাকে।

অরটনের মুভির ক্যারিয়ারের কথা বলতে গেলে প্রথমেই বলে রাখা ভালো, তার Marine ২ করার কথা থাকলেও Injuriy এর কারণে তার পরিবর্তে Ted DiBiase কে নেয়া হয়। আবার Marine ৩ করার প্লান থাকলেও পরে সেটা Miz কে দিয়ে করানো হয়। তবে সে That's What I'm, ১২ Rounds ২ : Reloaded, The Condemned ২ ও Countdown মুভি করেছে। ২০০৭ সালে Deal Or No Deal শো ও কিছুদিন আগে Shooter নামে এক রিয়েলিটি শো করেছে Orton।

• অরটনের বদ-মেজাজি স্বভাব :

Randy Orton শুধু রিং এ না, সত্যিকারের জীবনেও বদমেজাজী ও খারাব ব্যবহারের জন্য কুখ্যত। তার একটি অন্যতম বদ অভ্যাস হল থাপ্পড় মারা। সে রিয়েল লাইফে আর Backstage-এ অনেককে থাপ্পড় মেড়েছে। এমন কি Wrestlemania ২১-এ সে Undertaker-কেও থাপ্পড় মেরেছিল, যদিওবা সেটা স্ক্রিপ্টেড ছিল। একবার সে কোনো এক জায়গায় ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউতে ঐ ইন্টারভিউয়ার তার সম্পর্কে কটুক্তি করেছিল। ফল স্বরুপ বেচারাকে ইন্টারভিউর মাঝ পথেই রেন্ডি কষে একটা থাপ্পড় মারে। ফলে রেন্ডিকে সেই শো থেকে বাতিল করে দেওয়া হয়।

WWE ডিভা Rochelle Loewen যখন প্রথম বার WWE তে আসেন তখন তিনি Randy কে চিনতেন না, তাই তিনি Randy কে Canadian বলেন যা রেন্ডির ভাল লাগে নি। তাই রেন্ডি Rochelle এর লকার রুমে গিয়ে তার জিনিস পত্র ভাংচুর করে! তাছাড়া, ২০০৭ সালে Hotel Room-এ ভাংচুর করার জন্য তাকে ৫০, ০০০$ ডলার জরিমানা দিতে হয়েছিল।

একবার Kofi Kingston এর সাথে ম্যাচে Kofi কে Punt Kick দেওয়ার কথা ছিল তার, কিন্তু Kofi নিজের কাজ ঠিক মত না করাতে পরিস্থিতি প্রতিকূল হয়ে গেলে Randy তাকে শুধুমাত্র RKO দিয়ে ম্যাচ শেষ করে। কিন্তু RKO দেবার সময় সে কোফি কে উদ্দেশ্য করে Stupid! Stupid! বলে, শোনা যায় এর পরেই নাকি কোফিকে জবার বানিয়ে রাখা হয়েছিল বহু বছর।

♦ অরটনের রেসলিং ক্যারিয়ার :

• রেসলিং জগতে প্রবেশ :

প্রো-রেসলিং এর অনেক কষ্টের অভিজ্ঞতা পাবার দরুন Orton এর বাবা মা চাইত যেন তাদের সন্তান এই পেশার থেকে দূরে থাকে। Orton এর বাবা তাকে অনেকবার বুঝিয়েছিল যে, রেসলিং এর সাথে জড়িয়ে পড়লে তাকে পরিবার থেকে তাকে অনেক কিছুর বঞ্চিত হতে হবে। কিন্তু, Hazelwood Central High School-এ পড়াশোনা করার সময় সেখান থেকেই রেসলিং এর সাথে জড়িয়ে পরেন।

Randy Orton হলেন WWE এর Third Generation Superstar। ২০০২ সালে OVW থেকে আসা এই রেসলারটির রিং স্কিল খুবই ইম্প্রেসিভ ছিল। তার ক্যারিয়ারও অন্যান্য সেকেন্ড ও থার্ড জেনারেশন সুপারস্টারদের মতোই সোনার চামচ মুখে নিয়ে শুরু হয়েছিলো। ২০০০ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সে Mid-Missouri Wrestling Association-Southern Illinois Conference Wrestling (MMWA-SICW) অ্যান্ড St। Louis Wrestling Club প্রমোশন ও তার বাবা Bob Orton Jr। এর কাছ থেকে ট্রেনিং নেয়। তাছাড়া সে World Organized Wrestling-এ রেফারির কাজও করেছিল কিছু ম্যাচে। তার কাকা Barry Orton-ও সেখানে কাজ করত।

• WWF -এ প্রবেশ :

তার প্রাথমিক ট্রেইনিং শেষ হবার সাথে সাথেই "WWE" তাকে সাইন করে নেয়। প্রথমে WWE এর ডেবলপমেন্ট সেন্টার Ohio Valley Wrestling-এ সাইন করে Orton ২০০১ সালে। সেখানে আরও কিছুদিন তাকে ট্রেনিং দেওয়া হয়। Ohio Valley Wrestling (OVW) তে সে ২বার OVW Hardcore Championship জিতেছিল। সেখানে প্রায় অনেকবার সে Rico Constantino এর বিপক্ষে ম্যাচ খেলেছে WWF/OVW এর ইভেন্ট গুলোতে। সেখানে The Prototype (John Cena) এর সাথে Tag ম্যাচ-ও খেলেছিল Orton। তারপর তাকে অনেকবার WWF এর হাউস শো গুলোতে রেসলিং করতে দেখা গেছে।

খুব দ্রুতই তিনি ডেভেলপমেন্টাল স্টেজ পার করে ফেলেন এবং একইভাবে রেসলিং শিখতে শুরু করার ২ বছরের মাথায় তিনি মেইন রোস্টারে ডেব্যু করেন। মেইন রোস্টারে তিনি তৎক্ষনাৎ পুশ পান, তাকে ভবিষ্যতের একজন বড় স্টার হিসেবেই উপস্থাপন করা হতে থাকে। Orton কে প্রথম WWF তে দেখা যায় WrestleMania X৮ এর Fan Axxess অনুষ্ঠানে। সেখানে সে Tommy Dreamer এর কাছে ম্যাচ হারে।

Orton এর প্রথম WWF-এ ম্যাচ খেলে ২০০২ সালের ২৫ এপ্রিল তারিখ SmackDown-এ Hardcore Holly এর বিপক্ষে। অল্প কিছুদিনের মধ্যে সে অনেক ফ্যান ফেভারিট হয়ে পড়াতে Orton কে Holly এর সাথে সিরিয়াস ফিউডে জরানো হয়। ২০০২ সালে Orton কে Raw তে ড্রাফট করা হয়। সেখানে তার ডেবু ম্যাচে সে Stevie Richards কে হারায়। কিন্তু Raw তে ডেবিউ করার এক সপ্তাহের মধ্যে Orton কাঁধের ইঞ্জুরিতে পরে যায়। তাই তাকে কয়েকমাস রেস্টে থাকতে হয়।

• Evolution-এ যোগদান ও Legend Killer গিমিকের সূচনা :

ইঞ্জুরি থেকে ফিরে এসেই Orton নিজেকে আত্মকেন্দ্রিক ভিলেন (হীল) হিসাবে নিজেকে উপস্থাপন করতে থাকে। তার ট্যালেন্ট দেখে Orton কে সাথে করে Ric Flair, Dave Batista কে নিয়ে ধ্বংসাত্মক এক হীল স্টেবল গড়ে তুলে Triple। ২০০৩ থেকে ২০০৪ পর্যন্ত তারা Raw তে তাণ্ডব চালায় তারা। ২০০৩ সালে বেশির ভাগ সময় HHH এর পিছে পিছে থাকলেও Armageddon এর পর Evolution এর সবার কাছে বেল্ট চলে আসে।

তারপর Orton নিজেকে "The Legend Killer" কিলার গিমিকে তুলে ধরে। সেই সাথে একের পর এক লেজেন্ডারী সব রেস্লারকে Orton হারাতে থাকে। Shawn Michaels এর সাথে তার ফিউড হয় যার ট্যাগ ছিল "Legend VS Legend Killer"। Shan Michaels তখন একজন লিজেন্ডারি রেসলারের মত একজন Young Star কে Mega Star করতে অনেক বড় ভূমিকা পালন করে। এবং তাদের মধক্যার প্রথম ম্যাচে Ric Flair এর সাহায্যে জয়লাভ করে Randy Orton।

এরই মধ্যে Orton তার ফিনিশার হিসাবে RKO কে অনেক পপুলার করে তুলে। DDP এর Diamond Cutter/Jumping Cutter মুভটাকে মডিফাইড করে RKO হিসাবে নিজের ফিনিশার করে নেয়। মুভটির পুরো নাম হলো "Randall Keith Orton"। একদম শুরুর দিকে এই মুভটি WWE ব্যান করে দিয়েছিল। কিন্তু, Randy Orton এর সুপারিশে মুভটি পুনরায় কার্যকারী হয়। এই মুভটি অনেকটাই Stone Cold Steve Austin এর "Stunner" ধরনের। মুভটির বিশেষ ব্যাপার হচ্ছে, প্রতিপক্ষ রেসলারের নিচের থুতুনি এবং ঘাড়ের অনেকটা অংশ জুড়ে আঘাত হানে। প্রথমে কয়েকবার বচ করলেও এখন অনেকটাই নি : সন্দেহে Execute করা যায়। অনেক রেসলার এই মুভটিকে বিশেষ একটি মুভ বলে আখ্যায়িত করেছেন।

• Intercontinental চ্যাম্পিয়নশিপ জয় :

২০০৩ সালে Randy Orton তার ক্যারিয়ারের প্রথম কোনো Single Title Intercontinental Championship অর্জন করে Rob Van Dam এর বিপক্ষে তৎকালীন WWE Ppv Armageedon এ। ফলে জেফ হার্ডির পাশাপাশি সবচেয়ে কম বয়সী ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে Randy।

Rob Van Dam যে কোনো ম্যাচকেই অসাধারন করে তুলতে পারে তবে তখনকার WWE Rookie Randy Orton এর সাথের ম্যাচগুলোতে তাকে কিছুটা ম্যাড়মেড়ে দেখাচ্ছিলো এবং ফিউড জমানোর প্রয়োজনীয় রসদ যেনো হারিয়ে বসেছিলো Rvd। তবে অন্যদিকে Randy Orton নিজেকে তখন WWE এর প্রিয় পাত্র হিসেবে প্রমান করে চলেছিলো। ২০০৩-২০০৬ সাল পর্যন্ত তারা অনেবারই একে অপরের মোকাবেলা করে তবে বেশিরভাগই টাইমলাইট জুড়ে থাকে Randy Orton, অন্যদিকে Rob Van Dam ব্যাবহার হয় পুশ মেশিন হিসেবে। তাই ধন্যবাদ জানাই Rob Van Dam কে কেননা তার কারনেই ক্যারিয়ারের প্রথমবারের মত বড় ধরনের পুশ পায় Randy Orton।

তারপর তার "Legend Killer" গিমিককে পপুলার করে তুলে Hardcore Mick Foley এর সাথে ফিউড করে। ফলে আবার সেই "Legend versus Legend Killer" ম্যাচ হয়। তখন Backlash PPV তে এক হার্ডকোর ম্যাচ খেলে Intercontinental Championship ম্যাচের জন্য। ম্যাচে Thumbtacks আর Barbed wire ব্যবহার করায় Orton এক রক্তিম ম্যাচে Foley কে হারায়, এই ম্যাচটি অর্টনের ক্যারিয়ারের অন্যতম ব্রুটাল ম্যাচের মধ্যে অন্যতম।

দীর্ঘ ৭ মাস Intercontinental Championship থাকার পর Edge এর কাছে তা হারে। তাদের মধ্যকার ফিউডটি শুরু হয় ২০০৪ সালে যখন Edge তার Neck ইন্জুরি কাটিয়ে চোখ রাখে Intercontinental Chanpionship Title এর দিকে, অন্যদিকে Orton তার ২য় বারের মত Ict Title হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সেই সাথে Orton তখন কাঙ্খিত Main Event Scene এর দৌরগোড়ায় অন্যদিকে Edge তখনও নিজেকে প্রমান করার চেষ্টায় ক্লান্ত। এতোকিছুর মধ্যেই তারা নিজেদের মধ্যে ফিউডে জড়িয়ে পড়েন এবং অসাধারন ম্যাচ উপহার দেন দর্শকদের। ম্যাচগুলো অসাধারন হওয়ারই কথা কেননা দুজনের চাওয়া ছিলো অনেক বড় কিছু।

• ইতিহাসে সর্বকনিষ্ঠ World Heavyweight চ্যাম্পিয়ন :

মাত্র ২৪ বছর বয়সেই Orton তখন WWE এর অন্যতম বড় ভরসার নাম এবং সাথে Team Evolution এর অন্যতম মেম্বার। Chris Benoit তখন WWE এর মেগা স্টার এবং অভিজ্ঞ রেসলার, অন্যদিকে Orton তখন উদীয়মান রেসলার তবে তাদের মধ্যকার ম্যাচটি দেখে বোঝার উপায় নেই Orton এর ক্যারিয়ার সবে শুরু মাত্র এবং ঝলক দেখার মধ্যেই Orton ২০০৪ সালে SummerSlam PPV তে Chris Benoit কে হারিয়ে সর্বকনিষ্ঠ World Heavyweight Champion হয় Randy Orton। ম্যাচ শেষে Randy কে শুভেচ্ছা জানায় Benoit। এটা ছিলো অন্যতম সেরা মূহুর্ত এবং এতো কম বয়সে Orton এর ফিউড জমানোর পারদর্শিতায় মুগ্ধ হতে থাকে WWE Creative Operator যার ফলশ্রতিতে Randy Orton হয়ে যায় সর্বকনিষ্ঠ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।

তবে Evolution এর অন্যতম সদস্য Triple H, Orton এর জয় কে মেনে নিতে পারে না এবং Jealously সে Orton এর বিরুদ্ধে চলে যায় এবং কিছুদিন পর তাকে Evolution থেকে বের করে দিয়ে HHH তার সাথে ফিউড শুরু করে। Ric & Batista কে হারাতে পারলেও HHH এর কাছে হারতে থাকে Orton। তারপর কিছুদিন Orton অনস্ক্রিনে Stacy Keibler এর সাথে রিলেশনশিপ করে Christian এর সাথে ছোট ফিউড করে।

কিন্তু এবার Legend Killer এর চোখ পরে Undertaker এর Wrestlemania Streak এর উপর। Undertaker এর সাথে সে Wrestlemania ২১-এ ম্যাচ খেলে। হাতে Undertaker এর Wrestlemania Streak ভাঙার সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও Undertaker কে সম্মান আর নিজের ক্যারিয়ারের কথা বিবেচনা করে Undertaker কে হারানোকে না করে দেয় Orton। Undertaker নিজেও চেয়েছিল এই প্রবীণ যুবক তার Wrestlemania Streak ভাঙবে। কিন্তু Orton তার কথায় অটল ছিল। Orton এর বাবা ম্যাচে ইন্টারফেয়ার করলেও হেরে যায়। তারপর আবার কাঁধের ইঞ্জুরিতে পরে Orton। ইঞ্জুরি থেকে ফিরেই আবার Undertaker এর পিছে লাগে। এবার বাপ-বেটা একসাথে Handicap Casket ম্যাচ খেলে Undertaker এর সাথে।

• অরটনের ব্লাডি হিল টার্ন :

নয় মাস ফিউড শেষে World Heavyweight Championship এর জন্য Rey Mysterio এর সাথে ফিউড করেছিল। Royal Rumble ২০০৬ এ ফ্যান ফেভারিট Rey Mysterio এর কাছ থেকে এলিমিনেট হওয়ার পর এবং তার সাথে ফিউড লাগবার পর Randy Orton ব্লাডি হিল হয়ে যান। এমনকি RAW তে Rey যখন তার Royal Rumble ভিক্টরি তার বেস্ট ফ্রেন্ড সদ্যপ্রয়াত Eddie Guerrero কে ডেডিকেটেড করতে যাবেন তখন তাকে অবজ্ঞা করে Randy বলেন, "You think, Eddie in Heaven! He is in Hell"।

এরপরে Randy, No Way Out পিপিভি তে #১ কন্টেন্ডার অন দ্য লাইন ম্যাচে অসাধু উপায়ে Rey কে হারান। সেই সময় তাকে হেট করতোনা এমন কাউকে পাওয়া দুষ্কর ছিল কিন্তু যখন Randy রেসেলমেনিয়া তে এন্টেরেন্স করলেন তখন অনেকেই হয়ত খেয়াল করেনি যে Randy এক হাত আকাশে উঁচিয়ে ঠিকই Eddie কে সম্মান জানিয়েছিলেন। পরে WrestleMania ২২-এ Mysterio আর Kurt Angle এর সাথে হেরে সেই ফিউড শেষ হয়। ২০০৬ সালে কিছু আন প্রফেশনাল প্রডাক্ট ব্যববহার করায় Orton কে ৬০ দিনের জন্য সাস্পেন্ডেড করা হয় কিন্তু সেটা Kurt এর দ্বারা পায়ের গোড়ালির স্ক্রপ্টেড ইঞ্জুরি হিসাবে দেখানো হয়। তারপর জুনে ফিরে এসে Angle এর সাথে ফিউড করতে গিয়ে Hogan এর সাথে ফিউডে জড়িয়ে পরে।

• Rated-RKO গঠন এবং The Viper নামের সূচনা :

Edge আর Orton মিলে Rated-RKO ট্যাগ টিম গঠন করে। তারা পরে D-Generation X (DX) (Triple H ও Shawn Michaels) এর সাথে ফিউড শুরু করে। অল্প কিছুদিনের মধ্যেই তারা Raw ব্রেন্ডে World Tag Team Champions হয়। কিন্তু তারা DX এর কাছে টাইটেল হেরে যায়। টাইটেল হারার পর Edge আর Orton দুইজনই WWE Championship এর দিকে নজর দেয়। পরের ড্রাফটে Edge চলে যায় SD তে আর Orton আবার "Legend Killer" গিমিকে চলে আসে Shawn Michaels কে এট্যাক করে। তখন অনেক ধ্বংসাত্মক হয়ে উঠে Orton। ফলে Judgment Day PPV তে Michaels কে হারায়। তারপর সে যেন পাগল হয়ে যায়। যাকে সামনে পায় তাকেই DDT & Punt Kick দিতে থাকে। এত আক্রমণাত্মক হয়ে পরে সে যাকে পাবে তাকেই ছোবল দেয় যার দরুন তার নাম "The Viper" হয়ে যায়।

২০০৭ থেকে WWE Championship ফিউডের দৌড়ে নেমে যায় Randy Orton। Rated Rko Vs Dx এর ফিউড শেষ হওয়ার পর শন একটা ছোট ব্রেক নিয়ে ফিরে আসে এবং তিনি Orton কে তার Target হিসেবে বেছে নেন এবং দারুন একটি ফিউডের সূচনা হয়। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো পুরো ফিউডটিতে একটিবারের জন্যও শন মাইকেলস তার ফিনিশার Sweat Chin Music প্রয়োগ করতে সফল হয় নি। এ অবস্থায় No Mercy তে ২য় বারের মত মুখোমুখি হয় শন এবং অরটন এবং সফলভাবে Randy Orton তার টাইটেল রিটেইন করে মাত্র ২৪ বছর বয়সে টানা ৬ মাস তার টাইটেল ধরে রাখার গৌরব অর্জন করে।

পরবর্তীতে সে জন সিনার সাথে ফিউড করে। সিনার সাথে একটি ম্যাচে Randy Orton এনাউন্স টেবিলের উপর তৎকালিন WWE চ্যাম্পিয়ন John Cena কে খুবই হার্ডকোর RKO মারেন। স্টোরিলাইন অনুযায়ী তখন Cena বাস্তবে ঘাড়ের ইঞ্জুরিতে ভুগছিলেন। কিন্তু Randy এর RKO একটু বেশি উচু হতে মারায় Cena আরও ইঞ্জুরেড হন। এক ফ্রেন্ড যেমন আরেক ফ্রেন্ডের খারাপ সময়ে কাজে আসে ঠিক তেমনই ইভেন্ট অফ এয়ার হবার পরপরই Randy দ্রুত এগিয়ে আসে এবং সিনার খোজ খবর নেয়, সার্জারির সময়ও Randy সাথে ছিলেন।

এরপর সে Jeff Hardy, Michaels, CM Punk এর সাথে। এরপর Randy Orton একদিনে ২ বার WWE Champion হয়েছিল। ২০০৭ সালে No Mercy পিপিভিতে John Cena তার টাইটেল ভেকেট করলে তাকে টাইটেল দেওয়া হয়। সেই রাতে আবার HHH তাকে Challege করলে তার সাথে খেলে সে হেরে যায়। কিন্তু তার এক ঘন্টা পরই Orton আবার Triple H কে Last Man Standing ম্যাচে হারিয়ে আবার WWE Championship জিতে।

এরপর সে বাইক দুর্ঘটনাতে কাঁধের ইঞ্জুরিতে পরে এবং রেসলিং রিং এ সাময়িক ভাবে অনুপস্থিত থাকে।

• The Legacy টিমের গঠন :

অর্টন ইঞ্জুরি থেকে ফিরে Ted Dibiase আর Cody Rhodes কে নিয়ে "The Legacy" স্টেবল গড়ে তুলে Evolution এর সাথে ফিউডে নামে। তখন Evolution বলতে শুধু HHH আর Batista-ই ছিল। তাই পুরো Vince Family এর সাথে ফিউড শুরু করে Randy Orton। এক প্রমোতে Vince রিং-এ এসে Randy কে মাফ চাইতে বললে Vince কে Punt Kick মেরে দেয় Randy। এতে Stephanie তাকে ফায়ার্ড করতে চাইলেও ২০০৯ সালে Royal Rumble জিতে যায় Orton। তাই তাকে ফায়ার্ড করা হয় না কিন্তু HHH এবার Randy এর সাথে উঠেপড়ে লাগে কারণ কোনো এক Raw তে Stephanie কে Randy আঘাত করে এবং তারপরে কিসও করেছিল। তাই সেই ফিউড অনেকদিন চলে।

Wrestlemaia XXV তে টাইটেল ম্যাচ হেরে গেলেও Backlash PPV তে Six Man Tag Team ম্যাচে Batista কে হারিয়ে WWE Champion হয়। কিন্তু আবার Extreme Rules PPV তে হেরে যায় টাইটেল। তাই পরের Raw তে The Legacy একত্রে মিলে Batista কে মেরে তার পা ভেঙে দেয় আর টাইটেল ভেকেট করা হয়। তখন WWE Championship এর জন্য HHH, Cena আর Big Show কে হারায়। কিন্তু তারপর Cena এর সাথে ফিউড করে Randy কে Iron Man ম্যাচ, I Quit ম্যাচে হারতে হয়। তারপর অরটন প্রথমে Kofi এর সাথে এবং পরে আবার Sheamus এর সাথে ফিউড করে WWE Championship এর জন্য।

তখন কোন ম্যাচ Cody এর কারণে Orton হেরে যায়। তাই Orton রেগে Ted & Cody কে মারে। পরে তাদের মধ্যে Triple Threat ম্যাচ হয় Wrestlemania XXVI-এ। সেখানে সে তাদের দুইজনকে হারায়। The Legacy সেই সাথেই ভেঙ্গে যায়। ২০১০ সালের Night Of Champions PPV তে Six Pack Elimination Championship ম্যাচে Edge, Wade, Jericho, Cena & Sheamus কে হারিয়ে র‍্যান্ডি WWE Champion হয়। কিন্তু Miz তার Money In The Bank কন্ট্রাক্ট ক্যাশ ইন করে টাইটেল নিয়ে যায়।

• CM Punk এবং Christian এর সাথে ফিউড :

পরে Royal Rumble এ CM Punk তার নিউ Nexus Team নিয়ে এসে Randy কে Attack করে। ফলে New Nexus Vs Randy ফিউড শুরু হয়। এই ফিউডে Randy নিউ Nexus এর সব মেম্বার্সকে Punk Kick মেরে মেরে সবাইকে ইঞ্জুরিতে ফেলে। এর ফলে Wrestlemania XXVII-এ CM এর সাথে অরটনের ম্যাচ স্থির হয় এবং সেই ম্যাচে অসাধারন এবং আইকনিক একটি RKO এর মাধ্যমে পাঙ্ককে পরাজিত করতে সক্ষম হয় অরটন। এরপরে সে Extreme Rules PPV তেও Last Man Standing ম্যাচে Punk কে হারায়। পরে অরটনকে SmackDown-এ ড্রাফট করা হয়।

২০১১ সালে SamckDown-এ ড্রাফট হবার পর সে Christian এর সাথে ফিউড করে World Title এর জন্য। পরে Christian কে হারিয়ে ২য় বারের মত World Champion হয়। তাদের ফিউড অনেকদিন চলে। তারপর Mark Henry, Cody, Daniel, Wade Barrett এর সাথে ফিউড করে।

২০১২ সালে অরটন এবং কেইন এর ফিউড হয়। Extreme Rules পিপিভিতে তাদের No Disqualification ম্যাচ আয়োজিত হয়। এই ম্যাচে Steel Steps, Chair, Tables এককথায় দারুন সব Extreme Moments আমরা দেখতে পাই তাদের কাছ থেকে। ম্যাচ এর শেষ পর্যায়ে Kane, Orton কে Chokeslam দ্যায় কিন্তু Orton Kick-Out করে এবং আবার Kane Chokeslam দিতে গেলে Randy Orton "Chair" এর উপরে RKO দ্যায় এবং পিনফল এর মাধ্যমে জিতে যায়। তারপর অরটন আবার Championship এর জন্য Del Rio, Jack Swagger, Jericho এর সাথে ফিউড করে।

• WWE থেকে সাসপেন্ড হওয়া :

২০১২ সালের মে মাসে দ্বিতীয়বারের মত WWE এর 'Wellness Policy' ভঙ্গের কারণে Randy Orton কে ৬০ দিনের জন্য সাসপেন্ড করা হয়। বেশ কিছু স্বনামধন্য রেসলিং নিউজ সাইটের মতে, তার দেহে গাঁজা ও Dianabol নামক স্টেরয়েড ধরা পড়েছিল। তবে Wrestling Observer Newsletter এর মতে Randy এর দেহে অতিরিক্ত টেস্টোস্টেরন ধরা পড়ার কারনে তাকে সাসপেন্ড করা হয়। এর আগে ২০০৬ সালের ৩ এপ্রিল Randy Orton কে খারাপ আচারনের জন্য Suspend করা হয়।

ঐ বছরের আগস্ট মাসে Orton কে WWE এর নিয়ম না মানার জন্য ৩০ দিনের জন্য suspend করা হয়েছিল। এছাড়াও WWE এর ২০০৭ সালের ড্রাগ স্ক্যান্ডালেও Randy Orton এর নাম উঠেছিল, কিন্তু সেখানে তার ড্রাগ নেওয়ার বিষয়টা প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা যায়নি, ফলে সে বেঁচে যায়। কিন্তু সে বার সে রক্ষা না পেলে এবার তার ৩য়বারের মত 'Wellness Policy' ভঙ্গ করা হত, যার ফলে তাকে WWE থেকে ফায়ার করা হত এবং অন্তত এক বছর না হওয়া পর্যন্ত তাকে আবার হায়ার করা হত না।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩ সালের নভেম্বরে WWE তাদের 'Wellness Policy' তে একটি বিরাট পরিবর্তন নিয়ে আসে। সেটার ফলে তাদের যেসব রেসলাররা দুইবার 'Wellness Policy' ভঙ্গ করেছে, তারা একটানা ১৮ মাসের জন্য নিজেকে ড্রাগ ফ্রি রাখতে পারলে তাদের একটা 'Wellness Policy' ভঙ্গ কাটা পড়বে, অর্থাৎ তারা আরেকবার 'Wellness Policy' ভঙ্গ করলেও তাদের ফায়ার করা হবে না। অনেকে এই নতুন নিয়মটিকে 'Randy Orton Rule' ও বলে থাকে। ২০১২ সালের পর Randy আর WWE এর 'Wellness Policy' ভঙ্গ করেনি, অর্থাৎ সে ১৮ মাস এর বেশি সময় ধরে ড্রাগ ফ্রি আছে, তাই সে আরেকবার 'Wellness Policy' ভঙ্গ করলেও তাকে ফায়ার করা হবে না।

সে যাই হোক, সাস্পেনশন থেকে ফিরে এসে অরটন Ziggler, Del Rio, Heath Slater এর সাথে এলোপাথাড়ি ফিউড করা শুরু করে। Del Rio এর সাথে কিছুদিন সিরিয়াস ফিউড চললেও পরবর্তীতে The Shield (রোমান, সেথ ও ডিন অ্যামব্রোস) Orton এর কোনো ম্যাচে তাকে Attack করলে সে Shield এর বিপক্ষে ফিউডে নামে এবং তাদের সাথে ট্যাগ টীম ম্যাচ খেলে। তারপর আবার কিছুদিন Denial এর সাথে ফিউড চলে।

• The Authority -তে যোগদান ও ঐতিহাসিক অর্জন :

২০১৩ সালের MITB পিপিভিতে র‍্যান্ডি WWE চ্যাম্পিয়নশিপের জন্য Money In The Bank কন্ট্রাক্ট জিতে নেয়। পরবর্তী SummerSlam পিপিভিতে ড্যানিয়েল ব্রায়েন, জন সিনাকে হারিয়ে নতুন WWE চ্যাম্পিয়ন হলে তাদের ম্যাচের গেস্ট রেফারি ট্রিপল এইচ ব্রায়েনকে অ্যাটাক করে এবং অরটন এসে Daniel Bryan এর উপর ক্যাশ ইন করে WWE চ্যাম্পিয়ন হয়, আর সেই সাথেই অরটন The Authority -তে যোগ দেয়। 

তারপরে আরও কিছুদিন Bryan এর সাথে তার ফিউড চলে। পরে TLC তে Cena, Randy কে চ্যালেঞ্জ করে। তখন সিনাও World Heavyweight Champion ছিল। তাই TLC তে দুই বেল্টের জন্য TLC ম্যাচ সেট করা হয়। TLC তে John Cena কে হারিয়ে Randy Orton হয় বিশ্বের ইতিহাসে প্রথম WWE World Heavyweight Champion। কিছুদিন ফিউড চলার পরে Wrestlemania XXX তে Daniel Bryan এর কাছে টাইটেল হারায় Orton। সেই ম্যাচে Batista-ও ছিল।

• Evolution এর পুনর্গঠন :

তারপর HHH, Randy কে টাইটেল ফিউড থেকে সরিয়ে এনে পুনরায় Evolution টিম গঠন করে এবং The Shield এর সাথে ফিউড শুরু করে। অনেকবার The Shield এর সাথে হারার পর HHH গুটিবাজি করে Seth কে Authority তে আনে। পরে অনেকদিন Authority তে থাকার পর Seth এর সাথে Orton এর গেঞ্জাম হয়। Authority আবার ফ্যামিলিতে ফিরে জেতে বললে Orton না করে দেয় আর Wrestlemania ৩১-এ Rollins এর সঙ্গে তার ম্যাচ ঠিক হয় যেখানে অরটন রলিন্সকে পরাজিত করে।

তারপর Extreme Rules পিপিভিতে Championship ম্যাচ খেললেও পরে তাকে Sheamus এর সাথে ফিউড দেওয়া হয়, কারণ MITB তে Sheamus এর জন্য সে কন্ট্রাক্টটি জিততে পারে নি।

• Wyatt ফ্যামিলির সাথে ফিউড :

এরপর Dean & Roman এর সাথে জুটী বেঁধে Orton, Wyatt Family এর সাথে ফিউড করে। কিন্তু ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে Orton আবার কাঁধের ইঞ্জুরিতে পরে আর তাকে অনেকদিন রিং এর বাহিরে থাকতে হয়।

প্রায় ১০ মাস পর রিটার্ন করলে তাকে ২০১৬ সালে তাকে Smack Down এ ড্রাফট করা হয়। তারপর তিনি Brock Lesnar এর সাথে ফিউড এ জড়ান। আর এর শেষ হয় অত্যন্ত একটি বাজে বুকিং এর মাধ্যমে। SummerSlam-এ Brock Lesnar Vs Randy Orton ম্যাচে অনেক হাইপ ছড়ানো হলেও Brock Lesnar অরটনকে TKO এর মাধ্যমে হারায়।

তারপর ফিউড হয় Bray Wyatt এর সাথে। No Mercy PPV তে Bray এর কাছে হারার পর Wyatt Family তে যোগ দিয়ে Tag Team Champion হয় Orton। Survivor Series-এ Bray ও Randy মিলে SD এর পক্ষে জয় তুলে আনে। Randy এবারের Royal Rumble এর বিজয়ী হয়েছে। আর Wrestlemania তে মেইন ইভেন্ট করতে যাচ্ছে Bray Wyatt এর বিপক্ষে WWE Championship এর জন্য।

• দ্বিতীয় বার রয়্যাল রাম্বাল জয় :

২০১৭ সালের ৩০ তম রয়াল রাম্বালে অরটন দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়, সে এই ম্যাচে "The Wyatt Family এর সদস্য হিসাবে খেলে। শেষ পর্যায়ে সে রোমান রেইন্সকে এলিমিনেট করে জয় লাভ করে। ২০১৭ সালে সে Wyatt Family কে ভেঙ্গে দেয় এবং ব্রে ওঅ্যাট এর সঙ্গে রেসেলমেনিয়া ৩৩ -এ WWE চায়ম্পিয়নশিপের ম্যাচ খেলে। সেই ম্যাচে ব্রেকে হারিয়ে সে ১৩ বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, যেটা এর আগে WWE ইতিহাসে শুধুমাত্র দুই রেসলার করতে পেরেছিল। এর মাধ্যমে সে রেসেলমেনিয়াতে প্রথমবারের WWE Champion হয়, যদিও ক্যারিয়ারে সেটা ছিল নবম WWE চ্যাম্পিয়নশিপ জয়।

এরপরে তার সাথে Jinder Mahal এর ফিউড শুরু হয়। এই ফিউড চলাকালীন মাহাল তার চ্যাম্পিয়নশিপ বেল্ট চুরি করে নেই, পরে যদিও সেটি শেন মিকম্যান অরটনকে রিটার্ন করে দেই। ২১ মে তে অনুষ্ঠিত Backlash পিপিভিতে অরটন, The Singh Brothers এর ইন্টারফেয়ারেন্সের কারণে জিন্দারের কাছে টাইটেল হারায়। পরে Money in the Bank পিপিভিতেও একই কারণে টাইটেল জিততে অক্ষম হয়। এরপরে Battleground পিপিভিতে টাইটেলের রিম্যাচ হিসাবে Punjabi Prison ম্যাচ আয়োজিত হয়, যেখানে The Great Khali রিটার্ন করে অরটনকে অ্যাটাক করে ফলে অরটন পরাজিত হয়।

এরপরে অরটন SummerSlam এ মাত্র ১০ সেকেন্ডে রুসেভকে পরাজিত করে তার সাথে ফিউড শুরু করে, Hell in a Cell পিপিভিতে তাকে আবার পরাজিত করে ফিউডের সমাপ্তি হয়। এরপর Survivor Series পিপিভিতে টিম SmackDown এর হয়ে অরটন অংশগ্রহন করে ও Finn Bálor কে এলিমিনেট করার পর Braun Strowman এর হাতে সে এলিমিনেটেড হয় এবং টিম SmackDown পরাজিত হয়।

• গ্রান্ড স্লাম চ্যাম্পিয়নের খেতাব অর্জন :

পরবর্তীতে অরটন WWE United States Championship ফিউডে আসে এবং ২০১৮ সালের Fastlane পিপিভিতে Bobby Roode কে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো US চ্যাম্পিয়নশিপ অর্জন করে এবং সেইসাথে ইতিহাসে ১৮ তম গ্রান্ড স্লাম চ্যাম্পিয়নে পরিনত হয়। এই খেতাব অর্জন করতে গেলে কোন রেসলারকে কোম্পানির চারটি আলাদা আলাদা টাইটেল অর্জন করতে হয়, অর্টন যেটি ২০১৮ সালে করতে সক্ষম হয়। এরপরে সে WrestleMania ৩৪ এ Jinder Mahal এর কাছে টাইটেল হারায়। এরপরে সে বাম হাটুর ইঞ্জুরির কারণে আবার বাইরে থাকে।

ইঞ্জুরি থেকে ফিরে এসে Extreme Rules পিপিভিতে অর্টন Jeff Hardy কে অ্যাটাক করে এবং সেই সাথেই বহুল প্রতিক্ষিত হিল টার্ন করে। পরে Hell in a Cell পিপিভিতে Hell in a Cell ম্যাচে অরটন, হার্ডিকে পরাজিত করে। পরের স্ম্যাকডাউনে রিটার্ন করা বিগ শো কে পরাজিত করে অর্টন Crown Jewel পিপিভির WWE World Cup এর জন্য খেলার স্থান পায়।

সেই ম্যাচে প্রথম রাউন্ডেই Rey Mysterio অর্টনকে এলিমিনেট করে এবং তাদের ফিউড শুরু হয়। স্ম্যাকডাউনের এক এপিসোডে অর্টন Rey Mysterio এর মাস্ক চুরি করে নেয়। TLC পিপিভিতে চেয়ার ম্যাচে অরটন Mysterio এর কাছে পরাজিত হয়। ২০১৯ এর রয়াল রাম্বালে অরটন Mysterio কে এলিমিনেট করে যদিও সেটা জিততে সে অক্ষম হয়।

এরপর Elimination Chamber পিপিভির এলিমিনেশন ম্যাচে AJ Styles কে এলিমিনেট করার পর অরটন Kofi Kingston এর হাতে এলিমিনেটেড হয়। এরপরে অরটন AJ এর সাথে ফিউড শুরু করে, রেসেলমেনিয়া ৩৫ এ AJ Styles এর কাছে পরাজিত হবার পরে সে Kofi এর সাথে WWE চ্যাম্পিয়নশিপ ফিউডে জড়াই। SummerSlam এবং Clash of Champions পিপিভিতে তাদের মধ্যে হওয়া ম্যাচে দুবারই অরটন পরাজিত হয়।

• Edge এর সাথে ফিউড ও লেজেন্ড কিলার গিমিকে ফেরা :

২০১৯ এর WWE ড্রাফটের মাধ্যমে অরটন Raw তে ড্রাফট হয়। ২০২০ এর ২৬ জানুয়ারি অনুষ্ঠিত Royal Rumble পিপিভিতে অর্টন তার পুরনো রেটেড RKO ট্যাগ টিমের পার্টনার Edge এর হাতে এলিমিনেটেড হয়, যে ২০১১ এর পরে প্রথমবার রিং এ রিটার্ন করে। WrestleMania ৩৬ এ তারা Last Man Standing ম্যাচ খেলে যেখানে অরটন পরাজিত হয়।

পরবর্তীতে তারা ২০২০ সালের Backlash পিপিভিতে পুনরায় ম্যাচ খেলে যেটিকে "Greatest Wrestling Match Ever" নামে আখ্যায়িত করা হয়। এই ম্যাচটিতে এজের প্রকৃতই সিরিয়াস ইনজুরি হয় এবং এটিতে অরটনের জয়লাভের ফলে অরটন নিজেকে "Greatest Wrestler Ever." বলতে শুরু করে।

Edge এর সাথে তার ফিউড নিকট সময়ের মধ্যে সবচেয়ে ব্যক্তিগত ও হিটেড ফিউড ছিল। পরের Raw তে Christian অরটনকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে যেখানে Ric Flair এর সহায়তায় অরটন জয়লাভ করে।

এরপরে অরটন তার পুরনো লেজেন্ড কিলার গিমিকে ফিরে যায় এবং একে একে Christian, Shawn Michaels ও Big Show-কে অ্যাটাক করে। পরে তার পার্টনার রিক ফ্লেয়ারও অরটনের আক্রোশের শিকার হয়। এরপরে অরটন নজর দেয় WWE চ্যাম্পিয়নশিপের উপর এবং তৎকালীন চ্যাম্পিয়ন Drew McIntyre কে চ্যালেঞ্জ করে বসে।

SummerSlam এবং Clash of Champions এ হওয়া তাদের ম্যাচে অরটন পরপর দুইবার টাইটেল জিততে ব্যর্থ হলেও Hell In A Cell পিপিভিতে হেল ইন এ সেল ম্যাচে ড্রিউকে পরাজিত করে সে WWE চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে। কিন্তু তার পরের Raw তেই অরটন আবার টাইটেলটি ড্রিউ এর কাছে হেরে বসে।

• Bray ও Alexa এবং এজের সাথে পুনঃফিউড :

এরপরে অরটন Bray Wyatt এর সঙ্গে ফিউড শুরু করে, Brey তখন তার নতুন গিমিকে Alexa Bliss এর পার্টনার ছিল। ২০ ডিসেম্বর ২০২০ তে অনুষ্ঠিত TLC: Tables, Ladders & Chairs পিপিভিতে অরটন Wyatt কে Firefly Inferno ম্যাচে গায়ে আগুন ধরিয়ে পরাজিত করে, এর ফলে আলেক্সা অরটনকে টার্গেট করতে থাকে।

পরবর্তীতে অরটনের সাথে ট্রিপল এইচের No Holds Barred ম্যাচ চলাকালীন আলেক্সা এসে অরটনের দিকে ফায়ারবল ছুড়লে এবং ট্রিপল এইচের উধাও হয়ে যাওয়ায় ম্যাচটা নো কনটেস্টে শেষ হয়।

২০২১ এর Royal Rumble -এ অরটন দ্বিতীয় স্থানে প্রবেশ করে ১ নম্বর স্থানে রিটার্ন করা এজের সাথে পুনরায় ফিউড শুরু করে। সেই ম্যাচে এজের দ্বারা আহত হবার ফলে অরটনকে চিকিৎসা করতে রিং এর বাইরে নিয়ে যাওয়া হয়, এই অবস্থায় তাকে এলিমিনেটেড হিসাবে গণ্য করা হয়নি যার সুযোগ নিয়ে রাম্বাল ম্যাচের শেষের দিকে অরটন রিঙের মধ্যে গিয়ে এজকে এলিমিনেট করে যদিও তারপর নিজেও এলিমিনেটেড হয়ে যায়।

পরের Raw তে অরটন এজের ক্যারিয়ার সমাপ্ত করতে একটা শেষ ম্যাচ খেলার চ্যালেঞ্জ করে, সেই ম্যাচে আবারও আলেক্সার ইন্টারফেয়ারেন্সে অরটন পরাজিত হয়। এরপরে এলিমিনেশন চেম্বারে প্রথমে এলিমিনেটেড হয়ে অরটন WWE চ্যাম্পিয়নশিপ জিততে ব্যর্থ হয়।

আলেক্সা ব্লিসের বারংবার বাঁধা দেওয়ার পরে ব্লিস অরটনকে ফাস্টলেনে অন্তর্লিঙ্গ ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে, যেটা অরটন স্বাগত জানায়। ম্যাচের মধ্যে ব্লিস বিভিন্ন অচিরাচরিত উপায়ে অরটনকে অ্যাটাক করে এবং শেষের দিকে Brey Wyatt নতুন লুকে রিটার্ন করে অরটনকে অ্যাটাক করে, ফলে আলেক্সা তাকে পিন করে জিতে যায়।

পরের Raw তে Brey আবার অরটনকে অ্যাটাক করলে তাদের মধ্যে রেসেলমেনিয়াতে ম্যাচ ঠিক হয়। ১১ই এপ্রিল অনুষ্ঠিত রেসেলমেনিয়া ৩৭ এর দ্বিতীয় দিনে ব্লিসের ধোঁকা দেওয়ার ফলে অরটন ব্রে কে পরাজিত করে তাদের ফিউড শেষ করে।

• RK-Bro ট্যাগ টিমের গঠন ও ফেস টার্ন :

১৯ এপ্রিলে আয়োজিত Raw তে অরটন ব্যাকস্টেজে ইন্টারভিউ দেওয়ার সময় প্রাক্তন UFC প্লেয়ার Riddle তাকে বাঁধা দেই এবং তার সঙ্গে ট্যাগ টিম ফর্ম করার আবেদন জানায় কিন্তু অরটন সেটা নাকচ করে সেখান থেকে গমন করে। তখন তাদের মধ্যে একটা ম্যাচ ঠিক হয়, সেই ম্যাচে রোল-আপের মাধ্যমে রিডল জয়লাভ করে।

পরের সপ্তাহে অরটন অনিচ্ছা সত্বেও তার সাথে ট্যাগ টিম গঠন করে। তাদের টিমের নাম দেওয়া হয় RK-Bro এবং তারা টিম হিসাবে Cedric Alexander ও Shelton Benjamin এর টিমকে সর্বপ্রথম পরাজিত করে। এর পরে অরটন রিডলকে বলে তারা একদিনে একটা করে টিমকে হারাবে এবং এর মাধ্যমে ২০২০ সালের পরে প্রথমবার অরটন ফেস টার্ন করে।

তাদের টিম এরপরে যথাক্রমে Elias ও Jaxson Ryker এর টিম, AJ Styles, Omos, Elias, ও Ryker দের টিমকে পরাজিত করে ৩-০ স্কোর করে। এরপরে অরটন কিছুদিন বাইরে থাকার পরে ৯ আগস্টে Raw তে এসে রিডলের সাথে তার ট্যাগ টিম ভাঙ্গার ঘোষণা করে। কিন্তু তারপরেই অরটন ও এজে স্টাইলসের ম্যাচে রিডল অরটনকে জিততে সাহায্য করে। ম্যাচের পরে অরটন রিডলকে আলিঙ্গন করে RKO দেই, এটা আসলে তার ধন্যবাদ জানানোর ভঙ্গি ছিল।

• টিমের পুনর্গঠন ও ট্যাগ টিম টাইটেল জয় :

পরের সপ্তাহে অরটনকে এজে স্টাইলস ও Omos মিলে অ্যাটাক করলে রিডল বাঁচাতে আসে এবং এইভাবেই তাদের RK-Bro টিম আবারও অফিসিয়ালি অস্তিত্বে আসে। পরে SummerSlam পিপিভিতে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে RK-Bro স্টাইলস এবং ওমোসের টিমকে পরাজিত করে তাদের ক্যারিয়ারে প্রথমবারের মতো Raw Tag Team চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে।

এরপর Survivor Series পিপিভিতে RK-Bro SmackDown Tag Team চ্যাম্পিয়ন দ্যা উসোসদেরকে পরাজিত করে। এই ম্যাচটা খেলে অরটন WWE ইতিহাসে সর্বাধিক PPV ম্যাচ খেলার কেইনের রেকর্ড ভেঙ্গে দেয়। ২০২২ এর ১০ই জানুয়ারি অনুষ্ঠিত Raw তে Chad Gable ও Otis এর টিম Alpha Academy এর কাছে RK-Bro পরাজিত হয়, যার ফলে তাদের ১৪২ দিনের সুদীর্ঘ টাইটেল রেইন সমাপ্ত হয়। 

পরবর্তীতে অরটনের হোমটাউনে অনুষ্ঠিত Royal Rumble ২০২২ -এ অরটন ২৯ নম্বরে প্রবেশ করলেও চ্যাম্পিয়ন ব্রকের হাতে এলিমিনেটেড হয়ে ম্যাচ জিততে ব্যর্থ হয়। ম্যাচ শেষ হবার পরে অরটন দর্শকদের জন্য রিঙে এসে নিজের আইকনিক পোজ দেয়।

• অরটনের ব্যাপারে কিছু কথা :

WWE এর তৃতীয় সর্বোচ্চ মেজর চ্যাম্পিয়নশিপ জয়ী রেসলার তিনি। হিল ক্যারেক্টার প্লে করাতে ওস্তাদ। WWE এর সর্বকালের সেরা রাইভেলারি তে তার স্থান শীর্ষের দিকে। জন সিনার সাথে তার রাইভেলারি ছিল এক কথায় One Of The Best! অরটনের অ্যাগ্রেসিভ লুকিং, পারসোনালিটি, রেসলিং অ্যাবিলিটি এবং সন্তোষজনক মাইক স্কিল তাকে নিয়ে গেছে অনন্য এক চূড়ায়। 

হিল ক্যারেক্টার প্লে করা রেসলাররা প্রো রেসলিংয়ের জন্য কতটা জরুরী তা আমরা সবাই জানি। ২০০১-বর্তমান সময় পর্যন্ত প্রায় একচ্ছত্র অধিপত্য বজায় রেখেছেন তিনি হিল রোল প্লে করাতে। তিনি ট্যাগ টিম গঠন করেও পেয়েছেন সর্বোচ্চ সফলতা। The Rated RKO, The Evolution, The Legacy সকল টিমেই তিনি ছিলেন সফলতার প্রতিক। মোট কথায়, তিনি যাই করেছেন তাই সফলতা পেয়েছে। Just Like Golden Touch!

প্রোফেশনাল রেসলিংয়ের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। তরুণ প্রজন্মের জন্য রোল মডেল, বিশেষ করে যারা হিল রোল প্লে করবে। তিনি এখন লিভিং লেজেন্ড। বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করে আমাদের এন্টারটেইন করেছেন। কখনও লেজেন্ড কিলার হিসেবে, কখনো দ্য ভাইপার হিসেবে, কখনো বা দ্য এপেক্স প্রেডেটর হিসেবে। তবে মুল কথা এটাই, তিনি যে ক্যারেক্টারে হাত দিয়েছেন সেটাতেই পেয়েছেন সফলতা।

এছাড়া রাইটারদের স্ক্রিপ্টের প্রতিও তিনি ছিলেন যথেষ্ট শ্রদ্ধাশীল। টেকারের প্রতি সম্মান, লেসনারের বিপক্ষে জয় না পাওয়ার স্ক্রিপ্ট সহ অন্যান্য কিছু বিষয়ে তিনি কখনো দ্বিমত পোষণ করেননি। হ্যাঁ, তার কিছু ভুল থাকবে, কেননা তিনিও মানুষ। তবে তার লেজেন্ডারি ক্যারিয়ারের সামনে তা নিতান্তই ক্ষুদ্র। কেননা তিনি The Apex Move Executor, তিনি Master Of Move Counter, তিনি The Eye Of WWE, তিনিই RANDY ORTON : The Legend Who Kills The Legends!

♦ র‍্যান্ডি অরটনের ব্যাপারে অজানা তথ্য :

১) Randy Orton সবচেয়ে কম বয়স্ক World Champion, মাত্র ২৪ বছর বয়সে তিনি Chris Beniot কে Summerslam ২০০৪ পিপিভিতে হারিয়ে চ্যাম্পিয়ন হন। তাই Orton কে বলা হয় "The Youngest World Champion In WWE History"। Randy Orton সবচেয়ে কমবয়স্ক Intercontinental চ্যাম্পিয়ন, মাত্র ২৩ বছর তিনি Rob Van Dam কে Armageddon ২০০৩ পিপিভিতে হারিয়ে জিতেন) Jeff Hardy একই রেকর্ড করেছেন। Randy Orton সবচেয়ে কম বয়সে Hell in a Cell ম্যাচ খেলেছেন। মাত্র ২৫ বছর বয়সে। Randy Orton সবচেয়ে প্রথম WWE World Heavyweight চ্যাম্পিয়ন, এবং সর্বশেষ WWE Champion

২) ২০০৬ সালে মে মাসের এক SmackDown এপিসোডে Randy Orton তার Entrance Song হিসাবে "This Fire Burns" বাজিয়ে ছিল, Orton এর গিমিকে মানায় না বলে বাদ দেওয়া হয়। কিন্তু মজার ব্যাপার মাত্র অই একদিনই সেটা ইউস করেছিল আর তার কয়েক মাস পরই CM Punk সেটা ইউস করা শুরু করে।

৩) Randy Orton আর তার বাবা Bob Orton Jr, দুইজনই Pro Wrestling Illustrated থেকে Rookie of the Year Award জিতেছে। যা ইতিহাসে প্রথম হয়েছিল। Cowboy Bob Orton জিতেছিল ১৯৭৩ সালে আর Randy Orton জিতেছিল ২০০১ সালে।

৪) বাস্তবে Randy Orton তার দীর্ঘদিনের ফিউড, এবং নিজেদের মধ্যে ২৭ টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলা John Cena এর বেস্ট ফ্রেন্ড। John Cena অ্যান্ড Randy Orton একসাথেই তাদের রেসলিং ক্যারিয়ার শুরু করেছিল আর একসাথে ট্রেনিং ও কাজ করেছে।

৫) Randy Orton এর প্রথম তিনটি World Title তার কাছে থেকে ছিনিয়ে নেয় তারই মেন্টর Triple H।

৬) Randy Orton তার সর্বপ্রথম ম্যাচ খেলেছেন Smackdown এ, যেটাতে তিনি Hardcore Holly কে হারান।

৭) Randy Orton ২০০৯ সালে Most Hated Wrestler Award পেয়েছিল কিন্তু তার পরের বছর মানে ২০১০ সালেই সে Most Popular Wrestler হয়েছিল। আর এমনটা শুধু ‘Rowdy’ Roddy Piper-এ করতে পেরেছিল (১৯৮৫ & ১৯৮৬ সালে)। মানে Randy রেসলিং ইতিহাসে ২য় রেস্লার সে সব থেকে ঘৃণিত হয়েও ঠিক পরের বছর সবার প্রিয় রেস্লার হয়েছে।

৮) ২০০৫ সালে SmackDown এর এক এপিসোডে ততকালিন রেন্ডির স্ক্রিপ্টেড জিএফ Stacy Keibler কে RKO দিয়ে ব্রেক আপ করেন

৯) ২০১৩ সালে Randy Orton কে এক ফ্যান আক্রমণ করেছিল South Africa এর Cape Town শহরে এক হাউজ শো তে। ম্যাচ চলাকালীন সময় অই ফ্যান্স রিং-এ গিয়ে Randy কে Low Blow মারে। সাথে সাথে WWE Security গার্ড তাকে ধরে ফেলে। পরে জানা যায় অই লোক একজন রেস্লার। তার নাম "The Blacksmith, " আর সে অই কান্ডটি করেছিল নাম কামানোর জন্য। সেই ফ্যানকে ৫০০ Rand জরিমানা এবং ৩০ দিনের জেল দেওয়া হয়।

১০) সার্ভাইয়র সিরিজে দ্যা ভাইপার খ্যাত Randy Orton এই পর্যন্ত ১০টি এলিমিশন ম্যাচ খেলেছিলেন। তিনি ২০০৩ সালের সার্ভাইয়র সিরিজে তার ১ম এলিমিশন ম্যাচটি খেলেন ও সর্বশেষ অর্থাৎ ১০ম এলিমিশন ম্যাচটি খেলেন ২০১৭ সালের সার্ভাইয়র সিরিজ পিপিভিতে। সার্ভাইয়র সিরিজ পিপিভির ইতিহাসে সবচেয়ে বেশি এলিমিশন ম্যাচ খেলার দিক দিকে Randy Orton দ্বিতীয় স্থানে আছেন। Randy Orton একমাত্র রেসলার যে পরপর তিনটি Survivor Series পিপিভির Survivor ম্যাচের Soul Survivor হয়েছেন (২০০৩-২০০৫)। 

১১) আমরা সবাই জানি যে, অরটনের ফিনিশারের নাম RKO এবং এই মুভটির জন্য অরটন কতটুকু জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখেনা। RKO মুলত ফেস কাটার টাইপের মুভ। এটার মুল উদ্দেশ্য অপনেন্টের মুখে ইফেক্ট ফেলানো। এটা যথেষ্ট বিপদজনক মুভ কেননা এর ইফেক্ট গলাতেও রয়েছে। তবে এমন একটি বিপদজনক মুভ বর্তমানে WWE তে সবথেকে নিরাপদ মুভ হিসেবে ব্যবহৃত হয় কারন হলো - এই মুভটি প্রয়োগ করার কৌশল এবং অরটনের মুভ এক্সেকিউশন দক্ষতা! অরটন তার ক্যারিয়ারের শুরুর দিক থেকেই RKO কে তার ফিনিশার হিসেবে ব্যবহার করে আসছেন। এবং সবথেকে অবাক করা বিষয় হলো তিনি এই মুভ দ্বারা কখনই কারো মেজর ইঞ্জুরি করেননি!

আর হ্যাঁ, RKO এক্সেকিউট করতে এক্সেকিউটরের ব্যাক সাইডে আঘাত সহ্য করতে হয়। সবথেকে অবাক করার বিষয়, অরটন লোহার উপরেও RKO এক্সেকিউট করেছেন এবং এতে করে তার নিজের এবং অপনেন্টের কোন ক্ষতিই হয়নি! (WWE Elemination Chamber ২০১১ ; Orton Executed The RKO On John Cena On The Metal Mat) ম্যাটের উপর ছাড়াও অরটন টেবিলের উপর, ফ্লোরের উপর RKO প্রয়োগ করেছেন। কিন্তু অপনেন্টের কোন ক্ষতিই তিনি করেননি। তার ইন রিং অ্যাবিলিটি এবং রিং সাইকোলজি অত্যন্ত উচ্চ মানের। কেন? কারনটা হলো তার মুভ কাউন্টার এবং RKO এক্সেকিউশন। তার ফিনিশার RKO এতটাই বিখ্যাত যে এটা স্ল্যামি অ্যাওয়ার্ড পর্যন্ত জিতেছে!

১২) আপনারা যদি Youtube এ কোন রেসলারের টপ ১০ ফিনিশার লিখে সার্চ দেন তবে তাদের টপ ১০ ফিনিশার গুলোর ভিডিও পাবেন। কিন্তু অবাক করা বিষয় হলো অরটনের টপ ১০ RKO এর মধ্যে প্রায় সবগুলোই মুভ কাউন্টারের মাধ্যমে এক্সেকিউট করা! অরটনের টপ ৫ Counterd RKO -

  • Randy Orton vs. Undertaker
  • Randy Orton vs. Jeff Hardy
  • Randy Orton vs. John Cena
  • Randy Orton vs. Evan Bourne
  • Randy Orton vs. Seth Rollins

যারা এই ৫ টা RKO দেখেছেন তারাই বুঝতে পারবেন অরটন মুভ কাউন্টার করতে কতটা পারদর্শী। তবে সম্প্রতি অরটনের আরও একটি RKO কাউন্টারের মাধ্যমে এক্সেকিউট করাটা ছিল অসাধারণ। সেইটা হলো এই বছরের রয়্যাল রাম্বল ম্যাচে রোমানের স্পিয়ার কাউন্টারে RKO হিট করা। অরটনের মুভ কাউন্টার করার অ্যাবিলিটি সেরাদের সেরা। তার জনপ্রিয়তার জন্য মুখ্যভাবে দায়ী হলো এই কাউন্টার RKO. অপনেন্টকে কম আঘাত দিয়ে অত্যন্ত আকর্ষনীয়ভাবে তিনি RKO প্রয়োগ করেন, যা এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য যথেষ্ট।

মুভ কাউন্টারে মাস্টারপিস হওয়ার সাথে সাথেই তার রয়েছে ইন রিং স্কিলের বেসিক অ্যাবিলিটি। মুভ সেল করা, রিং কেমিস্ট্রি, রিং সাইকোলজি, ইন রিং অ্যাটিচিউড, স্ট্রেনথ & স্ট্যামিনা। তিনি হয়ত হাইফ্লায়ার রেসলার নন কিন্তু, তার মুভ কাউন্টারে যে টেকনিক্যাল অ্যাবিলিটি রয়েছে তা অনেক হাইফ্লায়ার রেসলারদের মাঝেও নেই। আর সেইজন্যই তিনি Master Of Move Counter!

১৩) অরটনের সিগনেচার মুভ :

  • Inverted headlock backbreaker 
  • Chinlock 
  • Jumping knee drop 
  • European uppercut 
  • Gutwrench elevated neckbreaker 
  • Standing dropkick 
  • Body scissors 
  • Scoop powerslam
  • Elevated DDT

১৪) অরটনের কয়েকটি স্মরণীয় ফিউড :

  • Mick Foley 
  • The Undertaker 
  • Triple H 
  • Ric Flair 
  • Shawn Michaels 
  • Degeneration X 
  • John Cena

১৫) গুরুত্বপূর্ণ ম্যাচের তালিকা :

  • Armageddon ২০০৩ - Randy vs. Rob Van Dam (Intercontinental চ্যাম্পিয়নশিপ)
  • Backlash ২০০৪ - Randy vs. Cactus Jack (No Holds Barred)
  • Summerslam ২০০৪ - Randy vs. Chris Beniot (World Heavyweight চ্যাম্পিয়নশিপ)
  • Armageddon ২০০৫ - Randy vs. The Undertaker (Hell in a Cell)
  • Summerslam ২০০৬ - Randy vs. Hulk Hogan (Legend vs. Legend Killer)
  • New Years Revolution ২০০৭ - Rated RKO vs. Degeneration X (World Tag Team চ্যাম্পিয়নশিপ)
  • No Mercy ২০০৭ - Randy vs. Triple H (Last Man Standing ম্যাচ for WWE চ্যাম্পিয়নশিপ)
  • Wrestlemania ২৪ - Randy vs. Triple H vs. John Cena (Triple Threat for WWE চ্যাম্পিয়নশিপ)
  • Royal Rumble ২০০৯ - Winner of The Royal Rumble ম্যাচ. Went to face Triple H at Wrestlemania ২৫)
  • Breaking Point ২০০৯ - Randy vs. John Cena (I Quit ম্যাচ for WWE চ্যাম্পিয়নশিপ)
  • Monday Night RAW জুলাই ১২, ২০১০ - Randy vs. Evan Bourne (Singles ম্যাচ)
  • Night Of Champions ২০১০ - Randy vs. John Cena vs. Sheamus vs. Wade Barrett vs. Chris Jericho vs. Edge (৬-Pack Challenge for WWE চ্যাম্পিয়নশিপ)
  • Friday Night Smackdown মে ৬, ২০১১ - Randy vs. Christian (World Heavyweight চ্যাম্পিয়নশিপ)
  • Money in the Bank ২০১৩ - Randy vs. CM Punk vs. Christian vs. RVD vs. Sheamus vs. Daniel Bryan (Money in the Bank Ladder ম্যাচ)
  • SummerSlam ২০১৩ - Randy cashes in his Money in the Bank briefcase to become the WWE Champion (WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ)
  • TLC ২০১৩ - Randy beat World Heavyweight Champion John Cena to become the First-ever WWE World Heavyweight Champion. (TLC Title Unification ম্যাচ)
  • Wrestlemania ৩১ - Randy beat Seth Rollins with a “Wrestlemania Moment” worthy RKO out of nowhere that left the WWE Universe buzzing
  • Royal Rumble ২০১৭ - Winner of The Royal Rumble ম্যাচ. Going to face Bray Wyatt at Wrestlemania ৩৩।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Ohio Valley Wrestling

OVW Hardcore Championship (২ বার)

Pro Wrestling Illustrated

Feud of the Year (২০০৯) vs. Triple H

Most Hated Wrestler of the Year (২০০৭, ২০০৯)

Most Improved Wrestler of the Year (২০০৪)

Most Popular Wrestler of the Year (২০১০)

Rookie of the Year (২০০১)

Wrestler of the Year (২০০৯, ২০১০)

Ranked No. ১ of the top ৫০০ singles wrestlers in the PWI ৫০০ in ২০০৮

World Wrestling Entertainment/WWE

World Heavyweight Championship (৪ বার)

World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Edge

WWE Championship (১০ বার)

WWE Intercontinental Championship (১ বার)

WWE Raw Tag Team Championship (১ বার) – সঙ্গে : Riddle

WWE SmackDown Tag Team Championship (১ বার) – সঙ্গে : Bray Wyatt এবং Luke Harper

WWE United States Championship (১ বার)

Money in the Bank (২০১৩)

Royal Rumble (২০০৯, ২০১৭)

Seventeenth Triple Crown Champion

Tenth Grand Slam Champion (under current format; eighteenth overall)

Slammy Award for Hashtag of the Year (২০১৪) – #RKOOuttaNowhere

WWE Year-End Award for Shocking Moment of the Year (২০১৮) – Tearing Jeff Hardy's ear

Wrestling Observer Newsletter

Most Improved (২০০৪)

Most Overrated (২০১৩)

Worst Feud of the Year (২০১৭) vs. Bray Wyatt

Worst Worked Match of the Year (২০১৭) vs. Bray Wyatt at WrestleMania ৩৩ on এপ্রিল ২



• লেখক : Prokash Das, রেসলিং বাংলা এবং অন্যান্য।

RANDY ORTON : র‍্যান্ডি অরটন

আসল নাম

Randal Keith Orton

জন্মদিন

১ এপ্রিল, ১৯৮০

জন্মস্থান

Knoxville, Tennessee, US

বাসস্থান

St. Charles, Missouri, US

উচ্চতা

৬ ফুট ৫ ইঞ্চি (১.৯৬ মি)

ওজন

১১৩ কেজি (২৫০ পাউন্ড)

ট্রেনার

Bob Orton জুনিয়র

অভিষেক

১৮ মার্চ, ২০০০


রেসলিং বিজনেসে একটি কথা মুখে মুখে প্রচারিত হতে হতে ধ্রুব সত্য হয়ে দাঁড়িয়েছে, সেটি হলো, "যদি আপনি একেবারে শূন্য থেকে একটি নিখুঁত প্রোফেশনাল রেসলার বানান, তবে আপনি খুব সম্ভবত Randy Orton কেই বানাবেন।" প্রো রেসলিং ইতিহাসের সবচেয়ে প্রকৃতি প্রদত্ত প্রতিভাসম্পন্ন রেসলারদের সংক্ষিপ্ত তালিকায় খুব সহজেই থাকবেন Randy Orton!

আসল নাম Randal Keith Orton হলেও সে Randy Orton, The Legend Killer, The One Man Dynasty, The Viper, Apex Predator অ্যান্ড The Face of the WWE নামেও পরিচিত। যদিও এই বিজনেসে তার প্রভাব বা যাকে বলে "ইমপ্যাক্ট" তার সমসাময়িক অন্যান্য মেগাস্টারদের চেয়ে বেশি না, কিন্তু দিনশেষে এটাই সত্যি যে Randy Orton এর ট্যালেন্ট এদের সকলের চেয়েই বেশি।

অরটনের মধ্যে যে বিষয়টা প্রথম থেকেই ফুটে উঠেছিল সেইটা হলো তার অ্যাগ্রেসিভ ইন রিং অ্যাটিচিউড এবং হিল ক্যারেক্টার প্লে করার সক্ষমতা। যেটা তাকে পরবর্তিতে WWE এর অন্যতম হিল রেসলার হিসেবে সফলতা দিয়েছে।

তার ইনরিং ক্যারিজমার কারনে তিনি নিজের যোগ্যতা বলে হয়েছিলেন সবচেয়ে তরুণ World Heavyweight Champion! অরটনের ইন রিং স্কিল নিয়ে বলার তেমন কিছু নেই। কেননা তার রিং স্কিলে অ্যাবিলিটি কেমন সেইটা আপনারা জানেন। তবে রিং স্কিলের মধ্যেও তার এমন কিছু দিক রয়েছে যা প্রো রেসলিং থেকে এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য More Than Enough!

অরটন ২০০২ সালে ডেবিউ করে তৎকালীন World Wrestling Federation (WWF) এ। রেসলিং ট্রেনিং নিয়েছে নিজের বাবা “Cowboy” Bob Orton, South Broadway Athletic Club আর Ohio Valley Wrestling থেকে। ফিনিশিং মুভ হিসাবে RKO ইউস করলেও সাথে তার আগের Super RKO, Running Punt Kick আর O-Zone -ও আছে।

♦ অরটনের ব্যক্তিগত জীবন :

Randy Orton জন্মগ্রহণ করেছিল ১৯৮০ সালের ১লা এপ্রিল Knoxville, Tennessee তে। বাবার নাম Robert Orton (Cowboy Bob Orton নামে বেশি পরিচিত সে) আর মা Elaine Orton। তার ছোট বোন ও ভাই আছে, নাম Becky আর Nathan। শিক্ষাজীবনে Hazelwood Central High School-এ পড়াশোনা করেছেন। বর্তমানে সে High Ridge, Missouri তে থাকে। 

১৯৯৮ সালে পড়াশোনা কম্পলিট করে Orton যোগ দেয় United States Marine Corps বা নৌবাহিনীতে। সেখানে Uniform Code of Military Justice এর কিছু নিয়ম ভঙ্গের জন্য তার বিরুদ্ধে চার্জ ফাইল করা হয় যার দরুন তাকে ১৯৯৮ সালে ৩৮ দিন Camp Pendleton জেলে কাটাতে হয়।

Randy Orton ২০০৭ সালে Samantha Speno কে বিবাহ করে। তাদের প্রথম কন্যা জন্ম নেয় ২০০৮ সালের ১২ই জুলাই, নাম Alanna Marie Orton। কিন্তু ২০১২ সালে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে যায়। Randy আবার ২০১৫ সালের নভেম্বরে Kimberly Kessler কে বিয়ে করে। ২০১৬ সালের ২২ নভেম্বরে তাদের ছোট মেয়ে Brooklyn Rose জন্মগ্রহণ করে (সে Kim এর ৪র্থ বাচ্চা, মানে তার আরও ৩জন সন্তান আছে) সব মিলিয়ে Orton এখন ৫ জন সন্তানের বাবা।

র‍্যান্ডির দেহের হাতে, পিঠে আর ঘাড়/কাঁধে সব মিলিয়ে ৭টি ট্যাটু আছে। ট্যাটুর পিছনে আগে তেমন কোনো বিশেষত্ব না থাকলে এখন অনেকটা অর্থপূর্ণ। হাতে কব্জির উপরের বড় মেয়ের নাম “Alanna” নামে একটি ট্যাটু আছে। পাশে লাল গোলাপ আর মেয়ের জন্ম তারিখ রোমান সংখ্যাতে লেখা আছে। তাছাড়া বাহু, পেশি ও কাঁধে আরও কিছু অর্থপূর্ণ ট্যাটু আছে যাদের সাথে তার ব্যাক্তিগত কারণ জড়িত। Randy Orton মাঝেমধ্যে ধুমপান করে এবং তার সাথেই সে খুবই মাদকাসক্ত, ড্রাগ এবং স্টেরয়েড ব্যবহারেও দেখা গেছে তাকে।

অরটনের মুভির ক্যারিয়ারের কথা বলতে গেলে প্রথমেই বলে রাখা ভালো, তার Marine ২ করার কথা থাকলেও Injuriy এর কারণে তার পরিবর্তে Ted DiBiase কে নেয়া হয়। আবার Marine ৩ করার প্লান থাকলেও পরে সেটা Miz কে দিয়ে করানো হয়। তবে সে That's What I'm, ১২ Rounds ২ : Reloaded, The Condemned ২ ও Countdown মুভি করেছে। ২০০৭ সালে Deal Or No Deal শো ও কিছুদিন আগে Shooter নামে এক রিয়েলিটি শো করেছে Orton।

• অরটনের বদ-মেজাজি স্বভাব :

Randy Orton শুধু রিং এ না, সত্যিকারের জীবনেও বদমেজাজী ও খারাব ব্যবহারের জন্য কুখ্যত। তার একটি অন্যতম বদ অভ্যাস হল থাপ্পড় মারা। সে রিয়েল লাইফে আর Backstage-এ অনেককে থাপ্পড় মেড়েছে। এমন কি Wrestlemania ২১-এ সে Undertaker-কেও থাপ্পড় মেরেছিল, যদিওবা সেটা স্ক্রিপ্টেড ছিল। একবার সে কোনো এক জায়গায় ইন্টারভিউ দিতে যায়। ইন্টারভিউতে ঐ ইন্টারভিউয়ার তার সম্পর্কে কটুক্তি করেছিল। ফল স্বরুপ বেচারাকে ইন্টারভিউর মাঝ পথেই রেন্ডি কষে একটা থাপ্পড় মারে। ফলে রেন্ডিকে সেই শো থেকে বাতিল করে দেওয়া হয়।

WWE ডিভা Rochelle Loewen যখন প্রথম বার WWE তে আসেন তখন তিনি Randy কে চিনতেন না, তাই তিনি Randy কে Canadian বলেন যা রেন্ডির ভাল লাগে নি। তাই রেন্ডি Rochelle এর লকার রুমে গিয়ে তার জিনিস পত্র ভাংচুর করে! তাছাড়া, ২০০৭ সালে Hotel Room-এ ভাংচুর করার জন্য তাকে ৫০, ০০০$ ডলার জরিমানা দিতে হয়েছিল।

একবার Kofi Kingston এর সাথে ম্যাচে Kofi কে Punt Kick দেওয়ার কথা ছিল তার, কিন্তু Kofi নিজের কাজ ঠিক মত না করাতে পরিস্থিতি প্রতিকূল হয়ে গেলে Randy তাকে শুধুমাত্র RKO দিয়ে ম্যাচ শেষ করে। কিন্তু RKO দেবার সময় সে কোফি কে উদ্দেশ্য করে Stupid! Stupid! বলে, শোনা যায় এর পরেই নাকি কোফিকে জবার বানিয়ে রাখা হয়েছিল বহু বছর।

♦ অরটনের রেসলিং ক্যারিয়ার :

• রেসলিং জগতে প্রবেশ :

প্রো-রেসলিং এর অনেক কষ্টের অভিজ্ঞতা পাবার দরুন Orton এর বাবা মা চাইত যেন তাদের সন্তান এই পেশার থেকে দূরে থাকে। Orton এর বাবা তাকে অনেকবার বুঝিয়েছিল যে, রেসলিং এর সাথে জড়িয়ে পড়লে তাকে পরিবার থেকে তাকে অনেক কিছুর বঞ্চিত হতে হবে। কিন্তু, Hazelwood Central High School-এ পড়াশোনা করার সময় সেখান থেকেই রেসলিং এর সাথে জড়িয়ে পরেন।

Randy Orton হলেন WWE এর Third Generation Superstar। ২০০২ সালে OVW থেকে আসা এই রেসলারটির রিং স্কিল খুবই ইম্প্রেসিভ ছিল। তার ক্যারিয়ারও অন্যান্য সেকেন্ড ও থার্ড জেনারেশন সুপারস্টারদের মতোই সোনার চামচ মুখে নিয়ে শুরু হয়েছিলো। ২০০০ সাল থেকে ২০০১ সাল পর্যন্ত সে Mid-Missouri Wrestling Association-Southern Illinois Conference Wrestling (MMWA-SICW) অ্যান্ড St। Louis Wrestling Club প্রমোশন ও তার বাবা Bob Orton Jr। এর কাছ থেকে ট্রেনিং নেয়। তাছাড়া সে World Organized Wrestling-এ রেফারির কাজও করেছিল কিছু ম্যাচে। তার কাকা Barry Orton-ও সেখানে কাজ করত।

• WWF -এ প্রবেশ :

তার প্রাথমিক ট্রেইনিং শেষ হবার সাথে সাথেই "WWE" তাকে সাইন করে নেয়। প্রথমে WWE এর ডেবলপমেন্ট সেন্টার Ohio Valley Wrestling-এ সাইন করে Orton ২০০১ সালে। সেখানে আরও কিছুদিন তাকে ট্রেনিং দেওয়া হয়। Ohio Valley Wrestling (OVW) তে সে ২বার OVW Hardcore Championship জিতেছিল। সেখানে প্রায় অনেকবার সে Rico Constantino এর বিপক্ষে ম্যাচ খেলেছে WWF/OVW এর ইভেন্ট গুলোতে। সেখানে The Prototype (John Cena) এর সাথে Tag ম্যাচ-ও খেলেছিল Orton। তারপর তাকে অনেকবার WWF এর হাউস শো গুলোতে রেসলিং করতে দেখা গেছে।

খুব দ্রুতই তিনি ডেভেলপমেন্টাল স্টেজ পার করে ফেলেন এবং একইভাবে রেসলিং শিখতে শুরু করার ২ বছরের মাথায় তিনি মেইন রোস্টারে ডেব্যু করেন। মেইন রোস্টারে তিনি তৎক্ষনাৎ পুশ পান, তাকে ভবিষ্যতের একজন বড় স্টার হিসেবেই উপস্থাপন করা হতে থাকে। Orton কে প্রথম WWF তে দেখা যায় WrestleMania X৮ এর Fan Axxess অনুষ্ঠানে। সেখানে সে Tommy Dreamer এর কাছে ম্যাচ হারে।

Orton এর প্রথম WWF-এ ম্যাচ খেলে ২০০২ সালের ২৫ এপ্রিল তারিখ SmackDown-এ Hardcore Holly এর বিপক্ষে। অল্প কিছুদিনের মধ্যে সে অনেক ফ্যান ফেভারিট হয়ে পড়াতে Orton কে Holly এর সাথে সিরিয়াস ফিউডে জরানো হয়। ২০০২ সালে Orton কে Raw তে ড্রাফট করা হয়। সেখানে তার ডেবু ম্যাচে সে Stevie Richards কে হারায়। কিন্তু Raw তে ডেবিউ করার এক সপ্তাহের মধ্যে Orton কাঁধের ইঞ্জুরিতে পরে যায়। তাই তাকে কয়েকমাস রেস্টে থাকতে হয়।

• Evolution-এ যোগদান ও Legend Killer গিমিকের সূচনা :

ইঞ্জুরি থেকে ফিরে এসেই Orton নিজেকে আত্মকেন্দ্রিক ভিলেন (হীল) হিসাবে নিজেকে উপস্থাপন করতে থাকে। তার ট্যালেন্ট দেখে Orton কে সাথে করে Ric Flair, Dave Batista কে নিয়ে ধ্বংসাত্মক এক হীল স্টেবল গড়ে তুলে Triple। ২০০৩ থেকে ২০০৪ পর্যন্ত তারা Raw তে তাণ্ডব চালায় তারা। ২০০৩ সালে বেশির ভাগ সময় HHH এর পিছে পিছে থাকলেও Armageddon এর পর Evolution এর সবার কাছে বেল্ট চলে আসে।

তারপর Orton নিজেকে "The Legend Killer" কিলার গিমিকে তুলে ধরে। সেই সাথে একের পর এক লেজেন্ডারী সব রেস্লারকে Orton হারাতে থাকে। Shawn Michaels এর সাথে তার ফিউড হয় যার ট্যাগ ছিল "Legend VS Legend Killer"। Shan Michaels তখন একজন লিজেন্ডারি রেসলারের মত একজন Young Star কে Mega Star করতে অনেক বড় ভূমিকা পালন করে। এবং তাদের মধক্যার প্রথম ম্যাচে Ric Flair এর সাহায্যে জয়লাভ করে Randy Orton।

এরই মধ্যে Orton তার ফিনিশার হিসাবে RKO কে অনেক পপুলার করে তুলে। DDP এর Diamond Cutter/Jumping Cutter মুভটাকে মডিফাইড করে RKO হিসাবে নিজের ফিনিশার করে নেয়। মুভটির পুরো নাম হলো "Randall Keith Orton"। একদম শুরুর দিকে এই মুভটি WWE ব্যান করে দিয়েছিল। কিন্তু, Randy Orton এর সুপারিশে মুভটি পুনরায় কার্যকারী হয়। এই মুভটি অনেকটাই Stone Cold Steve Austin এর "Stunner" ধরনের। মুভটির বিশেষ ব্যাপার হচ্ছে, প্রতিপক্ষ রেসলারের নিচের থুতুনি এবং ঘাড়ের অনেকটা অংশ জুড়ে আঘাত হানে। প্রথমে কয়েকবার বচ করলেও এখন অনেকটাই নি : সন্দেহে Execute করা যায়। অনেক রেসলার এই মুভটিকে বিশেষ একটি মুভ বলে আখ্যায়িত করেছেন।

• Intercontinental চ্যাম্পিয়নশিপ জয় :

২০০৩ সালে Randy Orton তার ক্যারিয়ারের প্রথম কোনো Single Title Intercontinental Championship অর্জন করে Rob Van Dam এর বিপক্ষে তৎকালীন WWE Ppv Armageedon এ। ফলে জেফ হার্ডির পাশাপাশি সবচেয়ে কম বয়সী ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে Randy।

Rob Van Dam যে কোনো ম্যাচকেই অসাধারন করে তুলতে পারে তবে তখনকার WWE Rookie Randy Orton এর সাথের ম্যাচগুলোতে তাকে কিছুটা ম্যাড়মেড়ে দেখাচ্ছিলো এবং ফিউড জমানোর প্রয়োজনীয় রসদ যেনো হারিয়ে বসেছিলো Rvd। তবে অন্যদিকে Randy Orton নিজেকে তখন WWE এর প্রিয় পাত্র হিসেবে প্রমান করে চলেছিলো। ২০০৩-২০০৬ সাল পর্যন্ত তারা অনেবারই একে অপরের মোকাবেলা করে তবে বেশিরভাগই টাইমলাইট জুড়ে থাকে Randy Orton, অন্যদিকে Rob Van Dam ব্যাবহার হয় পুশ মেশিন হিসেবে। তাই ধন্যবাদ জানাই Rob Van Dam কে কেননা তার কারনেই ক্যারিয়ারের প্রথমবারের মত বড় ধরনের পুশ পায় Randy Orton।

তারপর তার "Legend Killer" গিমিককে পপুলার করে তুলে Hardcore Mick Foley এর সাথে ফিউড করে। ফলে আবার সেই "Legend versus Legend Killer" ম্যাচ হয়। তখন Backlash PPV তে এক হার্ডকোর ম্যাচ খেলে Intercontinental Championship ম্যাচের জন্য। ম্যাচে Thumbtacks আর Barbed wire ব্যবহার করায় Orton এক রক্তিম ম্যাচে Foley কে হারায়, এই ম্যাচটি অর্টনের ক্যারিয়ারের অন্যতম ব্রুটাল ম্যাচের মধ্যে অন্যতম।

দীর্ঘ ৭ মাস Intercontinental Championship থাকার পর Edge এর কাছে তা হারে। তাদের মধ্যকার ফিউডটি শুরু হয় ২০০৪ সালে যখন Edge তার Neck ইন্জুরি কাটিয়ে চোখ রাখে Intercontinental Chanpionship Title এর দিকে, অন্যদিকে Orton তার ২য় বারের মত Ict Title হাতিয়ে নেওয়ার চেষ্টা করছেন। সেই সাথে Orton তখন কাঙ্খিত Main Event Scene এর দৌরগোড়ায় অন্যদিকে Edge তখনও নিজেকে প্রমান করার চেষ্টায় ক্লান্ত। এতোকিছুর মধ্যেই তারা নিজেদের মধ্যে ফিউডে জড়িয়ে পড়েন এবং অসাধারন ম্যাচ উপহার দেন দর্শকদের। ম্যাচগুলো অসাধারন হওয়ারই কথা কেননা দুজনের চাওয়া ছিলো অনেক বড় কিছু।

• ইতিহাসে সর্বকনিষ্ঠ World Heavyweight চ্যাম্পিয়ন :

মাত্র ২৪ বছর বয়সেই Orton তখন WWE এর অন্যতম বড় ভরসার নাম এবং সাথে Team Evolution এর অন্যতম মেম্বার। Chris Benoit তখন WWE এর মেগা স্টার এবং অভিজ্ঞ রেসলার, অন্যদিকে Orton তখন উদীয়মান রেসলার তবে তাদের মধ্যকার ম্যাচটি দেখে বোঝার উপায় নেই Orton এর ক্যারিয়ার সবে শুরু মাত্র এবং ঝলক দেখার মধ্যেই Orton ২০০৪ সালে SummerSlam PPV তে Chris Benoit কে হারিয়ে সর্বকনিষ্ঠ World Heavyweight Champion হয় Randy Orton। ম্যাচ শেষে Randy কে শুভেচ্ছা জানায় Benoit। এটা ছিলো অন্যতম সেরা মূহুর্ত এবং এতো কম বয়সে Orton এর ফিউড জমানোর পারদর্শিতায় মুগ্ধ হতে থাকে WWE Creative Operator যার ফলশ্রতিতে Randy Orton হয়ে যায় সর্বকনিষ্ঠ ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন।

তবে Evolution এর অন্যতম সদস্য Triple H, Orton এর জয় কে মেনে নিতে পারে না এবং Jealously সে Orton এর বিরুদ্ধে চলে যায় এবং কিছুদিন পর তাকে Evolution থেকে বের করে দিয়ে HHH তার সাথে ফিউড শুরু করে। Ric & Batista কে হারাতে পারলেও HHH এর কাছে হারতে থাকে Orton। তারপর কিছুদিন Orton অনস্ক্রিনে Stacy Keibler এর সাথে রিলেশনশিপ করে Christian এর সাথে ছোট ফিউড করে।

কিন্তু এবার Legend Killer এর চোখ পরে Undertaker এর Wrestlemania Streak এর উপর। Undertaker এর সাথে সে Wrestlemania ২১-এ ম্যাচ খেলে। হাতে Undertaker এর Wrestlemania Streak ভাঙার সুবর্ণ সুযোগ থাকা সত্ত্বেও Undertaker কে সম্মান আর নিজের ক্যারিয়ারের কথা বিবেচনা করে Undertaker কে হারানোকে না করে দেয় Orton। Undertaker নিজেও চেয়েছিল এই প্রবীণ যুবক তার Wrestlemania Streak ভাঙবে। কিন্তু Orton তার কথায় অটল ছিল। Orton এর বাবা ম্যাচে ইন্টারফেয়ার করলেও হেরে যায়। তারপর আবার কাঁধের ইঞ্জুরিতে পরে Orton। ইঞ্জুরি থেকে ফিরেই আবার Undertaker এর পিছে লাগে। এবার বাপ-বেটা একসাথে Handicap Casket ম্যাচ খেলে Undertaker এর সাথে।

• অরটনের ব্লাডি হিল টার্ন :

নয় মাস ফিউড শেষে World Heavyweight Championship এর জন্য Rey Mysterio এর সাথে ফিউড করেছিল। Royal Rumble ২০০৬ এ ফ্যান ফেভারিট Rey Mysterio এর কাছ থেকে এলিমিনেট হওয়ার পর এবং তার সাথে ফিউড লাগবার পর Randy Orton ব্লাডি হিল হয়ে যান। এমনকি RAW তে Rey যখন তার Royal Rumble ভিক্টরি তার বেস্ট ফ্রেন্ড সদ্যপ্রয়াত Eddie Guerrero কে ডেডিকেটেড করতে যাবেন তখন তাকে অবজ্ঞা করে Randy বলেন, "You think, Eddie in Heaven! He is in Hell"।

এরপরে Randy, No Way Out পিপিভি তে #১ কন্টেন্ডার অন দ্য লাইন ম্যাচে অসাধু উপায়ে Rey কে হারান। সেই সময় তাকে হেট করতোনা এমন কাউকে পাওয়া দুষ্কর ছিল কিন্তু যখন Randy রেসেলমেনিয়া তে এন্টেরেন্স করলেন তখন অনেকেই হয়ত খেয়াল করেনি যে Randy এক হাত আকাশে উঁচিয়ে ঠিকই Eddie কে সম্মান জানিয়েছিলেন। পরে WrestleMania ২২-এ Mysterio আর Kurt Angle এর সাথে হেরে সেই ফিউড শেষ হয়। ২০০৬ সালে কিছু আন প্রফেশনাল প্রডাক্ট ব্যববহার করায় Orton কে ৬০ দিনের জন্য সাস্পেন্ডেড করা হয় কিন্তু সেটা Kurt এর দ্বারা পায়ের গোড়ালির স্ক্রপ্টেড ইঞ্জুরি হিসাবে দেখানো হয়। তারপর জুনে ফিরে এসে Angle এর সাথে ফিউড করতে গিয়ে Hogan এর সাথে ফিউডে জড়িয়ে পরে।

• Rated-RKO গঠন এবং The Viper নামের সূচনা :

Edge আর Orton মিলে Rated-RKO ট্যাগ টিম গঠন করে। তারা পরে D-Generation X (DX) (Triple H ও Shawn Michaels) এর সাথে ফিউড শুরু করে। অল্প কিছুদিনের মধ্যেই তারা Raw ব্রেন্ডে World Tag Team Champions হয়। কিন্তু তারা DX এর কাছে টাইটেল হেরে যায়। টাইটেল হারার পর Edge আর Orton দুইজনই WWE Championship এর দিকে নজর দেয়। পরের ড্রাফটে Edge চলে যায় SD তে আর Orton আবার "Legend Killer" গিমিকে চলে আসে Shawn Michaels কে এট্যাক করে। তখন অনেক ধ্বংসাত্মক হয়ে উঠে Orton। ফলে Judgment Day PPV তে Michaels কে হারায়। তারপর সে যেন পাগল হয়ে যায়। যাকে সামনে পায় তাকেই DDT & Punt Kick দিতে থাকে। এত আক্রমণাত্মক হয়ে পরে সে যাকে পাবে তাকেই ছোবল দেয় যার দরুন তার নাম "The Viper" হয়ে যায়।

২০০৭ থেকে WWE Championship ফিউডের দৌড়ে নেমে যায় Randy Orton। Rated Rko Vs Dx এর ফিউড শেষ হওয়ার পর শন একটা ছোট ব্রেক নিয়ে ফিরে আসে এবং তিনি Orton কে তার Target হিসেবে বেছে নেন এবং দারুন একটি ফিউডের সূচনা হয়। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো পুরো ফিউডটিতে একটিবারের জন্যও শন মাইকেলস তার ফিনিশার Sweat Chin Music প্রয়োগ করতে সফল হয় নি। এ অবস্থায় No Mercy তে ২য় বারের মত মুখোমুখি হয় শন এবং অরটন এবং সফলভাবে Randy Orton তার টাইটেল রিটেইন করে মাত্র ২৪ বছর বয়সে টানা ৬ মাস তার টাইটেল ধরে রাখার গৌরব অর্জন করে।

পরবর্তীতে সে জন সিনার সাথে ফিউড করে। সিনার সাথে একটি ম্যাচে Randy Orton এনাউন্স টেবিলের উপর তৎকালিন WWE চ্যাম্পিয়ন John Cena কে খুবই হার্ডকোর RKO মারেন। স্টোরিলাইন অনুযায়ী তখন Cena বাস্তবে ঘাড়ের ইঞ্জুরিতে ভুগছিলেন। কিন্তু Randy এর RKO একটু বেশি উচু হতে মারায় Cena আরও ইঞ্জুরেড হন। এক ফ্রেন্ড যেমন আরেক ফ্রেন্ডের খারাপ সময়ে কাজে আসে ঠিক তেমনই ইভেন্ট অফ এয়ার হবার পরপরই Randy দ্রুত এগিয়ে আসে এবং সিনার খোজ খবর নেয়, সার্জারির সময়ও Randy সাথে ছিলেন।

এরপর সে Jeff Hardy, Michaels, CM Punk এর সাথে। এরপর Randy Orton একদিনে ২ বার WWE Champion হয়েছিল। ২০০৭ সালে No Mercy পিপিভিতে John Cena তার টাইটেল ভেকেট করলে তাকে টাইটেল দেওয়া হয়। সেই রাতে আবার HHH তাকে Challege করলে তার সাথে খেলে সে হেরে যায়। কিন্তু তার এক ঘন্টা পরই Orton আবার Triple H কে Last Man Standing ম্যাচে হারিয়ে আবার WWE Championship জিতে।

এরপর সে বাইক দুর্ঘটনাতে কাঁধের ইঞ্জুরিতে পরে এবং রেসলিং রিং এ সাময়িক ভাবে অনুপস্থিত থাকে।

• The Legacy টিমের গঠন :

অর্টন ইঞ্জুরি থেকে ফিরে Ted Dibiase আর Cody Rhodes কে নিয়ে "The Legacy" স্টেবল গড়ে তুলে Evolution এর সাথে ফিউডে নামে। তখন Evolution বলতে শুধু HHH আর Batista-ই ছিল। তাই পুরো Vince Family এর সাথে ফিউড শুরু করে Randy Orton। এক প্রমোতে Vince রিং-এ এসে Randy কে মাফ চাইতে বললে Vince কে Punt Kick মেরে দেয় Randy। এতে Stephanie তাকে ফায়ার্ড করতে চাইলেও ২০০৯ সালে Royal Rumble জিতে যায় Orton। তাই তাকে ফায়ার্ড করা হয় না কিন্তু HHH এবার Randy এর সাথে উঠেপড়ে লাগে কারণ কোনো এক Raw তে Stephanie কে Randy আঘাত করে এবং তারপরে কিসও করেছিল। তাই সেই ফিউড অনেকদিন চলে।

Wrestlemaia XXV তে টাইটেল ম্যাচ হেরে গেলেও Backlash PPV তে Six Man Tag Team ম্যাচে Batista কে হারিয়ে WWE Champion হয়। কিন্তু আবার Extreme Rules PPV তে হেরে যায় টাইটেল। তাই পরের Raw তে The Legacy একত্রে মিলে Batista কে মেরে তার পা ভেঙে দেয় আর টাইটেল ভেকেট করা হয়। তখন WWE Championship এর জন্য HHH, Cena আর Big Show কে হারায়। কিন্তু তারপর Cena এর সাথে ফিউড করে Randy কে Iron Man ম্যাচ, I Quit ম্যাচে হারতে হয়। তারপর অরটন প্রথমে Kofi এর সাথে এবং পরে আবার Sheamus এর সাথে ফিউড করে WWE Championship এর জন্য।

তখন কোন ম্যাচ Cody এর কারণে Orton হেরে যায়। তাই Orton রেগে Ted & Cody কে মারে। পরে তাদের মধ্যে Triple Threat ম্যাচ হয় Wrestlemania XXVI-এ। সেখানে সে তাদের দুইজনকে হারায়। The Legacy সেই সাথেই ভেঙ্গে যায়। ২০১০ সালের Night Of Champions PPV তে Six Pack Elimination Championship ম্যাচে Edge, Wade, Jericho, Cena & Sheamus কে হারিয়ে র‍্যান্ডি WWE Champion হয়। কিন্তু Miz তার Money In The Bank কন্ট্রাক্ট ক্যাশ ইন করে টাইটেল নিয়ে যায়।

• CM Punk এবং Christian এর সাথে ফিউড :

পরে Royal Rumble এ CM Punk তার নিউ Nexus Team নিয়ে এসে Randy কে Attack করে। ফলে New Nexus Vs Randy ফিউড শুরু হয়। এই ফিউডে Randy নিউ Nexus এর সব মেম্বার্সকে Punk Kick মেরে মেরে সবাইকে ইঞ্জুরিতে ফেলে। এর ফলে Wrestlemania XXVII-এ CM এর সাথে অরটনের ম্যাচ স্থির হয় এবং সেই ম্যাচে অসাধারন এবং আইকনিক একটি RKO এর মাধ্যমে পাঙ্ককে পরাজিত করতে সক্ষম হয় অরটন। এরপরে সে Extreme Rules PPV তেও Last Man Standing ম্যাচে Punk কে হারায়। পরে অরটনকে SmackDown-এ ড্রাফট করা হয়।

২০১১ সালে SamckDown-এ ড্রাফট হবার পর সে Christian এর সাথে ফিউড করে World Title এর জন্য। পরে Christian কে হারিয়ে ২য় বারের মত World Champion হয়। তাদের ফিউড অনেকদিন চলে। তারপর Mark Henry, Cody, Daniel, Wade Barrett এর সাথে ফিউড করে।

২০১২ সালে অরটন এবং কেইন এর ফিউড হয়। Extreme Rules পিপিভিতে তাদের No Disqualification ম্যাচ আয়োজিত হয়। এই ম্যাচে Steel Steps, Chair, Tables এককথায় দারুন সব Extreme Moments আমরা দেখতে পাই তাদের কাছ থেকে। ম্যাচ এর শেষ পর্যায়ে Kane, Orton কে Chokeslam দ্যায় কিন্তু Orton Kick-Out করে এবং আবার Kane Chokeslam দিতে গেলে Randy Orton "Chair" এর উপরে RKO দ্যায় এবং পিনফল এর মাধ্যমে জিতে যায়। তারপর অরটন আবার Championship এর জন্য Del Rio, Jack Swagger, Jericho এর সাথে ফিউড করে।

• WWE থেকে সাসপেন্ড হওয়া :

২০১২ সালের মে মাসে দ্বিতীয়বারের মত WWE এর 'Wellness Policy' ভঙ্গের কারণে Randy Orton কে ৬০ দিনের জন্য সাসপেন্ড করা হয়। বেশ কিছু স্বনামধন্য রেসলিং নিউজ সাইটের মতে, তার দেহে গাঁজা ও Dianabol নামক স্টেরয়েড ধরা পড়েছিল। তবে Wrestling Observer Newsletter এর মতে Randy এর দেহে অতিরিক্ত টেস্টোস্টেরন ধরা পড়ার কারনে তাকে সাসপেন্ড করা হয়। এর আগে ২০০৬ সালের ৩ এপ্রিল Randy Orton কে খারাপ আচারনের জন্য Suspend করা হয়।

ঐ বছরের আগস্ট মাসে Orton কে WWE এর নিয়ম না মানার জন্য ৩০ দিনের জন্য suspend করা হয়েছিল। এছাড়াও WWE এর ২০০৭ সালের ড্রাগ স্ক্যান্ডালেও Randy Orton এর নাম উঠেছিল, কিন্তু সেখানে তার ড্রাগ নেওয়ার বিষয়টা প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাকে দোষী সাব্যস্ত করা যায়নি, ফলে সে বেঁচে যায়। কিন্তু সে বার সে রক্ষা না পেলে এবার তার ৩য়বারের মত 'Wellness Policy' ভঙ্গ করা হত, যার ফলে তাকে WWE থেকে ফায়ার করা হত এবং অন্তত এক বছর না হওয়া পর্যন্ত তাকে আবার হায়ার করা হত না।

প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৩ সালের নভেম্বরে WWE তাদের 'Wellness Policy' তে একটি বিরাট পরিবর্তন নিয়ে আসে। সেটার ফলে তাদের যেসব রেসলাররা দুইবার 'Wellness Policy' ভঙ্গ করেছে, তারা একটানা ১৮ মাসের জন্য নিজেকে ড্রাগ ফ্রি রাখতে পারলে তাদের একটা 'Wellness Policy' ভঙ্গ কাটা পড়বে, অর্থাৎ তারা আরেকবার 'Wellness Policy' ভঙ্গ করলেও তাদের ফায়ার করা হবে না। অনেকে এই নতুন নিয়মটিকে 'Randy Orton Rule' ও বলে থাকে। ২০১২ সালের পর Randy আর WWE এর 'Wellness Policy' ভঙ্গ করেনি, অর্থাৎ সে ১৮ মাস এর বেশি সময় ধরে ড্রাগ ফ্রি আছে, তাই সে আরেকবার 'Wellness Policy' ভঙ্গ করলেও তাকে ফায়ার করা হবে না।

সে যাই হোক, সাস্পেনশন থেকে ফিরে এসে অরটন Ziggler, Del Rio, Heath Slater এর সাথে এলোপাথাড়ি ফিউড করা শুরু করে। Del Rio এর সাথে কিছুদিন সিরিয়াস ফিউড চললেও পরবর্তীতে The Shield (রোমান, সেথ ও ডিন অ্যামব্রোস) Orton এর কোনো ম্যাচে তাকে Attack করলে সে Shield এর বিপক্ষে ফিউডে নামে এবং তাদের সাথে ট্যাগ টীম ম্যাচ খেলে। তারপর আবার কিছুদিন Denial এর সাথে ফিউড চলে।

• The Authority -তে যোগদান ও ঐতিহাসিক অর্জন :

২০১৩ সালের MITB পিপিভিতে র‍্যান্ডি WWE চ্যাম্পিয়নশিপের জন্য Money In The Bank কন্ট্রাক্ট জিতে নেয়। পরবর্তী SummerSlam পিপিভিতে ড্যানিয়েল ব্রায়েন, জন সিনাকে হারিয়ে নতুন WWE চ্যাম্পিয়ন হলে তাদের ম্যাচের গেস্ট রেফারি ট্রিপল এইচ ব্রায়েনকে অ্যাটাক করে এবং অরটন এসে Daniel Bryan এর উপর ক্যাশ ইন করে WWE চ্যাম্পিয়ন হয়, আর সেই সাথেই অরটন The Authority -তে যোগ দেয়। 

তারপরে আরও কিছুদিন Bryan এর সাথে তার ফিউড চলে। পরে TLC তে Cena, Randy কে চ্যালেঞ্জ করে। তখন সিনাও World Heavyweight Champion ছিল। তাই TLC তে দুই বেল্টের জন্য TLC ম্যাচ সেট করা হয়। TLC তে John Cena কে হারিয়ে Randy Orton হয় বিশ্বের ইতিহাসে প্রথম WWE World Heavyweight Champion। কিছুদিন ফিউড চলার পরে Wrestlemania XXX তে Daniel Bryan এর কাছে টাইটেল হারায় Orton। সেই ম্যাচে Batista-ও ছিল।

• Evolution এর পুনর্গঠন :

তারপর HHH, Randy কে টাইটেল ফিউড থেকে সরিয়ে এনে পুনরায় Evolution টিম গঠন করে এবং The Shield এর সাথে ফিউড শুরু করে। অনেকবার The Shield এর সাথে হারার পর HHH গুটিবাজি করে Seth কে Authority তে আনে। পরে অনেকদিন Authority তে থাকার পর Seth এর সাথে Orton এর গেঞ্জাম হয়। Authority আবার ফ্যামিলিতে ফিরে জেতে বললে Orton না করে দেয় আর Wrestlemania ৩১-এ Rollins এর সঙ্গে তার ম্যাচ ঠিক হয় যেখানে অরটন রলিন্সকে পরাজিত করে।

তারপর Extreme Rules পিপিভিতে Championship ম্যাচ খেললেও পরে তাকে Sheamus এর সাথে ফিউড দেওয়া হয়, কারণ MITB তে Sheamus এর জন্য সে কন্ট্রাক্টটি জিততে পারে নি।

• Wyatt ফ্যামিলির সাথে ফিউড :

এরপর Dean & Roman এর সাথে জুটী বেঁধে Orton, Wyatt Family এর সাথে ফিউড করে। কিন্তু ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে Orton আবার কাঁধের ইঞ্জুরিতে পরে আর তাকে অনেকদিন রিং এর বাহিরে থাকতে হয়।

প্রায় ১০ মাস পর রিটার্ন করলে তাকে ২০১৬ সালে তাকে Smack Down এ ড্রাফট করা হয়। তারপর তিনি Brock Lesnar এর সাথে ফিউড এ জড়ান। আর এর শেষ হয় অত্যন্ত একটি বাজে বুকিং এর মাধ্যমে। SummerSlam-এ Brock Lesnar Vs Randy Orton ম্যাচে অনেক হাইপ ছড়ানো হলেও Brock Lesnar অরটনকে TKO এর মাধ্যমে হারায়।

তারপর ফিউড হয় Bray Wyatt এর সাথে। No Mercy PPV তে Bray এর কাছে হারার পর Wyatt Family তে যোগ দিয়ে Tag Team Champion হয় Orton। Survivor Series-এ Bray ও Randy মিলে SD এর পক্ষে জয় তুলে আনে। Randy এবারের Royal Rumble এর বিজয়ী হয়েছে। আর Wrestlemania তে মেইন ইভেন্ট করতে যাচ্ছে Bray Wyatt এর বিপক্ষে WWE Championship এর জন্য।

• দ্বিতীয় বার রয়্যাল রাম্বাল জয় :

২০১৭ সালের ৩০ তম রয়াল রাম্বালে অরটন দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়, সে এই ম্যাচে "The Wyatt Family এর সদস্য হিসাবে খেলে। শেষ পর্যায়ে সে রোমান রেইন্সকে এলিমিনেট করে জয় লাভ করে। ২০১৭ সালে সে Wyatt Family কে ভেঙ্গে দেয় এবং ব্রে ওঅ্যাট এর সঙ্গে রেসেলমেনিয়া ৩৩ -এ WWE চায়ম্পিয়নশিপের ম্যাচ খেলে। সেই ম্যাচে ব্রেকে হারিয়ে সে ১৩ বারের মতো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন হয়, যেটা এর আগে WWE ইতিহাসে শুধুমাত্র দুই রেসলার করতে পেরেছিল। এর মাধ্যমে সে রেসেলমেনিয়াতে প্রথমবারের WWE Champion হয়, যদিও ক্যারিয়ারে সেটা ছিল নবম WWE চ্যাম্পিয়নশিপ জয়।

এরপরে তার সাথে Jinder Mahal এর ফিউড শুরু হয়। এই ফিউড চলাকালীন মাহাল তার চ্যাম্পিয়নশিপ বেল্ট চুরি করে নেই, পরে যদিও সেটি শেন মিকম্যান অরটনকে রিটার্ন করে দেই। ২১ মে তে অনুষ্ঠিত Backlash পিপিভিতে অরটন, The Singh Brothers এর ইন্টারফেয়ারেন্সের কারণে জিন্দারের কাছে টাইটেল হারায়। পরে Money in the Bank পিপিভিতেও একই কারণে টাইটেল জিততে অক্ষম হয়। এরপরে Battleground পিপিভিতে টাইটেলের রিম্যাচ হিসাবে Punjabi Prison ম্যাচ আয়োজিত হয়, যেখানে The Great Khali রিটার্ন করে অরটনকে অ্যাটাক করে ফলে অরটন পরাজিত হয়।

এরপরে অরটন SummerSlam এ মাত্র ১০ সেকেন্ডে রুসেভকে পরাজিত করে তার সাথে ফিউড শুরু করে, Hell in a Cell পিপিভিতে তাকে আবার পরাজিত করে ফিউডের সমাপ্তি হয়। এরপর Survivor Series পিপিভিতে টিম SmackDown এর হয়ে অরটন অংশগ্রহন করে ও Finn Bálor কে এলিমিনেট করার পর Braun Strowman এর হাতে সে এলিমিনেটেড হয় এবং টিম SmackDown পরাজিত হয়।

• গ্রান্ড স্লাম চ্যাম্পিয়নের খেতাব অর্জন :

পরবর্তীতে অরটন WWE United States Championship ফিউডে আসে এবং ২০১৮ সালের Fastlane পিপিভিতে Bobby Roode কে হারিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো US চ্যাম্পিয়নশিপ অর্জন করে এবং সেইসাথে ইতিহাসে ১৮ তম গ্রান্ড স্লাম চ্যাম্পিয়নে পরিনত হয়। এই খেতাব অর্জন করতে গেলে কোন রেসলারকে কোম্পানির চারটি আলাদা আলাদা টাইটেল অর্জন করতে হয়, অর্টন যেটি ২০১৮ সালে করতে সক্ষম হয়। এরপরে সে WrestleMania ৩৪ এ Jinder Mahal এর কাছে টাইটেল হারায়। এরপরে সে বাম হাটুর ইঞ্জুরির কারণে আবার বাইরে থাকে।

ইঞ্জুরি থেকে ফিরে এসে Extreme Rules পিপিভিতে অর্টন Jeff Hardy কে অ্যাটাক করে এবং সেই সাথেই বহুল প্রতিক্ষিত হিল টার্ন করে। পরে Hell in a Cell পিপিভিতে Hell in a Cell ম্যাচে অরটন, হার্ডিকে পরাজিত করে। পরের স্ম্যাকডাউনে রিটার্ন করা বিগ শো কে পরাজিত করে অর্টন Crown Jewel পিপিভির WWE World Cup এর জন্য খেলার স্থান পায়।

সেই ম্যাচে প্রথম রাউন্ডেই Rey Mysterio অর্টনকে এলিমিনেট করে এবং তাদের ফিউড শুরু হয়। স্ম্যাকডাউনের এক এপিসোডে অর্টন Rey Mysterio এর মাস্ক চুরি করে নেয়। TLC পিপিভিতে চেয়ার ম্যাচে অরটন Mysterio এর কাছে পরাজিত হয়। ২০১৯ এর রয়াল রাম্বালে অরটন Mysterio কে এলিমিনেট করে যদিও সেটা জিততে সে অক্ষম হয়।

এরপর Elimination Chamber পিপিভির এলিমিনেশন ম্যাচে AJ Styles কে এলিমিনেট করার পর অরটন Kofi Kingston এর হাতে এলিমিনেটেড হয়। এরপরে অরটন AJ এর সাথে ফিউড শুরু করে, রেসেলমেনিয়া ৩৫ এ AJ Styles এর কাছে পরাজিত হবার পরে সে Kofi এর সাথে WWE চ্যাম্পিয়নশিপ ফিউডে জড়াই। SummerSlam এবং Clash of Champions পিপিভিতে তাদের মধ্যে হওয়া ম্যাচে দুবারই অরটন পরাজিত হয়।

• Edge এর সাথে ফিউড ও লেজেন্ড কিলার গিমিকে ফেরা :

২০১৯ এর WWE ড্রাফটের মাধ্যমে অরটন Raw তে ড্রাফট হয়। ২০২০ এর ২৬ জানুয়ারি অনুষ্ঠিত Royal Rumble পিপিভিতে অর্টন তার পুরনো রেটেড RKO ট্যাগ টিমের পার্টনার Edge এর হাতে এলিমিনেটেড হয়, যে ২০১১ এর পরে প্রথমবার রিং এ রিটার্ন করে। WrestleMania ৩৬ এ তারা Last Man Standing ম্যাচ খেলে যেখানে অরটন পরাজিত হয়।

পরবর্তীতে তারা ২০২০ সালের Backlash পিপিভিতে পুনরায় ম্যাচ খেলে যেটিকে "Greatest Wrestling Match Ever" নামে আখ্যায়িত করা হয়। এই ম্যাচটিতে এজের প্রকৃতই সিরিয়াস ইনজুরি হয় এবং এটিতে অরটনের জয়লাভের ফলে অরটন নিজেকে "Greatest Wrestler Ever." বলতে শুরু করে।

Edge এর সাথে তার ফিউড নিকট সময়ের মধ্যে সবচেয়ে ব্যক্তিগত ও হিটেড ফিউড ছিল। পরের Raw তে Christian অরটনকে ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে যেখানে Ric Flair এর সহায়তায় অরটন জয়লাভ করে।

এরপরে অরটন তার পুরনো লেজেন্ড কিলার গিমিকে ফিরে যায় এবং একে একে Christian, Shawn Michaels ও Big Show-কে অ্যাটাক করে। পরে তার পার্টনার রিক ফ্লেয়ারও অরটনের আক্রোশের শিকার হয়। এরপরে অরটন নজর দেয় WWE চ্যাম্পিয়নশিপের উপর এবং তৎকালীন চ্যাম্পিয়ন Drew McIntyre কে চ্যালেঞ্জ করে বসে।

SummerSlam এবং Clash of Champions এ হওয়া তাদের ম্যাচে অরটন পরপর দুইবার টাইটেল জিততে ব্যর্থ হলেও Hell In A Cell পিপিভিতে হেল ইন এ সেল ম্যাচে ড্রিউকে পরাজিত করে সে WWE চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে। কিন্তু তার পরের Raw তেই অরটন আবার টাইটেলটি ড্রিউ এর কাছে হেরে বসে।

• Bray ও Alexa এবং এজের সাথে পুনঃফিউড :

এরপরে অরটন Bray Wyatt এর সঙ্গে ফিউড শুরু করে, Brey তখন তার নতুন গিমিকে Alexa Bliss এর পার্টনার ছিল। ২০ ডিসেম্বর ২০২০ তে অনুষ্ঠিত TLC: Tables, Ladders & Chairs পিপিভিতে অরটন Wyatt কে Firefly Inferno ম্যাচে গায়ে আগুন ধরিয়ে পরাজিত করে, এর ফলে আলেক্সা অরটনকে টার্গেট করতে থাকে।

পরবর্তীতে অরটনের সাথে ট্রিপল এইচের No Holds Barred ম্যাচ চলাকালীন আলেক্সা এসে অরটনের দিকে ফায়ারবল ছুড়লে এবং ট্রিপল এইচের উধাও হয়ে যাওয়ায় ম্যাচটা নো কনটেস্টে শেষ হয়।

২০২১ এর Royal Rumble -এ অরটন দ্বিতীয় স্থানে প্রবেশ করে ১ নম্বর স্থানে রিটার্ন করা এজের সাথে পুনরায় ফিউড শুরু করে। সেই ম্যাচে এজের দ্বারা আহত হবার ফলে অরটনকে চিকিৎসা করতে রিং এর বাইরে নিয়ে যাওয়া হয়, এই অবস্থায় তাকে এলিমিনেটেড হিসাবে গণ্য করা হয়নি যার সুযোগ নিয়ে রাম্বাল ম্যাচের শেষের দিকে অরটন রিঙের মধ্যে গিয়ে এজকে এলিমিনেট করে যদিও তারপর নিজেও এলিমিনেটেড হয়ে যায়।

পরের Raw তে অরটন এজের ক্যারিয়ার সমাপ্ত করতে একটা শেষ ম্যাচ খেলার চ্যালেঞ্জ করে, সেই ম্যাচে আবারও আলেক্সার ইন্টারফেয়ারেন্সে অরটন পরাজিত হয়। এরপরে এলিমিনেশন চেম্বারে প্রথমে এলিমিনেটেড হয়ে অরটন WWE চ্যাম্পিয়নশিপ জিততে ব্যর্থ হয়।

আলেক্সা ব্লিসের বারংবার বাঁধা দেওয়ার পরে ব্লিস অরটনকে ফাস্টলেনে অন্তর্লিঙ্গ ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে, যেটা অরটন স্বাগত জানায়। ম্যাচের মধ্যে ব্লিস বিভিন্ন অচিরাচরিত উপায়ে অরটনকে অ্যাটাক করে এবং শেষের দিকে Brey Wyatt নতুন লুকে রিটার্ন করে অরটনকে অ্যাটাক করে, ফলে আলেক্সা তাকে পিন করে জিতে যায়।

পরের Raw তে Brey আবার অরটনকে অ্যাটাক করলে তাদের মধ্যে রেসেলমেনিয়াতে ম্যাচ ঠিক হয়। ১১ই এপ্রিল অনুষ্ঠিত রেসেলমেনিয়া ৩৭ এর দ্বিতীয় দিনে ব্লিসের ধোঁকা দেওয়ার ফলে অরটন ব্রে কে পরাজিত করে তাদের ফিউড শেষ করে।

• RK-Bro ট্যাগ টিমের গঠন ও ফেস টার্ন :

১৯ এপ্রিলে আয়োজিত Raw তে অরটন ব্যাকস্টেজে ইন্টারভিউ দেওয়ার সময় প্রাক্তন UFC প্লেয়ার Riddle তাকে বাঁধা দেই এবং তার সঙ্গে ট্যাগ টিম ফর্ম করার আবেদন জানায় কিন্তু অরটন সেটা নাকচ করে সেখান থেকে গমন করে। তখন তাদের মধ্যে একটা ম্যাচ ঠিক হয়, সেই ম্যাচে রোল-আপের মাধ্যমে রিডল জয়লাভ করে।

পরের সপ্তাহে অরটন অনিচ্ছা সত্বেও তার সাথে ট্যাগ টিম গঠন করে। তাদের টিমের নাম দেওয়া হয় RK-Bro এবং তারা টিম হিসাবে Cedric Alexander ও Shelton Benjamin এর টিমকে সর্বপ্রথম পরাজিত করে। এর পরে অরটন রিডলকে বলে তারা একদিনে একটা করে টিমকে হারাবে এবং এর মাধ্যমে ২০২০ সালের পরে প্রথমবার অরটন ফেস টার্ন করে।

তাদের টিম এরপরে যথাক্রমে Elias ও Jaxson Ryker এর টিম, AJ Styles, Omos, Elias, ও Ryker দের টিমকে পরাজিত করে ৩-০ স্কোর করে। এরপরে অরটন কিছুদিন বাইরে থাকার পরে ৯ আগস্টে Raw তে এসে রিডলের সাথে তার ট্যাগ টিম ভাঙ্গার ঘোষণা করে। কিন্তু তারপরেই অরটন ও এজে স্টাইলসের ম্যাচে রিডল অরটনকে জিততে সাহায্য করে। ম্যাচের পরে অরটন রিডলকে আলিঙ্গন করে RKO দেই, এটা আসলে তার ধন্যবাদ জানানোর ভঙ্গি ছিল।

• টিমের পুনর্গঠন ও ট্যাগ টিম টাইটেল জয় :

পরের সপ্তাহে অরটনকে এজে স্টাইলস ও Omos মিলে অ্যাটাক করলে রিডল বাঁচাতে আসে এবং এইভাবেই তাদের RK-Bro টিম আবারও অফিসিয়ালি অস্তিত্বে আসে। পরে SummerSlam পিপিভিতে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ ম্যাচে RK-Bro স্টাইলস এবং ওমোসের টিমকে পরাজিত করে তাদের ক্যারিয়ারে প্রথমবারের মতো Raw Tag Team চ্যাম্পিয়নশিপ জয়লাভ করে।

এরপর Survivor Series পিপিভিতে RK-Bro SmackDown Tag Team চ্যাম্পিয়ন দ্যা উসোসদেরকে পরাজিত করে। এই ম্যাচটা খেলে অরটন WWE ইতিহাসে সর্বাধিক PPV ম্যাচ খেলার কেইনের রেকর্ড ভেঙ্গে দেয়। ২০২২ এর ১০ই জানুয়ারি অনুষ্ঠিত Raw তে Chad Gable ও Otis এর টিম Alpha Academy এর কাছে RK-Bro পরাজিত হয়, যার ফলে তাদের ১৪২ দিনের সুদীর্ঘ টাইটেল রেইন সমাপ্ত হয়। 

পরবর্তীতে অরটনের হোমটাউনে অনুষ্ঠিত Royal Rumble ২০২২ -এ অরটন ২৯ নম্বরে প্রবেশ করলেও চ্যাম্পিয়ন ব্রকের হাতে এলিমিনেটেড হয়ে ম্যাচ জিততে ব্যর্থ হয়। ম্যাচ শেষ হবার পরে অরটন দর্শকদের জন্য রিঙে এসে নিজের আইকনিক পোজ দেয়।

• অরটনের ব্যাপারে কিছু কথা :

WWE এর তৃতীয় সর্বোচ্চ মেজর চ্যাম্পিয়নশিপ জয়ী রেসলার তিনি। হিল ক্যারেক্টার প্লে করাতে ওস্তাদ। WWE এর সর্বকালের সেরা রাইভেলারি তে তার স্থান শীর্ষের দিকে। জন সিনার সাথে তার রাইভেলারি ছিল এক কথায় One Of The Best! অরটনের অ্যাগ্রেসিভ লুকিং, পারসোনালিটি, রেসলিং অ্যাবিলিটি এবং সন্তোষজনক মাইক স্কিল তাকে নিয়ে গেছে অনন্য এক চূড়ায়। 

হিল ক্যারেক্টার প্লে করা রেসলাররা প্রো রেসলিংয়ের জন্য কতটা জরুরী তা আমরা সবাই জানি। ২০০১-বর্তমান সময় পর্যন্ত প্রায় একচ্ছত্র অধিপত্য বজায় রেখেছেন তিনি হিল রোল প্লে করাতে। তিনি ট্যাগ টিম গঠন করেও পেয়েছেন সর্বোচ্চ সফলতা। The Rated RKO, The Evolution, The Legacy সকল টিমেই তিনি ছিলেন সফলতার প্রতিক। মোট কথায়, তিনি যাই করেছেন তাই সফলতা পেয়েছে। Just Like Golden Touch!

প্রোফেশনাল রেসলিংয়ের এক উজ্জ্বল নক্ষত্র তিনি। তরুণ প্রজন্মের জন্য রোল মডেল, বিশেষ করে যারা হিল রোল প্লে করবে। তিনি এখন লিভিং লেজেন্ড। বিভিন্ন সময় বিভিন্ন রোল প্লে করে আমাদের এন্টারটেইন করেছেন। কখনও লেজেন্ড কিলার হিসেবে, কখনো দ্য ভাইপার হিসেবে, কখনো বা দ্য এপেক্স প্রেডেটর হিসেবে। তবে মুল কথা এটাই, তিনি যে ক্যারেক্টারে হাত দিয়েছেন সেটাতেই পেয়েছেন সফলতা।

এছাড়া রাইটারদের স্ক্রিপ্টের প্রতিও তিনি ছিলেন যথেষ্ট শ্রদ্ধাশীল। টেকারের প্রতি সম্মান, লেসনারের বিপক্ষে জয় না পাওয়ার স্ক্রিপ্ট সহ অন্যান্য কিছু বিষয়ে তিনি কখনো দ্বিমত পোষণ করেননি। হ্যাঁ, তার কিছু ভুল থাকবে, কেননা তিনিও মানুষ। তবে তার লেজেন্ডারি ক্যারিয়ারের সামনে তা নিতান্তই ক্ষুদ্র। কেননা তিনি The Apex Move Executor, তিনি Master Of Move Counter, তিনি The Eye Of WWE, তিনিই RANDY ORTON : The Legend Who Kills The Legends!

♦ র‍্যান্ডি অরটনের ব্যাপারে অজানা তথ্য :

১) Randy Orton সবচেয়ে কম বয়স্ক World Champion, মাত্র ২৪ বছর বয়সে তিনি Chris Beniot কে Summerslam ২০০৪ পিপিভিতে হারিয়ে চ্যাম্পিয়ন হন। তাই Orton কে বলা হয় "The Youngest World Champion In WWE History"। Randy Orton সবচেয়ে কমবয়স্ক Intercontinental চ্যাম্পিয়ন, মাত্র ২৩ বছর তিনি Rob Van Dam কে Armageddon ২০০৩ পিপিভিতে হারিয়ে জিতেন) Jeff Hardy একই রেকর্ড করেছেন। Randy Orton সবচেয়ে কম বয়সে Hell in a Cell ম্যাচ খেলেছেন। মাত্র ২৫ বছর বয়সে। Randy Orton সবচেয়ে প্রথম WWE World Heavyweight চ্যাম্পিয়ন, এবং সর্বশেষ WWE Champion

২) ২০০৬ সালে মে মাসের এক SmackDown এপিসোডে Randy Orton তার Entrance Song হিসাবে "This Fire Burns" বাজিয়ে ছিল, Orton এর গিমিকে মানায় না বলে বাদ দেওয়া হয়। কিন্তু মজার ব্যাপার মাত্র অই একদিনই সেটা ইউস করেছিল আর তার কয়েক মাস পরই CM Punk সেটা ইউস করা শুরু করে।

৩) Randy Orton আর তার বাবা Bob Orton Jr, দুইজনই Pro Wrestling Illustrated থেকে Rookie of the Year Award জিতেছে। যা ইতিহাসে প্রথম হয়েছিল। Cowboy Bob Orton জিতেছিল ১৯৭৩ সালে আর Randy Orton জিতেছিল ২০০১ সালে।

৪) বাস্তবে Randy Orton তার দীর্ঘদিনের ফিউড, এবং নিজেদের মধ্যে ২৭ টি চ্যাম্পিয়নশিপ ম্যাচ খেলা John Cena এর বেস্ট ফ্রেন্ড। John Cena অ্যান্ড Randy Orton একসাথেই তাদের রেসলিং ক্যারিয়ার শুরু করেছিল আর একসাথে ট্রেনিং ও কাজ করেছে।

৫) Randy Orton এর প্রথম তিনটি World Title তার কাছে থেকে ছিনিয়ে নেয় তারই মেন্টর Triple H।

৬) Randy Orton তার সর্বপ্রথম ম্যাচ খেলেছেন Smackdown এ, যেটাতে তিনি Hardcore Holly কে হারান।

৭) Randy Orton ২০০৯ সালে Most Hated Wrestler Award পেয়েছিল কিন্তু তার পরের বছর মানে ২০১০ সালেই সে Most Popular Wrestler হয়েছিল। আর এমনটা শুধু ‘Rowdy’ Roddy Piper-এ করতে পেরেছিল (১৯৮৫ & ১৯৮৬ সালে)। মানে Randy রেসলিং ইতিহাসে ২য় রেস্লার সে সব থেকে ঘৃণিত হয়েও ঠিক পরের বছর সবার প্রিয় রেস্লার হয়েছে।

৮) ২০০৫ সালে SmackDown এর এক এপিসোডে ততকালিন রেন্ডির স্ক্রিপ্টেড জিএফ Stacy Keibler কে RKO দিয়ে ব্রেক আপ করেন

৯) ২০১৩ সালে Randy Orton কে এক ফ্যান আক্রমণ করেছিল South Africa এর Cape Town শহরে এক হাউজ শো তে। ম্যাচ চলাকালীন সময় অই ফ্যান্স রিং-এ গিয়ে Randy কে Low Blow মারে। সাথে সাথে WWE Security গার্ড তাকে ধরে ফেলে। পরে জানা যায় অই লোক একজন রেস্লার। তার নাম "The Blacksmith, " আর সে অই কান্ডটি করেছিল নাম কামানোর জন্য। সেই ফ্যানকে ৫০০ Rand জরিমানা এবং ৩০ দিনের জেল দেওয়া হয়।

১০) সার্ভাইয়র সিরিজে দ্যা ভাইপার খ্যাত Randy Orton এই পর্যন্ত ১০টি এলিমিশন ম্যাচ খেলেছিলেন। তিনি ২০০৩ সালের সার্ভাইয়র সিরিজে তার ১ম এলিমিশন ম্যাচটি খেলেন ও সর্বশেষ অর্থাৎ ১০ম এলিমিশন ম্যাচটি খেলেন ২০১৭ সালের সার্ভাইয়র সিরিজ পিপিভিতে। সার্ভাইয়র সিরিজ পিপিভির ইতিহাসে সবচেয়ে বেশি এলিমিশন ম্যাচ খেলার দিক দিকে Randy Orton দ্বিতীয় স্থানে আছেন। Randy Orton একমাত্র রেসলার যে পরপর তিনটি Survivor Series পিপিভির Survivor ম্যাচের Soul Survivor হয়েছেন (২০০৩-২০০৫)। 

১১) আমরা সবাই জানি যে, অরটনের ফিনিশারের নাম RKO এবং এই মুভটির জন্য অরটন কতটুকু জনপ্রিয় তা বলার অপেক্ষা রাখেনা। RKO মুলত ফেস কাটার টাইপের মুভ। এটার মুল উদ্দেশ্য অপনেন্টের মুখে ইফেক্ট ফেলানো। এটা যথেষ্ট বিপদজনক মুভ কেননা এর ইফেক্ট গলাতেও রয়েছে। তবে এমন একটি বিপদজনক মুভ বর্তমানে WWE তে সবথেকে নিরাপদ মুভ হিসেবে ব্যবহৃত হয় কারন হলো - এই মুভটি প্রয়োগ করার কৌশল এবং অরটনের মুভ এক্সেকিউশন দক্ষতা! অরটন তার ক্যারিয়ারের শুরুর দিক থেকেই RKO কে তার ফিনিশার হিসেবে ব্যবহার করে আসছেন। এবং সবথেকে অবাক করা বিষয় হলো তিনি এই মুভ দ্বারা কখনই কারো মেজর ইঞ্জুরি করেননি!

আর হ্যাঁ, RKO এক্সেকিউট করতে এক্সেকিউটরের ব্যাক সাইডে আঘাত সহ্য করতে হয়। সবথেকে অবাক করার বিষয়, অরটন লোহার উপরেও RKO এক্সেকিউট করেছেন এবং এতে করে তার নিজের এবং অপনেন্টের কোন ক্ষতিই হয়নি! (WWE Elemination Chamber ২০১১ ; Orton Executed The RKO On John Cena On The Metal Mat) ম্যাটের উপর ছাড়াও অরটন টেবিলের উপর, ফ্লোরের উপর RKO প্রয়োগ করেছেন। কিন্তু অপনেন্টের কোন ক্ষতিই তিনি করেননি। তার ইন রিং অ্যাবিলিটি এবং রিং সাইকোলজি অত্যন্ত উচ্চ মানের। কেন? কারনটা হলো তার মুভ কাউন্টার এবং RKO এক্সেকিউশন। তার ফিনিশার RKO এতটাই বিখ্যাত যে এটা স্ল্যামি অ্যাওয়ার্ড পর্যন্ত জিতেছে!

১২) আপনারা যদি Youtube এ কোন রেসলারের টপ ১০ ফিনিশার লিখে সার্চ দেন তবে তাদের টপ ১০ ফিনিশার গুলোর ভিডিও পাবেন। কিন্তু অবাক করা বিষয় হলো অরটনের টপ ১০ RKO এর মধ্যে প্রায় সবগুলোই মুভ কাউন্টারের মাধ্যমে এক্সেকিউট করা! অরটনের টপ ৫ Counterd RKO -

  • Randy Orton vs. Undertaker
  • Randy Orton vs. Jeff Hardy
  • Randy Orton vs. John Cena
  • Randy Orton vs. Evan Bourne
  • Randy Orton vs. Seth Rollins

যারা এই ৫ টা RKO দেখেছেন তারাই বুঝতে পারবেন অরটন মুভ কাউন্টার করতে কতটা পারদর্শী। তবে সম্প্রতি অরটনের আরও একটি RKO কাউন্টারের মাধ্যমে এক্সেকিউট করাটা ছিল অসাধারণ। সেইটা হলো এই বছরের রয়্যাল রাম্বল ম্যাচে রোমানের স্পিয়ার কাউন্টারে RKO হিট করা। অরটনের মুভ কাউন্টার করার অ্যাবিলিটি সেরাদের সেরা। তার জনপ্রিয়তার জন্য মুখ্যভাবে দায়ী হলো এই কাউন্টার RKO. অপনেন্টকে কম আঘাত দিয়ে অত্যন্ত আকর্ষনীয়ভাবে তিনি RKO প্রয়োগ করেন, যা এন্টারটেইনমেন্ট পাওয়ার জন্য যথেষ্ট।

মুভ কাউন্টারে মাস্টারপিস হওয়ার সাথে সাথেই তার রয়েছে ইন রিং স্কিলের বেসিক অ্যাবিলিটি। মুভ সেল করা, রিং কেমিস্ট্রি, রিং সাইকোলজি, ইন রিং অ্যাটিচিউড, স্ট্রেনথ & স্ট্যামিনা। তিনি হয়ত হাইফ্লায়ার রেসলার নন কিন্তু, তার মুভ কাউন্টারে যে টেকনিক্যাল অ্যাবিলিটি রয়েছে তা অনেক হাইফ্লায়ার রেসলারদের মাঝেও নেই। আর সেইজন্যই তিনি Master Of Move Counter!

১৩) অরটনের সিগনেচার মুভ :

  • Inverted headlock backbreaker 
  • Chinlock 
  • Jumping knee drop 
  • European uppercut 
  • Gutwrench elevated neckbreaker 
  • Standing dropkick 
  • Body scissors 
  • Scoop powerslam
  • Elevated DDT

১৪) অরটনের কয়েকটি স্মরণীয় ফিউড :

  • Mick Foley 
  • The Undertaker 
  • Triple H 
  • Ric Flair 
  • Shawn Michaels 
  • Degeneration X 
  • John Cena

১৫) গুরুত্বপূর্ণ ম্যাচের তালিকা :

  • Armageddon ২০০৩ - Randy vs. Rob Van Dam (Intercontinental চ্যাম্পিয়নশিপ)
  • Backlash ২০০৪ - Randy vs. Cactus Jack (No Holds Barred)
  • Summerslam ২০০৪ - Randy vs. Chris Beniot (World Heavyweight চ্যাম্পিয়নশিপ)
  • Armageddon ২০০৫ - Randy vs. The Undertaker (Hell in a Cell)
  • Summerslam ২০০৬ - Randy vs. Hulk Hogan (Legend vs. Legend Killer)
  • New Years Revolution ২০০৭ - Rated RKO vs. Degeneration X (World Tag Team চ্যাম্পিয়নশিপ)
  • No Mercy ২০০৭ - Randy vs. Triple H (Last Man Standing ম্যাচ for WWE চ্যাম্পিয়নশিপ)
  • Wrestlemania ২৪ - Randy vs. Triple H vs. John Cena (Triple Threat for WWE চ্যাম্পিয়নশিপ)
  • Royal Rumble ২০০৯ - Winner of The Royal Rumble ম্যাচ. Went to face Triple H at Wrestlemania ২৫)
  • Breaking Point ২০০৯ - Randy vs. John Cena (I Quit ম্যাচ for WWE চ্যাম্পিয়নশিপ)
  • Monday Night RAW জুলাই ১২, ২০১০ - Randy vs. Evan Bourne (Singles ম্যাচ)
  • Night Of Champions ২০১০ - Randy vs. John Cena vs. Sheamus vs. Wade Barrett vs. Chris Jericho vs. Edge (৬-Pack Challenge for WWE চ্যাম্পিয়নশিপ)
  • Friday Night Smackdown মে ৬, ২০১১ - Randy vs. Christian (World Heavyweight চ্যাম্পিয়নশিপ)
  • Money in the Bank ২০১৩ - Randy vs. CM Punk vs. Christian vs. RVD vs. Sheamus vs. Daniel Bryan (Money in the Bank Ladder ম্যাচ)
  • SummerSlam ২০১৩ - Randy cashes in his Money in the Bank briefcase to become the WWE Champion (WWE চ্যাম্পিয়নশিপ ম্যাচ)
  • TLC ২০১৩ - Randy beat World Heavyweight Champion John Cena to become the First-ever WWE World Heavyweight Champion. (TLC Title Unification ম্যাচ)
  • Wrestlemania ৩১ - Randy beat Seth Rollins with a “Wrestlemania Moment” worthy RKO out of nowhere that left the WWE Universe buzzing
  • Royal Rumble ২০১৭ - Winner of The Royal Rumble ম্যাচ. Going to face Bray Wyatt at Wrestlemania ৩৩।

♦ রেসলিং জগতে অর্জন সমূহ :

Ohio Valley Wrestling

OVW Hardcore Championship (২ বার)

Pro Wrestling Illustrated

Feud of the Year (২০০৯) vs. Triple H

Most Hated Wrestler of the Year (২০০৭, ২০০৯)

Most Improved Wrestler of the Year (২০০৪)

Most Popular Wrestler of the Year (২০১০)

Rookie of the Year (২০০১)

Wrestler of the Year (২০০৯, ২০১০)

Ranked No. ১ of the top ৫০০ singles wrestlers in the PWI ৫০০ in ২০০৮

World Wrestling Entertainment/WWE

World Heavyweight Championship (৪ বার)

World Tag Team Championship (১ বার) – সঙ্গে : Edge

WWE Championship (১০ বার)

WWE Intercontinental Championship (১ বার)

WWE Raw Tag Team Championship (১ বার) – সঙ্গে : Riddle

WWE SmackDown Tag Team Championship (১ বার) – সঙ্গে : Bray Wyatt এবং Luke Harper

WWE United States Championship (১ বার)

Money in the Bank (২০১৩)

Royal Rumble (২০০৯, ২০১৭)

Seventeenth Triple Crown Champion

Tenth Grand Slam Champion (under current format; eighteenth overall)

Slammy Award for Hashtag of the Year (২০১৪) – #RKOOuttaNowhere

WWE Year-End Award for Shocking Moment of the Year (২০১৮) – Tearing Jeff Hardy's ear

Wrestling Observer Newsletter

Most Improved (২০০৪)

Most Overrated (২০১৩)

Worst Feud of the Year (২০১৭) vs. Bray Wyatt

Worst Worked Match of the Year (২০১৭) vs. Bray Wyatt at WrestleMania ৩৩ on এপ্রিল ২



• লেখক : Prokash Das, রেসলিং বাংলা এবং অন্যান্য।

কোন মন্তব্য নেই

কমেন্ট করার জন্য ধন্যবাদ!